গ্রাফিক্স ডিজাইনার হতে চান..??? তাহলে এই টিউটি আপনার জন্য

আমার এক প্রতিবেশী বড় ভাইয়াকে বলেছিলাম ভাইয়া ইন্টারনেট থেকে নাকি টাকা ইনকাম করা যায়। এটা কি সত্যি  ???

উত্তরে ভাইয়া বললেন 10 হাত মাটি খুড়ে মানুষ  1 টাকা ইনকাম করতে পারে না। আর তুমি বলছো ইন্টারনেট থেকে। তাই যদি হতো তো সবাই ইন্টারনেট ইনকাম করতো চাকরি কেউ করতো না পড়াশুনাও লাগতো না।

আমাদের সমাজে এই ধরনের কিছু লোক আছে যারা নিজেরা শুধু বড়লোক হতে চাই অন্যের উন্নতি দেখলে তাদের হিংসা হয়।

আর কিছু সাজেশন নিতে আসলে এমন কথা শুনিয়েদেয় সেই জিনিসটার প্রতি ঘৃণা চলে আসে।

কারো কথায় পাত্তা না দিয়ে গ্রাফিক্স ডিজাইন  শেখা শুরু করলাম। গ্রাফিক্স ডিজাইন 6 মাস শেখার পর ইউটিউব থেকে গ্রাফিক্স ডিজাইন এর টিউটোরিয়াল দেখতাম আর বিভিন্ন বাংলা ব্লগ পড়তাম গ্রাফিক্স ডিজাইন এর বিষয়ে।

1 বছর পর Marketplace এ Account করলাম। মোট 3 টা Marketplace এ কাজ করা শুরু করি। সপ্তাহ 1টা 2টা করে কাজ পেতাম। কখনো 100 doller কখনো 40 doller কখনো 10 doller সবার কাজ করতাম কম টাকা বলে অবহেলা করতাম না।

আমার স্কুল জীবনে আমি ছিলাম সবথেকে খারাপ ছাত্র। সবাই বলতো জীবনে ইনকাম করতে পারবিনা।
তোর কোন যোগ্যতা নেই।

জানেন, যারা এসব বলতো, আজ আমি তাদেরকে কাজ শেখাই। তারা এখন আমারকে স্যার বলে।

এখন আমার বয়স 23। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

যাই হোক আসল কথায় আসি

আমি চাইছি  আমার মতো যাদের আগ্রহ আছে গ্রাফিক্স ডিজাইন এর প্রতি কিন্তু সাহায্য করার মতো কেউ নেই।

তাদের জন্য আমাদের আজকের এই উপহার

কোন টাকা ছাড়াই সম্পূর্ণ ফ্রি  30 দিনের একটি গ্রাফিক্স ডিজাইন Course শুরু হচ্ছে। এটা কোন এলাকা বা শহরে না সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করানো হবে।

এদের মধ্যে থেকে যারা ভালো পারবে তাদেরকে আমাদের টিমে যুক্ত করা হবে।

আমাদের টিমে যুক্ত হলে
Digital Marketing
Web Design
Web Development
Android App Development
Software Development

যার যেটা খুশি মতো শিখতে পারবেন।
কিন্তু এই Course গুলা Paid Course।

আমাদের কাছ থেকে ফ্রী গ্রাফিক্স ডিজাইন  শিখে। টাকা ইনকাম করে ঐ টাকা দিয়ে Admission নেওয়া যাবে।

গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহীরা আমাদের ফেসবুক পেইজে লাইক দিন

যারা ফ্রী ফেসবুক ব্যবহার করেন তার এই লিংক ক্লিক করুন।
free Facebook user
আর যারা m.fb ব্যবহার করেন তারা এই লিংকে ক্লিক করুন।
Facebook Page

আর যারা ইউটিউব থেকে আমাদের টিউটোরিয়াল দেখতে চান তারা নিচের লিংকে ক্লিক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল Subscribe করে রাখতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন এর সকল টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে। ভালো লাগলে Subscribe করবেন।
(ধন্যবাদ)

Graphics Design Tutorial

এবং যারা আমাদের ক্লাসের Main ফাইল সহ সকল তথ্য চান তারা এই ওয়েব সাইট ভিজিট করতে পারেন।

 Our Website

(ধন্যবাদ)

May Allah Bless All

Level 0

আমি Graphics Designer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস