টোটাল গ্রাফিক্স ডিজাইন (পর্ব – ৪)

গ্রাফিক্স ডিজাইন এর Tutorial লিখতে গিয়ে দেখলাম গ্রাফিক্স ডিজাইন সব কিছু লিখে বুঝানো সম্ভব নয়। আর লিখলেও খুব ভালো ভাবে সকলে বুঝতে পারবেন না, প্রয়োগ করতে পারবেন না। তাই এই পর্ব থেকে Video Tutorial যোগ করলাম। আশা করি সকলের উপকার হবে ও Easy ভাবে বুঝতে পারবেন।

আমাদের দেশের অনেকেই সিমিত Space এর Internet লাইন ব্যবহার করেন।(মডেম লাইন) তাদের video ডাউনলোড করা নিয়ে কোন চিন্তা নেই কারণ এই Video Tutorial গুলো 240p থেকে শুরু করে 720p (HD) পর্যন্ত আছে। তাই যার যার Space অনুযায়ী ডাউনলোড করতে পারবেন। (ভালো ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে এতো টুকু Space কি খরচ করতে পারবেন না!!! আশা করি যার গ্রাফিক্স ডিজাইন শিখার ইচ্ছা আছে সে অবশ্যই করবে)

যারা জানেন না You Tube থেকে কিভাবে Resolution বাড়িয়ে বা কমিয়ে ডাউনলোড করা যায় তারা পদ্ধতি টি দেখে নিন। এখানে ক্লিক করুন 

Inverse:

এই কমান্ডের মাধ্যমে আমরা নির্দিষ্ট অংশ বাদে বাকি অংশে বিভিন্ন ধরনের কমান্ড প্রয়োগ করতে পারি।

যেমনঃ একটি নতুন Layer আনুন। এরপর File মেনু থেকে Filter > Texture > Mosaic Tiles > Texture > Stained Glass সিলেক্ট করে Ok. (বুঝানোর সুবিদারথে এই কমান্ড প্রয়োগ করা হয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কমান্ড প্রয়োগ করতে পারেন)

এখন সম্পূর্ণ Layer  টিতে প্রয়োগকৃত কমান্ড দেখতে পারবেন। এই ছবিটির মত –

 

এখন যদি আপনি চান সম্পূর্ণ Layer টি তে নয় শুধু নির্দিষ্ট অংশে এই ধরনের কমান্ড প্রয়োগ করবেন তবে – ব্যাখ্যা করে বুঝানোর চেয়ে Video টি দেখলে খুব সহজে বুঝতে পারবেন। Video টি দেখুন: 240p – 3.24mb/ 320p – 4.31 mb/ 480p – 5.30 mb/ 720p – 11.82 mb (HD)

 

 Border & Expand:

ডিজাইন করার সময় আমাদের বিভিন্ন Layer বা ছবির চারদিকে Border দেবার প্রয়োজন হয় এবং অনেক সময় লেখাকে আকর্ষণীয় করতে লেখাকে Expand করার প্রয়োজন হয়। বিস্তারিত Video তে দেখুন: 240p – 4.23 mb/ 320p – 5.43 mb/ 480p – 6.20 mb/ 720p – 15.45 mb (HD)

 

 

Color& Gradient:

ডিজাইন করার সময় Layer বা Text এর মধ্যে এক বা একাধিক রং নিয়ে কাজ করতে হয়। এই Video টি দেখুন সব বিস্তারিত দেওয়া আছে: 240p – 7.11 mb/ 320p – 8.22 mb/ 480p – 9.95 mb/ 720p – 25.40 mb (HD)

 

 

আমি এই প্রথম Video Tutorial তৈরি করলাম তাই কথা বার্তায় কোন ভুল হলে কিছু মনে করবেন না।

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Tutorial এর কোন অংশ যদি না বুঝেন তবে FaceBook এ Friend হলে Online এ Problem solve করে দেওয়া হবে। প্রায় প্রতিদিন  রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ এর মধ্যে Online এ Problem solve করে দেওয়া হবে।

কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।

টিউন টি ভালো লাগলে একটা FB Like দিন ।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরন!!!!!!

ধন্যবাদ। কাজে লাগবে। 🙂

অনেক টিউনই করছেন। ভাল লাগছে…… তবে সিরিজ টিউন নিয়ে আমার বিরক্ত বহুদিনের । টেকটিউন্সে খুব কমই আছে যে সিরিজ টিউন পরিপূর্ণ ভাবে শেষ করতে পারছে।

আপনি আশা রাখি শেষ করতে পারবেন।

আসসালামু আলাইকুম,
আসলে অনলাইনে এসে আপনাদের মত নিঃসার্থবান ব্যক্তিদের আমরা কখনো ভুলবনা । আপনারা ভিবিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আসল কথায় আসি আমার একটা ফটোশপ QuikSeps Professional.atn ফাইল দরকার। আমি একজন ডিজাইনার। এই এ,টি,এন ফাইলটা ফটোশপ একশন প্লেটের মাধ্যমে লোড দিতে হয়। বিস্তারিত পাবেন http://www.quikseps.com/index.php উপরের ট্যাবে View Manual পাবেন আরও বিস্তারিত। যদি সম্ভব হয় তবে এর একটা ব্যবস্থা করে দেবেন। মিরাজ
[email protected]

Level 0

apnar kaj jotober deki darun lage………vai…….asha kori apne shirij tune pori purno korte

parven….bakita toh ektu kore tar bloging/web sites ta dea delo…….tarpore shes…….r deka nai…