
টেকটিউনস জনপ্রিয় পাবলিক নেটওয়ার্কিং ব্লগে আমার প্রথম টিউন। আজকে আমি লিখবো যারা অনলাইনে গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান।
আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ গ্রাফিক্স ডিজাইন কে অনলাইন মার্কেট প্লেসে শক্তিশালী পেশা হিশেবে বেছে নেন কারন এটি শেখা সহজ এবং গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক বেশি। যে কেউ ই গ্রাফিক্স ডিজাইনের উপর দক্ষ হয়ে উঠতে পারে। এর জন্য চাই সঠিক দিক নির্দেশনা। অনেকেই গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়ে মাঝ পথে থেমে যায় শুধু মাত্র সঠিক দিক নির্দেশনা না পাবার কারনে।
ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইন শিখার প্রতি আগ্রহটা একটু বেশি দেখা যায়। হুমম, অনলাইনে সুযোগ রয়েছেও অনেক। ভাল মানের ডিজাইনারদের চাহিদা মার্কেটপ্লেসগুলোতে অনেক বেশি। কাজ শিখার পর অনেকদিন প্রাকটিস করার পর যে কেউ ভালমানের ডিজাইনার হতে পারে। ডিজাইনার হয়ে কেউ জন্মায় না। অনেক প্রাকটিস যে কাউকে ডিজাইনার বানাতে পারে।

আমি প্রথমে আলোচনা করবো কোন কোন সেক্টরে আপনি একজন সফল গ্রাফিক ডিজাইনার হিশেবে নিজেকে প্রকাশ করতে পারেনঃ
গিগ বিক্রির মাধ্যমে আয় করুন খুব সহজে:
ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের কথা উল্লেখ করে রাখে যাকে গিগ বলে। এসব গিগ পড়ে বিভিন্ন বায়ার তাদের পছন্দ অনুযায়ি অর্ডার দিয়ে থাকে। একটা গিগেই হাজার হাজার বার অর্ডার আসতে পারে। বিড করার জন্য টেনশন করতে হয়না।
এরকম বিখ্যাত সাইটের নাম: fiverr.com
ডিজাইন বিক্রি করুন বিভিন্ন মার্কেট প্লেসে:
কিছু মার্কেটপ্লেস আছে, যেখানে নিজের করা ডিজাইন জমা রাখা যায়। সেখানে বিভিন্ন বায়ার এসে তাদের পছন্দ অনুযায়ি ডিজাইনটি কিনে থাকে। একটা ডিজাই্ন একের অধিক যতবার ইচ্ছে বিক্রি হতে পারে। অর্থাৎ আপনার একটা ডিজাইন অনেকবার বিক্রি হয়ে আপনাকে এনে দিচ্ছে বসে বসে ইনকাম।
এরকম বিখ্যাত সাইটের নাম: graphicriver.net
বিড করে কাজ যোগাড় করুন:
অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে বায়ার তার কাজে বর্ণনা করে টিউন করে। ফ্রিল্যান্সাররা সেখানে কাজটি করতে চেয়ে আবেদন করে, যাকে বিড করা বুঝায়। এখানে পোর্টফলিও শক্তিশালী না থাকার কারনে নতুনদের জন্য কাজ পাওয়াটা কষ্টদায়ক হয়ে থাকে।
এরকম বিখ্যাত সাইটের নাম: upwork.com
ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহন:
শুধুমাত্র বিভিন্ন ডিজাইন প্রতিযোগীতাতে অংশগ্রহণ করে আয় করা যায় এরকম অনেক মার্কেটপ্লেস রয়েছে। এসব মার্কেটপ্লেসে কোন বায়ার তাদের প্রয়োজনীয় ডিজাইন যোগাড় করার জন্য প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগীতাতে অংশগ্রহনকারী যে ডিজাইনারের ডিজাইন পছন্দ হবে, নির্দিষ্ট সময় শেষে তাকে পুরস্কৃত করা হয়।
সাধারণত ৩০০ডলার থেকে ১২০০ডলার পযন্ত পুরস্কার দেওয়া হয়।
এরকম বিখ্যাত সাইটের নাম: 99designs.com
আপনাকে এইসব জায়গায় কাজ করতে হলে আগে সঠিক ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখে নিতে হবে। আর শেখার জন্য গুগুল ই সব থেকে ভালো টিচার। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনার কোন প্রকার কোর্স করার দরকার নেই। কিভাবে আপনি গ্রাফিক্স ডিজাইন কোন জায়গা থেকে সম্পুর্ন ফ্রি তে ভালো ভাবে ঘরে বসে আপনি শিখে নিতে পারবেন তা আমি পরবর্তি লেখায় লিখবো।
গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার সম্পর্কে "Graphic Design Career tips" লেখাটিতে চমৎকার করে বলা হয়েছে। আর আমি তো পরবর্তিতে আরো বিস্তারিত লিখবোই।
সব কিছুই খুব ধীর সুস্থে শুরু করা উচিৎ। আপনি আজকে আমার দেয়া লিঙ্ক টি সহ মার্কেট প্লেস গুলো ঘুরে দেখুন। পরবর্তিতে আপনাকে কি করতে হবে তা তো জানাবোই।
সবাই ভালো থাকুন। আমার এই লেখাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে চায়। আমার সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে - সাদাত নোবেল
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মেহেদী হাসান, আমি ওয়েব ডেভেলপার হিশেবে কাজ করছি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে। শখের বশে ব্লগ আর্টিকেল লিখি। আর্টিকেল রাইটার হিশেবে আমার অভিজ্ঞতা প্রায় ৫ বছর। আমার ব্লগ সাইট www.tutsroom.com থেকে আপনারা আমার সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন। টেকটিউনস ব্লগে আমি আপনাদের কে নিয়মিত ভালো কিছু টেকনোলজি লেখা উপহার দিতে পারবো...