নষ্ট হার্ডডিস্ক ঠিক করুন নিজেই কিছুক্ষনের মধ্যে কোনো ঝামেলা ছাড়া, মাত্র ১ এম্বির সফটওয়্যার সিরিয়াল কি সহ

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনারা কিছু সময়ের মধ্যে আপনাদের পিসি বা ল্যাপটপের নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্ক ঠিক করতে পারবেন। এর জন্য আপনাদের হার্ডডিস্ক  খোলা বা এ ধরনের কোনো কাজ করতে হবেনা। আমি আমার একটা ল্যাপটপ এর  হার্ডডিস্ক এই সফটওয়্যার এর মাধ্যমে ঠিক করেছি অর্থাৎ আমি এই সফটওয়্যার টা পরীক্ষা করেই আপনাদের জন্য নিয়ে এলাম। আমার জানামতে অনেকের ই এই সফটওয়্যার টা প্রয়োজন হবে। আনেকেরি হয়তবা নষ্ট হার্ডডিস্ক আছে যা কিনা এই সফটওয়্যারের অভাবে পরে আছে। যদি এই সফটওয়্যার টা কারো উপকারে আছে তাহলে আমার এই টিউনটি সার্থক হবে।

কাজের ধাপ সমুহঃ

১. এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।

২. নষ্ট হার্ডডিস্ক টি আপনার ল্যাপটপের বা পিসির ২য় হার্ডডিস্ক হিসেবে লাগান।

৩. উপরের সফটওয়্যারটি আপনার পিসিতে ইনিস্টল করুন।

৪. সফটওয়্যারটি ওপেন করুন, আপনি ২টি হার্ডডিস্ক দেখতে পাবেন একটা আপনার রানিং হার্ডডিস্ক আর একটা নষ্ট হার্ডডিস্ক।

৫. এবার নষ্ট হার্ডডিস্ক টি সিলেক্ট করুন এবং continue বাটনে ক্লিক করুন।

৬. তারপর LOW LEVEL FORMAT এ ক্লিক করে FORMAT THIS DEVICE এ ক্লিক করুন এবং কিছু ক্ষন অপেক্ষা করুন।

ব্যাস আপনার কাজ শেষ। হার্ডডিস্ক ঠিক হতে হার্ডডিস্ক এর সাইজ আনু্যায়ী কিছু সময় নিতে পারে। ইনশাল্লাহ আপনার হার্ডডিস্ক ঠিক হয়ে যাবে।

বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই টিউমেন্স করবেন। আল্লাহ হাফেয।

Level 0

আমি মোঃ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এইরকম ফালতু লিংক না দিয়ে, মানসম্মত লিংক দিন, যদি জনসাধারণকে কিছু দেয়ার ইচ্ছে থাকে

নষ্ট হাট ডিক্স সপ্টওয়ারে ঠিক হয় কেমতে বুঝাবেন

যে ল্যাপটপের হার্ডডিস্ক নষ্ট ঐ ল্যাপটপের হার্ডডিস্ক না খুলে কিভাবে আমার ল্যাপটপে কানেক্ট করব একটু খুলে বলুন।

শেয়ার করার জন্য ধন্যবাদ। বাট টিউনে বিষয়টি আরেকটু ক্লিয়ার করলে ভাল হত যেমনঃ হার্ডডিস্কের সিলিন্ডার যদি গারবেজ থাকে এবং ফার্মওয়্যার মারাত্বক করাপ্টেড ‍হয় তাহলে পৃথিবীর যত সেরা সফটওয়্যার ব্যবহার করুন না কেন সসস্যাটা থেকেই যাবে। অপরদিকে হার্ডডিস্ক নির্মাতারা ফার্মওয়্যার কার্নেল এমনভাবে সেট করেন যেটি নিদিষ্ট ডিউরেশনের পর হার্ডডিস্ক এর আয়ূ শেষ হতে বাধ্য। সুতরাং সত্যিই যদি এরুপ কাজ হত তাহলে নতুন করে হার্ডডিস্ক রিপ্লেস কিংবা ক্রয়ের প্রয়োজন হত না। তবে হ্যা উপরোক্ত সফটওয়্যার দিয়ে কাজ হতে পারে হার্ডডিস্কে যদি কোন ব্যাড সেক্টর গারবেজ থাকে তাহলে সেইগুলোকে গুছিয়ে নিদিষ্ট কাঠামোতে সেইভ করে চলার উপযোগী করতে পারে।

    Level 0

    vai apnar হার্ডডিস্কের সিলিন্ডার যদি গারবেজ থাকে এবং ফার্মওয়্যার মারাত্বক করাপ্টেড tahole dolphindata lab er HDD Repair Tools use koren

Level 0

একটু গুছিয়ে লিখলে ভাল হত

Level 2

ধন্যবাদ,
আমার একটা পোর্টেবল হার্ডডিস্ক আছে কিন্তু কম্পিউটারে কানেক্ট করলে কিছু শো করে না। সেই হার্ডডিস্ক থেকে কিভাবে ডাটা রিড করা যায়? জানালে উপকৃত হব। আবারো ধন্যবাদ

@কামরান পারভেজ ইভান ভাই, আপনি ইউএসবি টু সাতা কনভার্টার ব্যবহার করতে পারেন। সম্ভব হলে হার্ডডিস্ক টি খুলে পিসিতে কানেক্ট করতে পারেন।

ধন্যবাদ @ফেরী ওয়ালা

@Shafiq ভাই, যদি এই সফটওয়্যারে আপনার হার্ডডিস্ক লিস্ট এ না দেখায় তাহলে সেক্ষেত্রে নাও হতে পারে।

    Level 0

    vai apni PartitionGuru use kore dekhte paren

Level 0

vai eta die sudu bade sector remove korbe but repair kora jabe high sped e amon kuno soft thakle den ami PartitionGuru use kore dekhe c seta khub slow

ভাইয়া, ডাউনলোড লিংক আপডেট করে দিন?