টিউন থাম্বনেইল টেমপ্লেট কোড: Tune Thumbnail Template/Trusted Tuner/Type104
টিউন থাম্বনেইল টেমপ্লেট - Type104 এর সাহয্যে টিউন থাম্বনেইল তৈরির জন্য আমরা ক্যানভা এর এই টেমপ্লেটটি ইউজ করবো। এই টেমপ্লেটটি ব্যবহার আপনি আপনার সমস্ত টিউনের টিউন থাম্বনেইল তৈরি করবেন ও টিউনের টিউন থাম্বনেইল সেট করবেন।
ক্যানভা ওপেন করে আপনার পছন্দ মত যে কোন থাম্বনেইল ব্যবহার করে আপনি টিউন থাম্বনেইল তৈরি করবেন না। বরং টেকটিউনস থেকে তৈরি করা একটি বিশেষ ক্যানভা টেমপ্লেট, আপনার টেকটিউনস অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেস সেট করা আছে সে ইমেইল অ্যাড্রেসে ইমেইল করা হয়েছে। আপনি আপনার ইমেইল চেক করুন ও ইমেইলে পাঠানো সে লিংক থেকে টিউন থাম্বনেইল টেমপ্লেট - Type104 আপনার ক্যানভা অ্যাকাউন্টের মাধ্যমে ওপেন করুন।
যেহেতু টেকটিউনস থেকে তৈরি করা বিশেষ ক্যানভা টেমপ্লেট, আপনার টেকটিউনস অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেস সেট করা আছে সে ইমেইল অ্যাড্রেসে ইমেইল করা হয়েছে তাই নিশ্চিত হোন যে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেস সেট করা আছে সে ইমেইল অ্যাড্রেসটি একটিভ রয়েছে এবং আপনি একসেস করে মেইল চেক করতে পারেন।
টেমপ্লেটটিতে আপনাকে এডিট পারমিশন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি টেমপ্লেটটি এডিট করতে পারবেন। তবে এডিট করার জন্য ক্যানভাতে আপনার একাউন্ট থাকতে হবে। যদি ক্যানভাতে আপনার আগে থেকে একাউন্ট না থেকে থাকে তবে আপনি আপনার ইমেইলবক্স চেক করুন। আপনার ইমেইলে টেকটিউনস এর ক্যানভা থেকে ইনভাটেশন পাঠানো আছে সে ইনভাইটেশন একসেপ্ট করুন ও সে ইনভাইটেশন থেকে ক্যানভা একাউন্ট খুলে নিন।
খেয়াল করুন, আপনার টেকটিউনস অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেস সেট করা আছে সে ইমেইল অ্যাড্রেসে আপনাকে ক্যানভা এর ইনভাটেশন পাঠানো হয়েছে। তাই Tune Thumbnail Template/Trusted Tuner/Type104 টেমপ্লেটের অ্যাকসেস পেতে আপনাকে অবশ্যই টেকটিউনস অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেস সেট করা আছে সে একই ইমেইল অ্যাড্রেস দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হবে বা খোলা থাকতে হবে এবং লগইন অবস্থায় থাকতে হবে। অন্য ইমেইল অ্যাড্রেস দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট লগইন করলে টেমপ্লেটের অ্যাকসেস পাওয়া যাবে না বা Access Deny দেখাবে। তাই ক্যানভা অ্যাকাউন্ট খুলতে ও লগইন করতে অবশ্যই আপনার টেকটিউনস অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেস সেট করা আছে সে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করুন।
লক্ষ করুন, টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে টিউন থাম্বনেইল তেরি করতে বেশ কিছু বিষয় মেইনটেইন করে টিউন থাম্বনেইল তৈরি করতে। ইমেইজ কেমন হবে, ইমেইজের সাথে Rectangle Element এর কালার কেমন হবে, Rectangle Element এর কী ধরনের কালার নির্বাচন করতে হবে, Rectangle Element এর কী ধরনের কালার নির্বাচন করা যাবে না, টেক্সট কেমন হবে ইত্যাদি।
তাই তাড়াহুড়ো করে, গাইডলাইনের অল্প কিছু পড়েই, শুধু ভিডিও ট্রেনিং দেখেই টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি করবেন না। এতে প্রচুর ভুল হবার সম্ভাবনা রয়েছে। টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে টিউন থাম্বনেইল তেরি করতে পর্যাপ্ত সময় নিয়ে, মনযোগ সহকারে গাইডলাইন কয়েকবার পড়ুন, সবগুলো ভিডিও ট্রেনিং দেখুন ও সে বিষয় গুলো আয়ত্ব করুন তারপর গাইডলাইন অনুযায়ী আপনাকে অ্যাসাইন করা এই টেমপ্লেট অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি করুন।
খেয়াল করুন, এই গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে একটি টিউনের টিউন থাম্বনেইল পারফেক্ট ভাবে করার এর জন্য সর্বোচ্চো ৫ বার সুযোগ পাবেন। ৫ বারে বেশি সময় থাম্বনেইল পারফেক্ট ভাবে টিউনের টিউন থাম্বনেইল তৈরি ব্যর্থ হলে আপনার সাবমিট আর গণ্য হবে না এবং ট্রাসটেড টিউনার হিসেবে আপনার অযোগ্যতা বিবেচিত হবে। ফলসরূপ, আপনার ট্রাসটেড টিউনারশীপ সাময়িক বা স্থায়ী ভাবে অপসারিত হতে পারে।
মনে রাখুন, এই টেমপ্লেটটিতে আমাদেরকে শুধুমাত্র ৩টি এলিমেন্ট পরিবর্তন করতে হবে।
টেমপ্লেটটিতে এই ৩টি এলিমেন্ট ছাড়া অন্য কোন এলিমেন্ট এই টেমপ্লেটটিতে চেঞ্জ করা যাবে না। ভুল বসতও চেঞ্জ করা যাবে না। কারণ তা না হলে টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে যাবে। তাই উল্লেখিত এই ৩টি এলিমেন্ট ছাড়া অন্য কোন এলিমেন্ট টেমপ্লেটে চেঞ্জ করা যাবে না।
মনে রাখবেন, এই টেমপ্লট দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করার সময় এই
আবার রিপিট করা হচ্ছে এই টেমপ্লট দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করার সময় আপনি এই টেমপ্লেটের কোন এলিমেন্ট আন-লক, রিসাইজ, মুভ, পজিশন চেঞ্জ, টেক্সট এর ফন্ট চেঞ্জ, টেক্সট এর ফন্ট সাইজ চেঞ্জ, টেক্সট এর ফন্ট এলাইনমেন্ট চেঞ্জ, টেক্সট এর ফন্ট লাইনহাইট চেঞ্জ, টেক্সট এর ফন্ট স্পেসিং চেঞ্জ, টেক্সট এর লেটার স্পেসিং চেঞ্জ করবেন না। ভুল করেও যেন কোন এলিমেন্ট রিসাইজ ও মুভ, টেক্সট এর ফন্ট চেঞ্জ, টেক্সট এর ফন্ট সাইজ চেঞ্জ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই গাইডলাইন অনুযায়ী আপনি শুধু মাত্র এলিমেন্ট গুলো এডিট করবেন। এলিমেন্ট রিসাইজ ও মুভ না করে এলিমেন্ট গুলো জায়গারটা জায়গাই থাকবে আপনি শুধু এই গাইডলাইনের নির্দেশ মোতাবেক এডিট করবেন।
