একটি হাই কনফিগারের ডেক্সটপ কিনতে চাইছিলাম।আশা রাখি টেকটিউনস এর অভিজ্ঞ ভাইয়েরা একটু সাজেশন দিবেন

 

 

একটি কম্পিউটার যেহেতু অনেকদিনের সঙ্গী হবে তাই ক্রয় এর আগে টেকটিউনস এর অভিজ্ঞ ভাইদের কাছে একটু সাজেশন চেয়ে নিচ্ছি।আশা করি ছোট ভাইকে সাজেশন দিয়ে সাহায্য করবেন 🙂

 

 

 

 

আমি ইন্টারনেটে বিভিন্ন ওয়েব থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে ও নিকটবর্তী ভাইদের কাছে সাজেশন নিয়ে নিচের মতো ডেক্সটপের একটা কনফিগারেশন করেছি- (টোটাল ১,২২,০০০ টাকা)

 

 

  • প্রসেসর:   Intel core i7 -4790k
  • মাদারবোর্ড:   Asus Maximus VII Hero
  • মনিটর:   Dell/Asus 18.5'- 21.5'
  • র্যাম:   G.skill sniper series DDR3 1866MHz 8GB(4GB×2) (Model - F314900CL9D or F314900CL10)
  • হার্ড ডিক্স:   Toshiba 2TB (Model- DT01ACA200)
  • ডিভিডি রাইটার:   Asus 24x DVD-R
  • গ্রাফিক্স কার্ড:   Sapphire Nitro R9 390 8G GDDR5 OC verson
  • SSD:   Samsung 850 evo 250GB

 

 

[এছাড়াও, UPS, Tv card,Power supply, Casing,Mouse,Keyboard,Spiker,Router এইগুলা দোকানে গিয়েই নির্দিষ্ট বাজেটের ভিতর পছন্দ করে কিনব ভাবছি 😀 ]

 

 

অভিজ্ঞ ভাইয়ারা একটু সাজেশন দেন,

 
প্রশ্ন ১: আমি গ্রাফিক্স কার্ড ও SSD (১.৫-২) মাস পরে কিনব।অন্য যন্ত্রাংশগুলা কিনে ফেলব ১ সপ্তাহের ভিতর।
আমি যদি গ্রাফিক্স কার্ড ও SSD পরে সংযুক্ত করি,তবে এই কনফিগারে কি (SSD ও গ্রাফিক্স কার্ড বাদ দিয়ে) হার্ড গেমিং ও কাজ করে স্বাচ্ছন্দ বোধ করব?

 

প্রশ্ন ২: মাদারবোর্ড এর ক্ষেত্রে আরও একটা সাজেশন পেলাম। সেটি হল - MSI Z97 Gaming 5। কোনটা সবচেয়ে ভাল হবে? Asus Maximus VII Hero নাকি এইটা ?

 

প্রশ্ন ৩: লিস্টের কনফিগারে যদি সমতুল্য ভাল প্রোডাক্ট পাওয়া যায় তবে সাজেস্ট করুন প্লিজ !

 

 

আশা রাখি, আপনাদের এই ছোট ভাইয়ের এইটুকু সাজেশন দিয়ে সাহায্য করবেন ভাইয়ারা। খুব চিন্তার মধ্যে আছি   😥   😥 

 

 

Update:   😛   😎

 

আমি ১৭.০৯.২০১৫ তে Ryanscomputer থেকে নিম্নক্ত Product গুলা কিনেছি। খুবই ভালো Performence পাচ্ছি । Windows 7 Benchmark Rating যেটি ১ থেকে ৭.৯ এর মধ্যে গননা করা হই সেটিতে রেটিং হইসে ৭.৭ আর Passmark Soft. এ স্কোর হইসে ৮১১৭

 

  • Processor : Intel core i7 4790k
  • MO Board : Asus Maximus VII Hero
  • Ram : Team 8x2 GB DDR3 2400 Bus Overclocking & Corsair 8x2 GB 1600 Bus
  • Haddi : WD 2 TB Purple
  • Monitor : Asus 21.5′ VX229H
  • Case : NZXT Lexa S 3-01
  • Keyboard : A4Tech KR 85
  • Mouse : Logitech B100 & Logtech M105
  • Headphone : A4Tech HS100 & A4Tech Bloody Series
  • Box : Creative SBS A355
  • SSD: Samsung 500 GB Evo
  • PSU : Thermaltake 730W Smart
  • GP Card : GTX 980 Ti
  • UPS : Prolink 1200 VA Line
  • CPU Hydro Cooler : Corsair H60

 

 

 

Level 0

আমি সুদীপ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 441 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও নতুন একটা কিনব। তবে আমার বাজেট একটু কম । আপনার টা মনে হয় খুবই ভাল হবে 🙂

    @জাহিদুল ইসলাম

    ধন্যবাদ আপনাকে। তবে আমি চিন্তা করছি ,

    যেহেতু ১.৫-২ মাসের মধ্যে গ্রাফিক্স কার্ড ও SSD কিনব,এই দুইটা বাদ দিয়ে ততদিন ভাল পারফরমেন্স দিবে কি না ! 🙂

Dream configure…..

এখানে তুমি যেহেতু graphics কার্ড পরে কিনবা তাই গেমিং করতে পারবা কিন্তু ওত হার্ড গেমিং সম্ভব হবে না আর অভার অল বলতে গেল রেমটা ১৬ জিবি হইলে বেস্ট কেননা এই প্রসেসর আর গ্রাফিক্স এর সাথে ৮ জিবি খাপ খাবে নাহ । বেপার টা হইল সব মিলায় যাতে ভারসাম্য পুর্ন হয় এমন নিতে হবে .আর রেম এর বেপার টা মাথায় রাখিও এত টাকা দিয়ে নিচ্ছ রেমটা কম নিলে হয় 😛

    @শাওন ভাইয়া

    আমি তাহলে ১ টা কাজ করি । একটা পোর্টে ৮ জিবি লাগাই আর একটা ফাকা রাখি ।যেইদিন গ্রাফিক্স কার্ড নিব সেই দিন আরও ৮ জিবি লাগিয়ে নিব। আর ভাইয়া,

    মাদারবোর্ড কোনটা ভাল হবে বললেন না তো 😀

    আর ভাইয়া সাজেশনের জন্য এতগুলা²³ ধন্যবাদ 😛

আচ্ছা ভাই ভাই আমার ল্যাপটপ এর প্রসেসর core i3( 3rd Ganaretion) কিন্তু র্যাম মাএ ২ জিবি ততএকটা স্পিড পাচ্ছি না। কি করা উচিত বলবেন কি??

    Level 0

    প্রতিটা laptop এ RAM এর জন্য দুইটা slot থাকে … তাই নো চিন্তা দু ফুরতি । Extra 2/4GB RAM লাগাইতে পারবা।

    Level 0

    আরেকটা র‌্যাম লাগিয়ে নিলেই পারেন।

Level 0

@দীপ্তঃ (যেহেতু বাজেট নিয়া তোমার টেনশন দেখছি না তাই)
১ম কথাঃ about processor–> তুমি 4th gen processor না নিয়ে 5th Generation processor নিও। পরে নাইলে বড়ই আফসোস করবা।(i7 5775R 3.80Ghz/ i7 5775c 3.70Ghz )
২য় কথাঃ about motherboard–> যে দুইটা motherboard এর কথা জানতে চাইসো, দুইটা motherboard এ chipset হল Z97 যা May 12, 2014 তে release হইসিলো। এর পর আরো দুইটা chipset বের হয়েছে। z170 তারপর X99. তাই আমার suggestion হচ্ছেঃ z170/X99 সম্বলিত একটা motherboard নিও।( Asus Maximus VII না নিয়ে Asus Maximus VIII / Z170 PRO GAMING নিতে পার …এখানে আরো একটা সুবিধা হল… 6th generation processor এর জন্য socket আছে, so future proof ।MSI motheboard এও এই চিপসেট আছে)
৩য় কথাঃabout ram–> #শাওন ভাই যে কথা বলল ১৬ জিবি RAM এর কথা, খুবি ভালো কথা বলসেন। উপ্রের মাদারবোর্ড এ DDR4 3400mhz bus er ram support করে।
৪ র্থ কথাঃ about graphics card—> ভালো graphics card. নিতে পারো।

১ম প্রশ্নের উত্তরঃ হ্যা ! তুমি যে configuration দিসো , SSD ছাড়া খেলতে সমস্যা হবে না। কিন্তু High end game হলে গেম লোড হতে একটু সময় নিতে পারে।গেম খেলার সময় slow or graphics er problem হবে না সেটা জোর দিয়ে বলতে পারি।

২য় প্রশ্নের উত্তরঃ দুইটাই একই বলা চলে। কিন্তু আমি পারসোনালি Asus er motherboard prefer করি। তাই আমার ভোট Asus Maximus VII Hero কে দিলাম।

ধন্যবাদ।

    @Marma

    ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

      Level 0

      আরও কিছু জানার থাকলে বলতে পারেন।

        @Marma

        হ্যা ভাইয়া ।জানার ছিল ।

        ভাইয়া আমি যে কনফিগারেশনটা করেছি , এইগুলার দাম কত হতে পারে একটু যদি বলতেন। আমি নেট থেকে হিসাব নিয়েছি তবে এক দোকান থেকে নিলে তো ছাড় দিবেই ।তবুও আপনি যদি একটু হিসাব করে দিতেন, উপকৃত হতাম। দোকানে গিয়ে হয়রানির ভয় থাকত না ।

দাম কত হবে ২ জিবি অথবা ৪ জিবির দুইটাই বলবেন?

