আপনার ভবিষ্যৎ এর ঘরটি কেমন বানাবেন তার একটি Plan তৈরি করুন 3D House Plan দিয়ে।

কে না চায় সুন্দর একটা ঘর তৈরি করতে। আর এ ঘরটি তৈরি করতে প্রথমে প্রয়োজন হয় ঘর তৈরি Plan. আর এ প্লানটি তৈরি করতে প্রয়োজন একজন দক্ষ ডিজাইনার তার সাথে টাকা আর টাকা। কিন্তু Sweet Home 3D আপনাকে দিবে এ সকল সুবিদা। আপনি দক্ষ ডিজাইনার না হয়ে ও আপনি আপনার জন্য সুন্দর একটি ঘরের ডিজাইন তৈরি করে নিতে পারেন এ সফটওয়ার এর মাধ্যমে। সফটওয়ারটির মধ্যে একটি ঘর তৈরি করার জন্য সকল টুল দেওয়া আছে। আপনি হয়তো ভাববেন এ সফটওয়ারটা ব্যবহার করা Deifficult. আমি বলব এটি ব্যবহার করা খুবই সহজ এবং সুন্দর।
Sweet Home 3D software টি একটি ফ্রি সফটওয়ার। যার মাধ্যমে আপনি সহজে একটি 2D ঘর তৈরি করার পর 3D তে এর ফলাফল দেখতে পারবেন। Autocat, 3D max যারা না জানেন তাদের জন্য এটা খুবি উপকারী এবং সহায়ক।

সবচেয়ে বড় কথা হল এ সফটওয়ারটিতে দু'ভাবে কাজ করা যায়।
১। সফটওয়ারটি ইন্সটল করে।
২। অনলাইন

সফটওয়ারটির সাইজ মাত্র 31.12MB এবং সবধরনের Windows এ সমর্থন করে.

সফটওয়ারটি ডাউনলোড করার জন্য Sweet Home 3D এর সাইট থেকে ডাউনলোড করেনেন। সফটওয়ারটি একবারেই ফ্রী।

Level New

আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i have not interested to give my biographical information.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

too good

Level 0

মিডিয়া ফায়ারের লিংক দেন খালি এটা দেখায়

http://nchc.dl.sourceforge.net/project/sweethome3d/SweetHome3D/SweetHome3D-3.3/SweetHome3D-3.3-windows.exeএর জন্য সার্ভারটি প্রতিক্রিয়া জানাতে অনেকবেশি সময় নিয়েছে৷ এটি ওভারলোড হয়ে থাকতে পারে৷
এখানে কিছু প্রস্তাবনা:
এই ওয়েবপৃষ্ঠাটি পরে পুনঃলোড করুন৷
HTTP ত্রুটি:504(Gateway Timeout):আপস্ট্রিম সার্ভার থেকে একটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করার সময় গেটওয়ে বা প্রক্সি সার্ভারের সময়সীমা সমাপ্ত হয়েছে৷

Level 0

পারলাম না কেউ দায়া করে মিডিয়া ফায়ারের লিংক দেন

ভাই, কেমন টিউন করলেন? সফটওয়্যার টা দিয়ে নিজে অন্তত একটা ডিজাইন করে সেটার টিউটোরিয়ালসহ টিউন করতেন, ভালো হত। যাইহোক, থ্যঙ্কস

    Level New

    এস, আই, রাজু ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য। আমি একটি ঘরের ডিজাইন করেছি। কিন্তু ডিজাইনটা টিউনে upload হয়ছে, কিন্তু টিউনটির Page এ add হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি ডিজাইনটি অ্যাড করার জন্য। আমি এ তিউনটি আর একমাস আগে Ready করে রেখিছিলাম, কিন্তু এত দিন ডিজাইনটি অ্যাড করতে না পারাই দিরি হয়েছে।

Level 0

ভাইয়ারা আপ্পাদাত ডাউনলোড হয়েছে । সাহায্য করার জন্য সাবাইকে ধন্যবাদ ।

ধন্যবাদ টিউনের জন্য।
আর যত তারাতারি পারেন স্কিনশট দিয়ে টিউনটি আপডেট করে দেন তানা হইলে টিউনটি অপরিপুর্ন থেকে যাবে।

ধন্যবাদ টিউনের জন্য।