আর নয় কোন সার্ভিস সেন্টারে এবার নিজেই সার্ভিসিং করুন আপনার যে কোন Epson প্রিন্টার

প্রিয় টেকটিউন ভিজিটরবৃন্দ আপনাদের জানাই টেকটিউন ও আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মোবারক বাদ। আজ আমি আপনাদের মাঝে এমন একটি সফটওয়্যার উপহার দিব যে সফটওয়্যার দিয়ে আপনি যে কোন Epson প্রিন্টার নিজেই সার্ভিসিং করতে পারবেন। কষ্টে করে যেতে হবে না কোন সার্ভিস সেন্টারে খরচ ও সময় ও ব্যয় হবে না আপনার। আমরা প্রায় সব Epson প্রিন্টারে দেখতে পাই দুই তিন মাস পর পরই সার্ভিস রিকোওয়্যার দেখায়। ( প্রিন্টারের দুইটি লাল লাইট এদিক ওদিক টিপ দেয় কিন্তু কোন প্রিন্ট কমান্ট নেয় না পড়তে হয় হতাশায়। এই হতাশা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আজ আমি এই টিউন টি করলাম উপকার হলে টেকটিউনসহ আমার জন্য দোআ করবেন।

স্ক্রিন সট-1

আপনার প্রিন্টারে এরূপ সিগন্যাল দেখাতে পারে
তখন আপনি আমার দেওয়া লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। এই সফটওয়ারটি উইন্ডোজ এক্সপি ও 7 এ চলবে। সফটওয়ার টি ইনস্টল দেওয়ার পর এরূপ একটি চিত্র আসবে
স্কিনসট-2

স্ক্রিন সট-3

ঐরূপ আসলে আপনার প্রিন্টারটি কত মডেলের তা উপরের ঘরে এবং নিচের ঘরে সিলেকশন করে দিন।

তারপর আপনি সফটওয়ারটি মিনিমাইজ করুন এবং টাস্কবারে থেকে আপনার ইনস্টল করা সফটওয়ারটি দেখতে পাবেন। সেখানে গিয়ে মাউসে রাইট বাটনে ক্লিক করুন এবং প্রটেকশন কাউন্টার নামে একটি অপশন আসবে গিয়ে তার সাব মেনুতে ক্লিক করলে আপনি রিসেট প্রটেকশন সেন্টার নাম একটি অপশন পাবেন নিচের চিত্রের মত এখানে একটি ক্লিক করুন দেখাবে your Protection Reset বাস আপনার কাজ শেষ। প্রিন্টারটি অফ করে অন করুন দেখুন আপনার প্রিন্টার আবার সচল হয়ে গেছে।
স্ক্রিন সট-4

সফটওয়ার ডাউনলোড এখানে ক্লিক করুন
কোন কিছু জিজ্ঞাসা করতে হলে আমার ফেইসবুক আইডি তে যোগাযোগ করুন :[email protected]
ধন্যবাদ। সকলেই ভাল থাকবেন আর আমার জন্য দোআ করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোষ্ট নিয়ে আসতে পারি।

Level 0

আমি Techraj2014। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

darun akta tips bai kaje asbe …..so tnx….

software ta dorkar cilo thank’$

epson t13 সাপোর্ট করবে?

Level 0

Ei software er ageo bebohar korechi kintu karjokor na .

ইপ্সন টি ১৩ প্রিন্টার এই টা দিয়ে প্লাস হবে না।

oh eita kono valo somadan holo na

Photo Print korar jonno 10000-12000 takar moddho valo printer konti?

Level 0

শিরোনামে যে ভাবে বলছেন তাতে আমার মনে হইছে যে পুরু মেশিনটাই মনে হয় খুলে সার্ভিসিং করার উপায় দেয়া আছে। সার্ভিসিং বলতে হার্ডওয়্যার না সফটওয়্যার জনিত তা উল্লেখ নেই। একটা প্রিন্টারের প্রিন্ট করার পরিমান নির্দিষ্ট করা থাকে, এই পরিমান শেষ হয়ে গেলেই প্রিন্টারে লাল বাতি ঝলতে নিভতে থাকে। আর তার জন্য প্রিন্টারের ড্রাইভারকে রিসেট করলেই হয়ে যায়, যা কি না SSC এই সফটওয়্যাটির দ্বারা করা যায়। এটা নিয়ে অনেক আগেই টিউন হয়েছে নতুন কিছু নয়।

Bhai dot matrix er khetre kono tips dile valo hoy… EPSON LQ2180, 2090 Esob

Canon 2772 প্রিন্টার রিসেটার নিয়ে টিউন আশা করছি।

Level 0

t30 কাজ হবে ?

Level 0

Canon এর জন্য একটা সফটওয়্যার আছে সেটা দরকার ছিলো, অনেক উপকৃত হতাম।

Level 0

Jaman# ভাই অনেকেই তো জানে না তাদের জন্যই এই পোষ্টটি করা, আর এটা আপনি আমি জানি অনেক আগে থেকে সেটা তো কোন ব্যাপার না।

ব্যাপার হচ্ছে যারা না জানে তাদের জানানো।