QuarkXpress (কোয়ার্ক এক্সপ্রেস) দিয়ে পত্রিকা/ম্যাগাজিনের পেজ মেকাআপ

আসসালামুআলাইকুম,

আশাকরি সবাই ভাল আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সংবাদপত্রের কাজ করতে ইচ্ছুক। সংবাদ পত্র এবং ম্যাগাজিন এর পেজ মেকাপ করার জন্য কোয়ার্ক এক্সপ্রেস ব্যবহার করা হয়ে থাকে। আমি নিজেও একটি সংবাদপত্রে জব করি। আমার আগে থেকে কাউকে শিখানোর বা টিউটোরিয়াল করার অভিজ্ঞতা নেই। তাই যতটুকু পেরেছি চেষ্টা করেছি বুঝানোর। আশাকরি খুব সহজে টিউটোরিয়াল গুলো দেখে শিখতে পারবেন। শেষ পর্বে একটি পত্রিকার পেজ মেকাপ করে টিউটোরিয়াল শেষ করে দিব।

যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্যও কোয়ার্ক এক্সপ্রেস অনেক গুরুত্বপূর্ণ। পত্রিকা, বই এবং ম্যাগাজিন জাতীয় কাজের ক্ষেত্রে এই সফ্টওয়্যার এর গুরুত্ব অপরিসীম। আপনি খুব সহজে এবং সাবলীলভাবে কাজ করতে পারবেন। Style sheet নামের একটা টুল বার আছে যা দিয়ে আপনি একি কাজ বার বার করা থেকে একবারে শেষ করতে পারবেন। পত্রিকায় যেহেতু সংবাদ এবং ছবির একই ধরনের কাজ তাই এটি সংবাদপত্রে বেশি ব্যবহার করা হয়।

প্রথম পার্টে আপনি কোয়ার্ক এক্সপ্রেস ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন তা দেখানো হয়েছে। দ্বিতীয় পার্টে সূচনা এবং টুলবার নিয়ে আলোচনা করা হয়েছে।

কারো বুঝতে সমস্যা হলে বলবেন। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি Deenu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। আমি অর্নাস ২য় বর্ষে পড়ি একাউন্টিং বিভাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্যক্তিগত ফেসবুক আইডিটা প্রয়োজন।