কি পেন্ড্রাইভ বা মেমোরী কার্ড এ Error,Read Only বা write protected দেখাচ্ছে বা পাসওয়ার্ড Protect দেখাচ্ছে ? (সফটওয়্যার ছাড়া ১০০% সমাধান)।

কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করছি কিভাবে সফটওয়্যার ছাড়া মেমোরী কার্ড বা পেন্ড্রাইভ থেকে Error, read only,Write protected বা password protected রিমুভ করা যায়।

 

কিছু কিছু মেমোরী এই রকম show করে।

Example: (error: The disk is write-protected. Remove the write-protection or use another drive)

সমাধানঃ

১। মেমরী বা পেন্ড্রাইভ এর ড্রাইভ Select করে properties এ গিয়ে security তে গিয়ে User থেকে Administrator এর write অপশন এর সকল অপশন এ টিক দিন।

২। তারপর Run Command এ গিয়ে “regedit” লিখুন এবং এন্টার দিন।এখন রেজিস্ট্রি এডিটর ওপেন হলে এইখানে যান ‘HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies’ এখন ‘write protect’ এ ডাবল ক্লিক করুন এবং ভ্যালু 0 দিন এবং windows restart করুন।

যদি StorageDevicesPolicies না থাকে তাহলে এইরকম ভাবে তৈরি করুন।

  1. HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrrentControlSet\Control\ and Right Click to select New -> Key.
  2. Enter the name StorageDevicePolicies.
  3. Click on the new registry key StorageDevicePolicies and on the right pan right-click, select New > DWORD and give it the name WriteProtect.
  4. Double click on it and set its value to 0.
  5. Restart your system and check it.

তারপর নিচের নিয়মটি ব্যবহার করুন।

  1. Start > search bar -> CMD and press enter
  2. Type< diskpart
  3. Type< list disk
  4. Type< select disk # (# is the number of the USB DRIVE you’ve plugged in)
  5. Type< attributes disk clear readonly
  6. Type “exit” to exit the diskpart

বাস তারপর run command এ গিয়ে লিখুন diskmgmt.msc  and Enter দিন

এবং Removal Disk টি একটি partition করুন এবং Format দিন। তারপর লুঙ্গি ড্যান্স মারতে মারতে আপনার Data Copy করুন আপনার Pendrive এ।

টিউনটি ভালো লাগলে আমার সাইট থেকে একটু ঘুরে আসবেন  গেস্ট ব্লগগিং always on। আর ডোমেইন বা হোস্টিং কিনতে এইখানে ক্লিক করুন।

Level 0

আমি শাকিল প্রধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেয়ার করার জন্য ধন্যবাদ।দেখি কাজ করে কিনা।

সুন্দর একটা টিউন করছেন।।ভাইয়া আমার একটা মেমোরি ফরম্যাট দিতে গেলে ১২১ মেগাবাইট দেখায়+ফরম্যাট ও হয় না।তাইলে কি আমার মেমোরি ভাল হবে???

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য

Not working. foul post.

kaj kore nare vai.. 🙁
bt tune er jonno tnx. (y)

কাজ যাদের করছে না তারা http://techzain.com/kaspersky-virus-removal-tool-latest-version/ এন্টিভাইরাস টি ডাউনলোড করুন এবং মেমোরী টি স্ক্যান করুন।তারপর বাকি কাজ করুন। আর এই টিউনটি সর্বপ্রথম এইখানে প্রকাশিত হয় http://techzain.com/remove-write-protection/
সবাই কে ধন্যবাদ ।

It’s not working! any other way to solve the problem?