যদি ভুল বসত কোন এলিমেন্টের পজিশন চেঞ্জ হয়ে যায় বা রিসাইজ হয়ে যায় তবে ক্যানভা এর টুলবার থেকে Undo বাটন চেপে অথবা কিবোর্ড থেকে Ctrl+Z চেপে আনডু করে এলিমেন্ট আবার আগের অবস্থায় নিয়ে আসবেন।
প্রথম কাজ প্রথমে।
টেমপ্লেটটির জন্য প্রথমেই আমাদেরকে একটি ইমেজ সার্চ করে বের করতে হবে। এই ইমেজ টি টেমপ্লেটের ইমেজ হিসেবে সেট হবে। এই ইমেজটি টিউনের বিষয়বস্তুর সাথে মিল রেখে অবশ্যই 'টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন' অনুযায়ী Copyright Free, Royalty Free, License Free ফ্রি সাইট থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে।
গুগল ইমেইজে সার্চ করে যে কোন ইমেইজ টিউন থাম্বনেইলের ইমেইজ হিসেবে যোগ করা যাবে না। সে ইমেজের লাইসেন্স সম্বন্ধে জেনে তা যে কোন ব্লগে ব্যবহারের অনুমতি আছে কিনা তা দেখে তা টিউন থাম্বনেইলের ইমেইজ হিসেবে যোগ করতে হবে।
টিউন থাম্বনেইল এর ইমেইজ টি টিউনের বিষয়বস্তু সাথে মিল রেখে সার্চ করতে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
নিচের ভিডিও ট্রেনিং অনুযায়ী সার্চ করা ইমেইজ দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করে টিউনে টিউন থাম্বনেইল সেট করুন। প্রতিটি টিউনের জন্য স্বতন্ত্র টিউন থাম্বনেইল তৈরি করুন। প্রতিটি টিউন টিউন থাম্বনেইলের কালার স্ক্রিম যেন এক না হয়ে যায় সে দিকে খেয়াল রাখুন। প্রতি টিউনের জন্য ভিন্ন ভিন্ন কালার স্ক্রিমের টিউন থাম্বনেইল তৈরি করুন। বিশেষ করে খেয়াল রাখুন পর পর প্রকাশিত ৫টি টিউনের টিউন থাম্বনেইলের কালার স্ক্রিম যেন কখনই এক বা কাছাকাছি কালার স্কিমের না হয়।
ক্যানভাতে ইমেইজ আপলোড করার পর ক্যানভা সে ইমেইজ অনুযায়ী Photo Color জেনারেট করে যা ইমেইজ আপলোড করার পর, Rectangle Element এর কালার চেঞ্জ অপশনে গেলে Photo Color হিসেবে ক্যানভাবে বাম পাশের সাইডবারে দেখা যায়। ইমেইজ থেকে জেনারেটকৃত এই কালার থেকেই Rectangle Element এ প্রাইমারি কালার সেট করে দিতে হবে।
Rectangle Element এর কালার এমন নির্বাচন করুন যেন তা ইমেইজের সাথে মানান সই হয়। যেন ইমেইজের সাথে একটি দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি হয়। Rectangle Element এর কালার এমন নির্বাচন করবেন না যে তা দেখতে কটকটে দেখায়। Rectangle Element এর কালার যেন ইমেইজের সাথে মিলে একটি কালার স্কিম তৈরি করে যে অনুযায়ী কালার নির্বাচন করুন।
Rectangle Element এর কালার কখনই সাদা কালার, কালো কালার, হালকা কোন সেট করা যাবে না। Rectangle Element এর কালার সবসময় গাঢ় কালার নির্বাচন করতে হবে।
Rectangle Element এ যেহেতু টেক্সট রয়েছে তাই Rectangle Element এর কালার হিসেবে ডার্ক কালার নির্বাচন করুন।
Rectangle Element এর কালার এমন নির্বাচন করবেন না যে টেক্সট ঝাপসা বা বোঝা না যায়। বিশেষ করে সাদা ও লাইট বা হালকা কালার নির্বাচন করলে টেক্সট ঝাপসা বা বোঝা যায় না এমন দেখাবে। তাই Rectangle Element এর কালার সবসময় সলিড, নন-লাইট ও গাঢ় কালার নির্বাচন করতে হবে।
Rectangle Element এর কালার এমন নির্বাচন করবেন না যে টেকটিউনসে লগো ঝাপসা বা বোঝা না যায়। বিশেষ করে সাদা ও লাইট কালার নির্বাচন করলে টেকটিউনসে লগো ঝাপসা বা বোঝা যায় না এমন দেখাবে। তাই Rectangle Element এর কালার সবসময় সলিড ও নন-লাইট কালার নির্বাচন করতে হবে।
এই টেমপ্লেটর জন্য টেমপ্লেটর টেক্সট ৫ লাইনের বেশি হওয়া যাবে না। টিউন শিরোনাম, টেমপ্লেটর টেক্সট এর বসানোর পর যদি দেখা যায় যে টেমপ্লেটর টেক্সট ৫ লাইনের বেশি, তবে টিউন শিরোনাম সম্পাদনা করে টেমপ্লেটর টেক্সট ৫ লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। তবে এর জন্য টিউনের মূল শিরোনাম (যা টিউন প্রকাশের পর টিউনের সাথে দেখা যাবে) পরিবর্তনের প্রয়োজন নেই। শুধু মাত্র টিউন থাম্বনেইলে টিউনের শিরোনাম ৫ লাইনের মধ্যে নিয়ে আসার জন্য টেমপ্লেটর টেক্সট সম্পাদনা করুন।
খেয়াল রাখুন টিউন থাম্বনেইলে টিউনের শিরোনাম ৫ লাইনের মধ্যে নিয়ে আসতে যেন তা অর্থ পাল্টে না যায় বা অর্থহীন হয়ে না পরে। টিউন থাম্বনেইলে টিউনের শিরোনাম ৫ লাইনের মধ্যে নিয়ে আসতে প্রয়োজনীয় সম্পদনা এমন ভাবে করতে হবে যেন তা অর্থবহ হয়।
টিউন থাম্বনেইলের টেক্সট এর বানান কয়েকবার রিভিশন দিন যেন থাম্বনেইলের টেক্সট এ কোন ধরনের বানান ভুল না থাকে।
মনে রাখবেন, এই টেমপ্লট দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করার সময় এই
টিউন থাম্বনেইলে টেক্সটে যেন কোন প্রকার বানান ভুল না থাকে সে দিকে পূর্ণ খেয়াল রাখুন।
PNG ফরমেটে থাম্বনেইলের ইমেজ কোয়ালিটি ও ফাইল সাইজ যথেষ্ট অপটিমাইজ থাকে অন্য ফাইল ফরমেটের চেয়ে। গাইডলাইন মেনে সমস্ত কাজ শেষ করে ফাইনাল থাম্বনেইলটি অবশ্যই PNG ফরমেটে ডাউলোড করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।
প্রতিটি টিউনের জন্য স্বতন্ত্র টিউন থাম্বনেইল তৈরি করুন। প্রতিটি টিউন টিউন থাম্বনেইলের কালার স্ক্রিম যেন এক না হয়ে যায় সে দিকে খেয়াল রাখুন। প্রতি টিউনের জন্য ভিন্ন ভিন্ন কালার স্ক্রিমের টিউন থাম্বনেইল তৈরি করুন। বিশেষ করে খেয়াল রাখুন পর পর প্রকাশিত ৫টি টিউনের টিউন থাম্বনেইলের কালার স্ক্রিম যেন কখনই এক বা কাছাকাছি কালার স্কিমের না হয়।
সর্বদা আপনাকে অ্যাসাইন করা Main টেমপ্লেট ব্যবহার করতে হবে। আপনাকে অ্যাসাইন করা থাম্বনেইল টেমপ্লেট এর Make a Copy এর মাধ্যমে আলাদা একটি কপি করে সে কপির মাধ্যমে টিউনের টিউন থাম্বনেইল তৈরি করা যাবে না। থাম্বনেইল তৈরিতে আপনার কোন ধরনের ভুল হলে তা টেকটিউনস টিম থেকে ডিবাগ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় তাই আপনাকে অবশ্যই, আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট এর Main কপি বারবার এডিট করে করে টিউনের টিউন থাম্বনেইল তৈরি করতে হবে।
সেই সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন Main টিউন থাম্বনেইল টেমপ্লেট এর কোন এলিমেন্ট এর পজিশন সহ অনন্যা নির্দেশিত এলিমেন্ট গুলো চেঞ্জ না হয়ে যায়।
নিচের ভিডিও ট্রেনিং গুলো অনুসরণ করুন।
ভিডিও ট্রেনিং এ একটি স্যাম্পল টিউন থাম্বনেইল টেম্বপ্লেট ব্যবহার করে ভিডিও ট্রেনিং দেওয়া হয়েছে। আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেম্বপ্লেটটি ভিডিও ট্রেনিং ও ব্যবহার করা টিউন থাম্বনেইল টেম্বপ্লেট থেকে আলাদা হতে পারে। তবে কনসেপ্ট একই। ইমেইজ, ইমেজ চেঞ্চ করা, Frist Rectangle Element এ ইমেজ থেকে জেনারেটকৃত প্রাইমারি কালার সেট করা, Second Rectangle Element এ ইমেজ থেকে জেনারেটকৃত সেকেন্ডারি কালার সেট করা এবং টেক্সট এর কন্টেন্ট চেঞ্জ করার বিষয় গুলো একই রকম।
বোঝার সুবিধার্থে আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেম্বপ্লেট Tune Thumbnail Template/Trusted Tuner/Type104 এরও একটি ভিডিও ট্রেনিং দেওয়া হলো
টেমপ্লেটে ইমেজ সেট করার পর অনেক সময় এর ভিউ পয়েন্ট ঠিক করতে হতে পারে। ইমেইজের ভিউ পয়েন্ট ঠিক করার জন্য ইমেইজটির উপর ডাবল ক্লিক করুন এতে ইমেইজটি View Point এডিট মোডে আসবে। এবার ইমেইজটি ডানে বামে বা উপরে নিচে ড্র্যাগ করে ইমেইজটির ভিউ পয়েন্ট ঠিক করুন। ভিডিও ট্রেনিংটি দেখুন।
টেমপ্লেটে ইমেজ সেট করার পর Rectangle Element এর কারণে ইমেজের ডান পাশের অংশ বা বাম পাশের অংশের মেইন ভিউ পয়েন্ট ঢেকে যেতে পারে। সেক্ষেত্রে ইমেইজ টিকে প্রয়োজন অনুযায়ী Horizontally ডানে বা বামে Flip করে দিতে হবে। ভিডিও ট্রেনিংটি দেখুন।
অনেক সময় এর ভিউ পয়েন্ট ঠিক করতে হতে পারে। ইমেইজের ভিউ পয়েন্ট ঠিক করার জন্য ইমেইজটির উপর ডাবল ক্লিক করুন এতে ইমেইজটি View Point এডিট মোডে আসবে। এবার ইমেইজটি ডানে বামে বা উপরে নিচে ড্র্যাগ করে ইমেইজটির ভিউ পয়েন্ট ঠিক করুন। ভিডিও ট্রেনিংটি দেখুন।
যদি কোন টিউন থাম্বনেইলে কালার স্কিম ঠিক না থাকে, কালার ঠিক মত নির্বাচন করা না হয়, ছবি ঠিক মত সেট করা না হয়, ছবি নির্বাচন ঠিক না হয় বা অন্য যে কোন ধরনের সমস্যা থাকে তবে সে টিউন ড্রাফট হবে এবং টিউন থাম্বনেইল পারফেক্ট না হওয়া পর্যন্ত আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। টিউন থাম্বনেইল পারফেক্ট না হওয়া পর্যন্ত আপনাকে দেওয়া নির্দেশনা অনুযায়ী টিউন থাম্বনেইল পারফেক্ট করতে হবে। টিউন থাম্বনেইল পারফেক্ট এর জন্য যদি আপনাকে মাল্টিপল বার টিউন থাম্বনেইল এডিট করতে হয় তবে টিউন থাম্বনেইল পারফেক্ট এর জন্য আপনাকে মাল্টিপল বার এডিট করেই টিউন থাম্বনেইল পারফেক্ট করতে হবে।
পারফেক্ট টিউন থাম্বনেইল ব্যতিত কোন টিউন, টেকটিউনস ক্যাশের জন্য প্রসেস হয় না।