তৈরি করুন রেডিও আইকন

ফটোশপ-এ তৈরি করুন রেডিও আইকন

যা যা দরকারঃ

ধাপ#১

নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন (Ctrl+N)

ধাপ#২

ব্যাকগ্রাউন্ড এ এই কালার  #d2934c and #38240d. দিন

ধাপ#৩

নতুন লেয়ার তৈরি করুন (Ctrl+Shift+N). Rounded Rectangle Tool (U) with 10px radiusব্যবহার করে একটি রেক্টেঙ্গেল
আকুন
. তারপর layer’s Blending options এ যান এবং #161616 to #3a3a3a.GRADIANT OVERLAY দিন।

ধাপ
# ৪

এখন paper texture টি ব্যবহার করুন.সব লেয়ার এ কপি

করুন এবং খেয়াল

রাখুন যে এটি রেক্টেঙ্গেল
এর জায়গাটিই দখল
করেছে
. তারপর
Ctrl+click the rectangle layer’s thumbnail.
তারপর
inverse the selection (Ctrl+Shift+I)
এবংdelete চাপুন তারপর
Change blending mode to overlay.

ধাপ#৫

Image Description

আবার নতুন
লেয়ার তৈরি করুন
এবং
Rounded
Rectangle tool
কিন্তু এই
বার
খেয়াল
রাখুন যে আপনি
আগের থেকে ছোট
রেক্টেঙ্গেল তৈরি
করেছেন
5px radius দিয়ে। layer’s blending options ব্যবহার করে linear
gradient overlay
করুন colors:
#563a1c; #61442b; #563a1c; #c18c5f.

ধাপ
#৬


৪ নং ধাপটি

পুনরাবৃত্তি করুন
কিন্তু এইবার

5px rectangle’s thumbnail এর
উপর
Ctrl+click  চাপুনএবংpaper texture’s
blending mode
Soft Light করে দিন।

ধাপ#৭

নতুন লেয়ার
নিন এবং
Rectangular Marquee Tool (M) দিয়েআগের রেক্টেঙ্গেল
থেকে কয়েক
pixels
ছোটোরেক্টেঙ্গেল
নিন।
gradient
from #c18c5f to #563a1c.
ব্যবহার
করুন

ধাপ #৮

আবার ৪ নং ধাপ
অনুসরন করুন এবং
পুর্ববর্তী তৈরি
রেক্টেঙ্গেল এ

Ctrl+click
চাপুনএবংpaper texture’s
blending mode
( Soft Light) করে
দিন।

ধাপ
# ৯

নতুন লেয়ার
তৈরি করুন এবং
আগেরটি
থেকে কয়েক পিক্সেল
ছোটো রেক্টেঙ্গেল
আকুন
blending options
যান
 inner
shadow
এবং the wooden pattern টি ছবির মত করে
দিন

ধাপ# ১০

wooden panel টিকেঅল্প
উজ্বল
করুন।নতুন
একটি লেয়ার তৈরি
করুন।
আমরা আগে যে
রেক্টঙ্গেলটি
তৈরি করেছিলাম
তাতে
Ctrl+click করি যাতে
করে আমরা পুর রেক্টেঙ্গেলটিকে
highlight করতে পারি।
তারপর
Elliptical
Marquee tool
নিন এবংShift+Alt চেপে ধরেছবিটির
মত করুন।
তারপর
white to transparent gradient
ডান থেকে
বামে ছেড়ে দিন
 এবং
opacity 13%.
করে দিন

 ধাপ# ১১

নতুন একটি
লেয়ার তৈরি করুন
এবং
ছোটো একটি রেক্টেঙ্গেল
তৈরি করে

blending options
টি ছবির
মত করে নিন
. সোর্স ফাইল থেকে
প্যাটার্নটি সিলেক্ট
করে
colors #7b4f28 and #b27d52 gradient. ব্যাবহার
করুন

ধাপ # ১২

নতুন লেয়ার
তৈরি করুন
পেন্সিল
টুল এর মাধ্যমে
 1px  এর দুটি
লাইন তৈরি করুন
।গাড় লাইন টির
জন্য
#120c04
এবং হালকা টির
জন্য
 #67482c কালার
ব্যাবহার করুন।