Level 2

আমার টিপস্ হলো
AMD প্রসেসর কিনবা, কারণ Intel ও Amd এর মান একই হলেও Amd প্রসেসর এর দাম কম

র‌্যাম 16 জিবিই বেস্ট মনে হয় তবে DDr -3 কিনবা। ওয়ারেন্টি কতদিন সেটা দেখে নিবা। বেশিরভাগ রেম লাইফটাইম ওয়ারেন্টি দেয়। আমি একটা কিনেছি লাইফ টাইম ওয়ারেন্টি ( যতদিন র্মাকেটে ওই র‌্যায়ম পাওয়া যাবে )

হার্ড ডিস্ক portable হার্ডডিস্ক হলে মনেহয় ভালো হবে, কারণ এইগুলোতে স্পিড বেশি পাওয়া যায় এই টিউনটা পড়ে দেখবা https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/371507

আর বেশি কিছু বলবো না।

@mahmudkoli

ভাইয়া AMD এর কোনটা ভাল হবে? মডেল বলবেন প্লিজ? আমি বুঝতে পারছি না 🙁 । আর যদি AMD নিই ,তবে মাদারবোর্ড কোনটা নিব?

আর দাম বেশি হলেও সমস্যা নাই।তবে কোনটা ভাল হবে AMD এর?

    প্রসেসর এ ইন্টেল এর চেয়ে কেউ আগে নাই কলি ভাই আমার মতে আর মারমা ভাই এর সাথেও এক,মত

motherboard Asus Maximus VII Hero e valo…. ….
ar valo gaming performance pata hola AGP Card lagano e lagba….

@পার্থ বিশ্বাস

ঠিকাছে ভাইয়া । মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে 🙂

http://pcpartpicker.com/user/Himel/saved/#view=hNpv6h

ভাই আপনি এই কনফিগারেশনটা দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আপনার পছন্দ মত কিছু পরিবর্তন করে নিলেও খারাপ হয় না। আবার ভবিষ্যতে আপগ্রেড ও করতে পারবেন ভালো (এট লিস্ট ৬৫০ ওয়াটের) একটা পাওয়ার সাপ্লাই লাগালে।

@জান্নাতুল ভাইয়া,

আমি ১৭.০৯.২০১৫ তে Ryanscomputer থেকে নিম্নক্ত Product গুলা কিনেছি। খুবই ভালো Performence পাচ্ছি ।

Windows 7 Benchmark Rating যেটি ১ থেকে ৭.৯ এর মধ্যে গননা করা হই সেটিতে রেটিং হইসে ৭.৭
আর Passmark Soft. এ স্কোর হইসে ৮১১৭।

Processor : Intel core i7 4790k

MO Board : Asus Maximus VII Hero

Ram : Team 16 GB DDR3 2400 Bus Overclocking

Haddi : WD 2 TB Purple

Monitor : Asus 21.5′ VX229H

Case : NZXT Lexa S 3-01

Keyboard : A4Tech KR 85

Mouse : Logitech B100

Headphone : A4Tech HS100

Box : Creative SBS A355

SSD: Samsung 500 GB Evo

PSU : Thermaltake 730W Smart

GP Card : GTX 980 Ti

UPS : Prolink 1200 VA Line

CPU Hydro Cooler : Corsair H60

আচ্ছা ভাইয়া আপনি কি পরে গ্রাফিক্স কার্ড কিনেছিলেন, যদি কিনে থাকেন তাহলে কোনটি কিনেছেন?

    হ্যাঁ আপু 😀 । GP Card কিনেছি । GTX 980 Ti

      ভাইয়া আপনার কম্পিউটার কেমন চলছে, বিশেষ করে গ্রাফিক্স কার্ডটির পারফরম্যান্স কেমন পাচ্ছেন, আর কি কোন সমস্যায় পড়েছিলেন? Acronis True Image দিয়ে System Drive এর ব্যাকআপ নিয়েছিলেন?