Graphics Design How to Learn Graphics Design 10 Project in Graphic Design I Top Tech 24

Graphics Design | How to Learn Graphics Design | 10 Project in Graphic Design | I Top Tech 24 |

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম।

আশাকরি অনেক ভালো আছেন।

আজ বিভিন্ন রকমের organization বা কোম্পানি যেমন, ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানি, এডভার্টাইসিং এবং মার্কেটিংকোম্পানি, Game Development কোম্পানি, App Development কোম্পানি এবং এরকম আরো অনেক National এবংMultinational কোম্পানি রয়েছে, যেগুলোতে গ্রাফিক্স ডিজাইনার দের প্রয়োজন।

কিন্তু এর চাহিদার তুলনায় অনেক কম লোকেরা বা ছাত্ররা গ্রাফিক্স ডিজাইন কোর্স করে ক্যারিয়ার বড় কিছু করার কথা ভেবেথাকেন। আর এ ক্ষেত্রে কাজ করার লোকেদের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। আমি এই আর্টিকেলে গ্রাফিক্স ডিজাইনের ১০টিজনপ্রিয় কাজ নিয়ে। আপনি যেকোনো একটি কাজ শিখে মার্কেটপ্লেসে Freelancing করতে পারবেন। তাহলে চলুন বেশি সময়নষ্ট না করে জনপ্রিয় ১০ Graphics Design এর কাজগুলো জেনে নেই।

  1. Logo Design

প্রথমে আমরা কথা বলছি Logo Design নিয়ে।

লোগো ডিজাইন Graphic Design এর সব থেকে জনপ্রিয় একটি কাজ। আপনি Logo Design শিখে বিভিন্ন Marketplace এ কাজ করতে পারবেন। ঠিক তেমনিভাবে Marketplace এর বাহিরেও কাজ করতে পারবেন। মার্কেটপ্লেস বলেন লোকালিবলেন বা Social Media এর বিভিন্ন সাইটে সব জায়গাতে Logo Design এর চাহিদা রয়েছে। যেকোনো একটি কোম্পানি যখননতুন Business শুরু করে প্রথমে তাদের একটি লোগো দরকার হয়। আর একারণে মার্কেটপ্লেস Logo Design এর চাহিদা সবথেকে বেশি। তাই আমি  আপনাকে Suggest করবো আপনি কোনো একটি লোগো ডিজাইন এর কোর্স করে মার্কেটপ্লেসগুলোতেনেমে পড়তে পারেন। আর এর জন্য আপনার ধৈর্য ধরে মার্কেটপ্লেসে কাজ করতে হবে। আপনি যে রাতারাতি লোগো ডিজাইনকরে টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু না। তবে চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব।

  1. Image Editing

এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Image Editing হ্যা এটা বাস্তব যে আজ অনেক Freelancer Image Editing করে ঘরে বসে টাকা ইনকাম করছে। আপনি Image Editing শিখে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। এর জন্যআপনাকে Adobe Photoshop সম্পর্কে ভালো Expert হতে হবে। আপনি Adobe Photoshop যদি ভালোভাবে কাজশিখতে পারেন তাহলে আপনি Image Editing করে খুব সহজে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। Image Editing এর চাহিদামার্কেটপ্লেসে অনেক। আর তাই আপনি চাইলে Image Editing এর কাজ শিখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

  1. Banner Design

Banner Design এটা প্রিন্টের জন্য অথবা ওয়েবসাইটের জন্য দুটা সাইটেই এর কাজ রয়েছে মার্কেটপ্লেসগুলোতে লক্ষ্য করলেদেখতে পারবেন Banner Design এর অসংখ্য কাজ রয়েছে। Marketplace দেখতে পারবেন কোনো একটি কোম্পানি তাদেরকোম্পানির জন্য একটি প্রিন্টের জন্য Banner Designer খুজছেন। আর এই কাজের চাহিদা মার্কেটপ্লেসে দিন দিন বেড়েইচলেছে। আপনি চাহিলে ব্যানার ডিজাইন এর কাজ শিখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

