বিশ্বের প্রথম লিকুইড কুল ল্যাপটপ asus ROG GX700

আসুস ঘোষণা করেছে, তারা আনতে যাচ্ছে বিশ্বের প্রথম লিকুইড কুল ল্যাপটপ।
এতদিন ফ্যানের মাধ্যমে ঠাণ্ডা রাখা হতো ল্যাপটপ এবার তার ফ্যানের জায়গা নিচ্ছে পানি।
পানি ঠাণ্ডা হলেই ঠাণ্ডা থাকবে ল্যাপটপটিও।
এই ল্যাপটপের নাম asus ROG GX700
এমন ল্যাপটপের দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক।
এই নতুন ল্যাপটপ যেহেতু গেমিং ল্যাপটপের একটি অংশ তাই Hydro Overclocking System-টিও।

কোম্পানির সূত্রে জানানো হয়েছে Hydro Overclocking System ল্যাপটপ থেকে বেরনো প্রায় ৫০০ ওয়াট অবধি গরম সহ্য করে নেবে। এতে থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের ‘Skylake’ Core i7-6820HK প্রসেসর। ল্যাপটপের ভিতরে থাকবে DDR4 এর ১৬ জিবি র‍্যাম যা বাড়ানো যেতে পারে ৬৪ জিবি অবধি।
গ্রাফিক্সের জন্য আসুস ল্যাপটপে দিয়েছে Nvidia GeForce GTX 980 GPU সহ ৮ জিবির GDDR5 VRAM। ল্যাপটপের থাকছে ১৭.৩ ইঞ্চি 4K UHD স্ক্রিন
এতে রয়েছে অডিও এম্প যা সামান্য আওয়াজকে বিকৃত না করেই ভলিউম বাড়াতে পারবে।
এতে থাকছে Intel®Thunderbolt 3 টেকনোলোজি এবং USB Type-C,
এতে আপনি একটি ইউএসবি পোর্ট দিয়েই 40 GBPS  ডাটা ট্রান্সফার করতে পারবেন।এই পোর্টের মাধ্যমে আপনি ফোরকে ভিডিও স্ট্রিম এবং মাল্টি ডিসপ্লে গেইমিং এর জন্য ব্যবহার করতে পারেন।

এছাড়া এটা কেনার সাথে পাবেন একটা ল্যাপটপ কেইস যাতে করে কুলার সহ ল্যাপটপ আপনি সহজেই বহন করতে পারেন।

এই ল্যাপটপে আপনি পাবেন অ্যান্টি ঘোস্টিং কীবোর্ড, এতে আপনার কী বোর্ড একই সাথে অনেক কিপ্রেস ইনপুট নিতে পারবে।

রয়েছে গেইমপ্লে রেকর্ড করার জন্য আলাদা রেকর্ড বাটন। এছাড়া এই ল্যাপটপের সাথে আপনি XSplit Gamecaster লাইফটাইম এক্সেস পাবেন।এতে আপনি আপনার গেইম অনলাইনে লাইভ স্ট্রিম করাতে পারবেন।

আরও দেখুন https://www.asus.com/Notebooks/ROG-GX700VO/

আমার ব্লগে আরও টিউন পেতে ভিজিট করতে পারেন, জিআর+ বাংলাদেশ

ফেসবুকে আছি আমি

.

 

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস