
আসসালামু আলাইকুম বন্ধুরা! আশাকরি সবাই ভাল আছেন।
গ্রাফিক ডিজাইন সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি এবং এটাও জানি গ্রাফিক ডিজাইন করতে হলে আমাদের ডেক্সটপ বা ল্যাপটপ থাকতে হবে। কিন্তু বর্তমানে মোবাইল দিয়েও অনেক কোয়ালিটিফুল ক্রিয়েটিভ ডিজাইন করা সম্ভব কিছু মোবাইল অ্যাপসের মাধ্যমে।
তার মধ্যে অন্যতম হলো পিক্সেল ল্যাব এবং ডিজাইনকৃত প্রজেক্ট ফাইল.PLP শেয়ার করা যায় ফটোশপের পিএসডি বা ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইল এর মতই। সেই প্রজেক্ট ফাইল .PLP আপনি ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারবেন।
এখন কথা হচ্ছে.PLP ফাইল কোথায় পাবেন?
বাংলাদেশে অনেক বাংলা ডিজাইনের .PLP ফাইলের সাইট রয়েছে যেখান থেকে আপনি .PLP ফাইল কালেক্ট করতে পারবেন তবে তার মধ্যে বেশিরভাগ সাইট প্রিমিয়াম থাকবে সেখান থেকে আপনাকে .PLP ফাইল কিনতে হবে।
কিন্তু আমরা এই টিউনে এমন একটি সাইট সম্পর্কে জানতে পারবো যে সাইট থেকে আপনি বিনামূল্যে প্রিমিয়াম কোয়ালিটির .PLP ফাইল ডাউনলোড করতে পারবেন।
আমরা যে সাইটটি সম্পর্কে আলোচনা করেছি সেটা হচ্ছে FreePLP.com

এই সাইটটি মূলত জনপ্রিয় গ্রাফিক্স রিসোর্স সংগ্রহের সাইট GraphicsMaya.com এর একটি সাইট।
FreePLP.com থেকে আপনি অনেক ধরনের ডিজাইন ফ্রীতেই খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেই ফাইলগুলো পিক্সেল দিয়ে এডিট করতে পারবেন।
তবে হ্যাঁ অবশ্যই কোনভাবে সেই ফাইলগুলো অন্য কোথাও বিক্রি বা অন্য কোন সাইটে বা ইউটিউব এর মাধ্যমে শেয়ার করতে পারবেন না এটা কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র পার্সোনালি ব্যবহারের করতে পারবেন।
তো চলুন দেখে নেই কিভাবে ফাইল ডাউনলোড করবেন?
প্রথমে FreePLP.com সাইটে যেতে হবে
তারপর সেখান থেকে যে ডিজাইন টি ডাউনলোড করতে চান সেই ডিজাইন এ ক্লিক করুন
ক্লিক করার পর এরকম আসবে।
এখান থেকে নিচের দিকে গেলেই দেখতে পারবেন সেকেন্ড টাইম কাউন্ট হচ্ছে
সেকেন্ড টাইম কাউন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইম শেষ হওয়ার পর Free Download নামে একটা বাটন দেখতে পাওয়া যাবে।
ডাউনলোড এর জন্য জাস্ট Free Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
ব্যাস সহজেই ডাউনলোড করে নিলেন.PLP ফাইল সম্পূর্ণ বিনামূল্যে
অথবা ভিডিওটি দেখে নিন কিভাবে ডাউনলোড করবেন
(বিঃ দ্রঃ ফাইল সুরক্ষা রাখার জন্য বেশিরভাগ ফাইল জিপ করা থাকে, ডাউনলোড করার পর সেটা আনজিপ করে নিবেন যেকোনো আনজিপ সফটওয়্যার দিয়ে। )
আশাকরি বুঝতে কোন সমস্যা হয়নি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমি পাবেল এন জে। , Graphic Design & Web Development বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Freelancer @ Graphic Design & Web Developer