  1. Infographics Design

বর্তমানে Infographics Design এর চাহিদ অনেক অনেক বেশি। বিভিন্নধরনের Presentation ডিজাইনে Infographics এর প্রয়োজন হয়। অনেক সময় বিভিন্ন animation এর জন্যও কিন্তু এই Infographics এর প্রয়োজন পরে। সো আপনিInfographics এর ডিজাইন শিখে খুব সহজে মার্কেটপ্লেসে Freelancing করে টাকা আয় করতে পারবেন।

  1. Tshirt Design

Tshirt Design এর চাহিদা মার্কেটপ্লেসে বলেন আর লোকালি বলেন এটা সবসময় থাকবে। আপনি সবসময় Tshirt Design এর কাজ করতে পারবেন। আপনি মার্কেটপ্লেসে করতে পারবেন এবং মার্কেটপ্লেসের বাহিরেও করতে পারবেন। Graphic Design এর কিছু কাজ রয়েছে যেটার ডিমান্ড সবসময় থাকবে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে Tshirt Design সো আপনি এই কাজটিওশিখতে পারেন।

  1. Social Media Post Design

আমরা যারা এই পোস্টটি দেখতেছি তারা কমবেশি সবাই Social Media ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম Facebook আর এই Facebook এ আমরা যখন স্ক্রল করি তখন কিন্তু নিত্যনতুন ডিজাইন দেখতে পাই। বিভিন্ন কোম্পানি বা ব্রান্ড তাদেরপণ্য প্রমোশনের জন্য অনেক ধরনের Social Media Banner তৈরি করে থাকেন। এর জন্য অনেক কোম্পানি তাদেরকোম্পানির ডিজাইনের জন্য লোক রাখে। আবার অনেক কোম্পানি আছে তারা অনলাইনে Expert একজনকে Hire করেতাদের ডিজাইনগুলো করিয়ে নেন। আর আপনি চাইলে এই কাজটিও শিখতে পারেন।

  1. Flyer Design

আবার আপনি চাইলে Flyer Design এর কাজ করেও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। লোকালি এটাকেলিফলেট বলে থাকে। লোকালি এর কাজ খুব একটি নেই। But মার্কেটপ্লেসে এর অনেক কাজ রয়েছে। এই কাজগুলো বিভিন্নEvent এর জন্য করা হয়। বিভিন্ন ধরনের প্রমোশনের জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে। আর তাই আপনি Flyer ডিজাইনশিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন।

  1. Poster Design

আপনি টিউনার ডিজাইন এর কাজ শিখে অনলাইন থেকে আয় করতে পারবেন। Poster Design শুধু মার্কেটপ্লেসে না আপনিএই কাজ শিখে লোকালি অনেক ধরনের কাজ করতে পারেন। এর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে।

  1. Packaging Design

Graphic Design এর যারা কাজ করেন তারা শুরুতেই Banner Design, Image Editing, Flyer Design এর কাজ শিখেথাকেন। But Packaging Design টা একটু তুলনামূলক ভাবে কঠিন হওয়াতে অর্থাৎ এটাতে বিভিন্ন মেজারমেন্ট নেওয়াতেপ্রথমে একটু কঠিনই হয়ে যায় বলে তারা এই কাজ শিখে না। যার জন্য এটার ডিমান্ড অনেক বেশি। এবং এই Sector এডিজাইনার অনেক কম। সো আপনি যদি Packaging Design শিখেন তাহলে আপনি মার্কেটপ্লেসে খুব ভালোভাবে কাজকরতে পারবেন।

  1. Book Cover Design

এবং সর্বশেষ যেটার কথা বলছি সেটা হচ্ছে Book Cover Design. এই ডিজাইনটি ঠিক Packaging Design এর মতো। আপনি যদি ডিজাইন করেন Book Cover Design ভালোভাবে শিখেন। তাহলে আপনি খুব সহজে মার্কেটপ্লেসে কাজ করতেপারবেন।

শেষ কথাঃ

এই আর্টিকেলে যে ১০টি ডিজাইনের কথা বললাম এই কাজগুলো করে হাজার হাজার ফ্রিল্যান্সার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকাইনকাম করতেছেন। আর আপনিও কিন্তু এই কাজগুলো শিখে ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং এগুলোর মধ্য থেকেআপনি যদি কোনো একটি কাজে Expert হয়ে থাকেন। তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন।

সো এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আসসালামু আলাইকুম।

my website: https://itoptech24.blogspot.com/

Level 2

আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস