আপনার পিসি অন হচ্ছেনা কিন্তু কুট কুট শব্দ হচ্ছে,সফটওয়্যার ছাড়াই সমাধান এখানে।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় টিউন।তথ্য প্রযুক্তির এই যুগে আমরা কত নাই সমস্যায় পড়ি।আসলে যেখানে সমস্যা সেখানেই সমাধান।আজ আমি আপনাদের ছোট্র একটি সমস্যার সমাধান দেব।এই সমস্যাটির সম্নুখীন আমি নিজেও পড়েছিলাম।আর তাই জেনে থাকুন কাজে একদিন লাগতেই পারে।অনেক কথাই হল এবার আসি সমস্যা ও সমাধান নিয়ে।

  • সমস্যা ঃ আপনি অনেকদিন যাবৎ কম্পিউটার ব্যবহার করছেন কিন্তু কোনদিনও এই সমস্যাটির সম্নুখীন হন নাই।হটাৎ একদিন আপনার শখের কম্পিউটারটি   অন হচ্ছেনা কিন্তু কুট কুট শব্দ হচ্ছে।আপনি চিন্তিত যে আপনার কম্পিউটারটির হটাৎ কি হল।হয়ত আপনি ভাবছেন উইনডোজ পড়ে গেছে  অথবা কম্পিউটারটি   নষ্ট হল এই বুঝি।আর আপনি নিজে এই সমস্যাটি চিহ্নিত করতেও পারছেন না আবার সমাধানও পাচ্ছেন না।ভাবছেন কেয়ার এ নিয়ে যাবেন।আর কেয়ারে নই আপনি নিজেই সমাধান করুন।

 

  • সমাধান ঃ আপনাকে বেশি কিছু করতে হবেনা।আপনি আপনার সিপিইউ এর ক্যাসিং খুলুন।তারপর Motherboard এ সংযুক্ত এই DDR DIMM memory slot এর জায়গা থেকে RAM টি খুলুন।তারপর RAM ও SLOT উভয়ই পরিষ্কার করুন।তারপর RAM টি Motherboard এ সংযুক্ত এই DDR DIMM memory slot এর জায়গা সংযুক্ত করুন।ব্যাস আপনার কাজ শেষ।

 

 

 

 

 

এখানে RAM এর চিত্রটি দেখুন।মূলত সমস্যাটি RAM এর জন্যই হয়ে থকে। আপনারা কেউ যদি এই সমস্যার বিকল্প সমাধান জানেন তাহলে আমাক টিউমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা আমার দ্বিতীয় টিউন ভুল ত্রুটি হতে পারে।আর তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আজ এই পর্যন্তই।দেখা হবে আবার কোন টিউনে।

আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন।খোদা হাফেজ

 

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ। অনেক কাজের একটি পোস্ট দেওয়ার জন্য। অনেক সময় হার্ডডিস্ক এর সমস্যা হলেও এরকম হতে পারে। আমার এরকম হয়েছিল। পরে হার্ডডিস্ক নতুন লাগানোর পর ঠিক হয়েছে।

nyc post… dhonnobad

Apnakao osonkho dhonobadh

chaliye jan

ধন্যবাদ টিউন করার জন্য। বিপ শব্দটা আসে বায়োস থেকে, যা আপনার সিস্টেমের বিভিন্ন ডিভাইসের সমস্যা সম্পর্কে অবগত করে।কুটকুট শব্দ বেশির ভাগই হার্ড ডিস্ক থেকে আসে।পাওয়ার সাপ্লাই নষ্ট হলেও বিভিন্ন প্রকারের শব্দ করে। চেচিজ ফ্যান, সিপিউ ফ্যান, পাওয়ার সাপ্লাই ফ্যান থেকে বিভিন্ন প্রকারের শব্দ হয়ে থাকে।

আমারও কট,কট শব্দ হয়।তবে সেটা হার্ডডিস্ক থেকে।র‌্যাম খুললে কাজ হয় না।

আমার পিসি এই রকম সমস্যা, তবে কুট কুট শব্দ হয় না, পিসি অন হয় কিন্তু মনিটর, কিবোর্ড, মাউস এ লাইন আসে না! 🙁

র্যাম (RAM) পরিষ্কার করে লাগাইছি।

কাজ হয় না 🙁

এখন কি করব? :O

মেধারী ভাই ঃ কুট কুট শব্দ হলে সেটা হার্ডডিস্কের সমস্যা থাকতে পারে। কিন্তু মাউস, কিবোর্ড, মনিটরের লাইন না আসার জন্য হার্ডডিস্ক দায়ী না। এজন্য প্রথমে র‌্যাম চেক করুন। তারপর পাওয়ার সাপ্লাই, তার মাদারবোর্ড চেক করুন। বুঝতে সমস্যা হলে জানাবেন। এডভাস্সড সলিউসন এর ব্যাবস্থা আছে।
ধন্যবাদ।