উইন্ডোজ সেভেন ও কার্ড রিডার সমাচার!

আমার প্রিয় টেক টিউনারদের পবিত্র রমাযানের শুভেছা।

আমি প্রধানত আমার পিসিতে এক্সপি ব্যবহার করতাম। কিন্তু গত ৬ মাস যাবত উইন ৭ ব্যবহার করছি। কাজের প্রয়োজনে আমাকে মাঝে মাঝেই কার্ড রিডার ব্যবহার করতে হয়।

এক্সপিতে ১টি কার্ড রিডার আমি প্রায় এক বছর ব্যবহার করেছি। কিন্তু উইন সেভেন সেটাপের পর থেকে আমার ৪টি কার্ড রিডার নষ্ট হয়ে গেছে। আমি এক্সপি ও সেভেনে কার্ড রিডার ব্যবহার করে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি আপনাদের কাছে তুলে ধরছি। এক্সপিতে কাজ শেষে কার্ড রিডার ইজেক্ট দিলে কার্ড রিডারের ইন্ডিকেটর LED বাতিটি নিভে যায় কিন্তু উইন্ডোজ সেভেনে ইজেক্ট দিলেও নেভেনা। এই বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা। আমার মনে হয় কার্ড রিডার নষ্ট হবার এটি একটি কারন হতে পারে। আপনারা কেউ এই সমস্যার মুখোমুখি হয়ে থাকলে মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো।

আমি এখন উইন্ডোজ সেভেনে কার্ড রিডার ব্যবহার করার পর পিসি শাটডাউন করে তারপর কার্ড রিডারটি খুলে নেই এবং এভাবে ব্যবহার করার কারনে আমার বর্তমান কার্ড রিডারটি ভালোই কাজ করছে।

আমাদের এক টিউনার ভাইয়ের মন্তব্যের পর Google এ সার্চ দিয়ে দেখতে পেলাম মাইক্রোসফট উইন্ডোজ সেভেনে কার্ড রিডারের এই সমস্যার জন্য একটি hot fix update ও রিলিজ করেছে। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি নিচে দিয়ে দিলাম।

http://www.rizwanashraf.com/2009/12/03/download-windows-7-sd-card-reader-hotfix/

সবাইকে আবারো শুভাচ্ছা জানিয়ে শেষ করছি।

পবিত্র রমাযানে আপনাদের হাতে সময় থাকলে নিচের ওয়েবসাইটিতে ঘুরে আসতে পারেন।

islamerpoth.com

ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানার জন্য ওয়েবসাইটটি উপকারে আসতে পারে।

 

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউএসবি পোর্ট থেকে ডিভাইস গুলা পাওয়ার পায় … আপনি ইজেক্ট দিলেও পাবে ( মোবাইল ফোন একই উপায়ে চার্জ হয় ) … আর উইন্ডোজ ৭ এ কার্ড রিডার ইউস করার জন্য কার্ড রিডার নষ্ট হয় এটা খোঁড়া যুক্তি । আজকাল বাজারে ওয়ারেন্টি যুক্ত কার্ড রিডার পাওয়া যায় সেগুলা ইউস করুন ।

    Level 0

    @ফাইয়াদ ইফতিখার রাফী: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি কিন্তু আমার বাস্তব আভিজ্ঞতা থেকেই কথাগুলো বলেছি। Google সার্চ দিয়ে দেখতে পারেন, মাইক্রোসফট উইন্ডোজ সেভেনে কার্ড রিডারের এই সমস্যার জন্য একটি hot fix আপডেট ও রিলিজ করেছে। আপনার জ্ঞাতার্থে লিঙ্কটি দিয়ে দিলাম। http://www.rizwanashraf.com/2009/12/03/download-windows-7-sd-card-reader-hotfix/

Level 0

আমারও একি সমস্যা ভাই।

Level 0

আমি মেমুরি কার্ডে win7 চেটাপ দিয়ে চালাতে চাই এটা কি সম্বব?????????
কেউ জানাবেন কি????

Ai somossay ami porini.tobe 1ta information dai.xp te may be apni usb lagale task bare je sobuj chinno asto tate click kore tarpor eject usb te click korten.kintu windows 7 a avabe eject korle prochur time ney.apni hoyto evabe eject koren bole card reader noshto hoy.apni my computer theke usb drive ar upor mouse ar right button click kore eject a click korun.tahole usb safely remove kora jabe messege ta sathe sathe computer dibe.ar koek second por card reader ar light nive jay.try kore dekhen

ফাইয়াদ ইফতিখার রাফী আপনার অবগতির জন্য বলছি না জেনে মন্তব্য করাটা ঠিক না। আপনি হাসি মুখে বলছেন (উইন্ডোজ ৭ এ কার্ড রিডার ইউস করার জন্য কার্ড রিডার নষ্ট হয় এটা খোঁড়া যুক্তি) আপনি হয়তবা জানেন না Eject commane কি কাজ করে আর safely remove কি কাজ করে? win 7 এ safely remove করার কোন option নাই, শুধু Eject করার option আছে। Eject করলে Memory remove হয়, Computer থেকে সার্কিট টা Remove হয় না। যার কারনে card reader নষ্ট হওয়া। win xp te Safely remove command থাকায় এ problem হয় না। আশা করি বুঝতে পারছেন।

Level 0

vai. download korte parchi na soft ta. windows validation jonit prb er karone