 ধাপ# ১৩

আমরা এখন রেডিওর
নব তৈরি করতে জাচ্ছি।
. এটা আসলে সার্কেল
বিভিন্ন
gradients
এবং blending options. ব্যাবহার করে
করা হবে প্রত্যেকটির
জন্য আলাদা লেয়ার
নিতে হবে লেয়ার
গুলকে একটা গ্রুপ
নেয়ার জন্য
(select
the layers
এবং Ctrl+G চাপুন) তারপর
লেয়ার গ্রুপটির
একটি অনুলিপি বা
ডুপ্লিকেট তৈরি
করুন। উপরের ছবিটি
অনুসরন করুন।

 ধাপ# ১৪

 নতুন
লেয়ার নিন এবং
পাতলা একটি রেক্টঙ্গেল
আকুন এবং
  #3b260f কালার
দ্বারা পুর্ন করুন।
এর
উপরেই আরেকটি লেয়ার
এ একটু ছোট রেক্টেঙ্গেল
তৈরি করে
,
#d9a15b.
কালার দ্বারা
পুর্ন করুন এবং
দুটোতেই
inner shadow যোগ করুন।

ধাপ#
১৫

পুর্ববর্তী
দুটি লেয়ারকে দুই
বার
Duplicate করুন এবংছোটো
রেক্টেঙ্গেল্টির
পজিশন একটু সরিয়ে
দিন

 ধাপ # ১৬

 আমরা
এখন রেডিওটিকে
একটু উজ্বল করব।
নতুন
লেয়ার তৈরি করে
pen tool এর মাধ্যমে একটি
শেপ তৈরি করি।
মাউস এর লেফট ক্লিক
করে সিলেকশন করি
এবং 
opacity  35% করি।
লেয়ারটিকে
 Duplicate করি
এবং
 2এক্স ছোট করি
(Press Ctrl+T and scale it down).
তারপর
দুটি লেয়ারকেই
duplicate করি এবং
রেডিওর দুই পাশে
বসিয়ে দেই

 ধাপ # ১৭

এখন আমরা রেডিওর
বেজ বা পাদদেশ
তৈরি করব ।
নতুন
লেয়ার নিন
.
10px rounded rectangle tool
এর মাধ্যমে
রেক্টেঙ্গেল তৈরি
করুন
, সব
লেয়ার এর নিচে
#1e1209 কালার দ্বারা
পুর্ন করুন।

 ধাপ# ১৮

 পেন্সিল
টুল নিন এবং
 রেডিওর
চারিদিকে
1px সাদা লাইন আকুন
একটি
. large, soft eraser ব্যাবহার করুনলাইন
গুলর শেষ অংশ মোছার
জন্য
opacity 27% করুন

 ধাপ#১৯

 আসুন
ব্যাকগ্রাউন্ডটিকে
আরও আকর্শনীয় করে
তুলি
. নতুন
লেয়ার নিন
ব্যাকগ্রাউন্ড
লেয়ার এর উপরে
এবং
Rectangular Marquee Tool এর
মাধ্যমে ছবিটির
অর্ধেকটা নির্বাচন
করুন এবং

gradient
করুনblack
to transparent. opacity
কমিয়ে
31%.
করুন

সর্বশেষ
ধাপ

আমরা আমাদের
কাজ শেষ করতে চলেছি
শেষ
করার আগে ছবিটির
ভাল রিফ্লেকশন
করুন যাতে করে
ছবিটিকে জিবন্ত
মনে হয়।
রিফ্লেকশন
করতে ব্যাকগ্রাউন্ড
লেয়ার ছাড়া বাকি
সব লেয়ার 
Merge করুন Press Ctrl+A তারপর Copy (Ctrl+C). Alt+Ctrl+Z চেপে ধরে রাখুন
যতক্ষণ না আবার
রেডিওর লেয়ার ফিরে
আসে তারপর

paste (Ctrl+V)
করুন. লেয়ারটিকে VerticallyFlip করুন এবং
একটি
 round soft brush এর
মাধ্যমে নিচের
দিকের অংশগুল মুছে
ফেলুন
opacity 20%. করুন।

আশা করি যে আপনারা উপরের টিউটরিয়াল থেকে নিচের ডিজাইন গুলো করতে পারবেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায়।

হয়তবা
আবার দেখা হবে। ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন আমার হিন্দি গান ডাউনলোড এর ব্লগ সাইট

http://www.free-hindimp3.blogspot.com

 

Level 0

আমি নাঈম আহমেদ নিউটন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সারা দিন IT নিয়ে ঘাটাঘাটি করা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো ……….. চালিয়ে যান।

অনেক সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ, চালিয়ে যান।

jotil hoeche vai , dhonnobad.