ডিজাইন, ক্রিয়েটিভ ফান| কল্পনাকে ছবি করে তোলা|

ডিজাইন | ক্রিয়েটিভ ফান |

সব মানুষের ভিতরে তার ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে | উপযুক্ত ট্রেনিং আর সুযোগ এর অভাবে আমাদের অনেক মেধা হারিয়ে যায় কালের গর্তে | আমরা তা জানতেও পারিনা |
আমার ছোট্ট কাল থেকে ডিজাইনের শখ | আমি গ্রামের ছেলে | সেখানে ইলেক্ট্রিসিটি নাই , নাই কম্পিউটার | না থাকলে কি? পেন্সিল আর কাগজ তো আছে! তাই নিয়েই আমার ডিজাইন শুরু |সেই অনেক আগের কথা |
এখন দিন বদলেছে | মানুষ আগের মতো পেন্সিল দিয়ে আঁকে না | হাতে এসেছে মাউস | কাগজ হয়েছে মনিটর |
দিনের সাথে আমিও বদলেছি|
শিখতেছি ডিজিটাল আর্ট | আমার কোনো শিক্ষক ব্যক্তি নাই | নাই কেউ পাশে বসে হাতে ধরে দেখিয়ে দেওয়ার | কেউ নাই ভুল হলে বলে এভাবে না এইভাবে |
পৃথিবী জোড়া হাজারো শিক্ষকের ছাত্র আমি|
নেটে খুজি,পেয়ে যাই মনের মতো টপিক|শিখে নিই নিত্য নতুন কারিগরী|
কিন্তু তাতে মনের স্বাধ মেটে না| কিছু বাদ থেকে যাচ্ছে মনে হয়|
আসলে শেয়ার থেকে আসে মনের পরিপূর্ণতা|ভালো কিছু পেলেন, আর এক জনের সাথে শেয়ার করেন দেখবেন আনন্দ আরো বেড়ে গিয়েছে|
আজ এমনই একটা লিঙ্ক শেয়ার করতে এসেছি, যেখানে পাবেন বেশ কিছু দুর্লভ Photoshop টিউটোরিয়াল|
এখানে একটু ঢু মেরে আসতে পারেন| http://design.creativefan.com/
বার বার নেটে আসার সময় হয়না| সাধ আছে সাধ্য নাই| তাই করি কি, যেকোন টিউটোরিয়াল পেলে আগে তা কপি পেস্ট করি MS WORD এ| তারপর কনভার্ট করি PDF ফরম্যাটে| এবার সেভ| ব্যাস যাবে কোথায়| যখন মনে চাইবে PDF খুলে পড়ে নেই|
আপনিও দেখুন না| ভালো লাগবে আশা করি|
এখন দেখুন কিছু প্রিভিউ| এখানে ফাইনাল ইমেজ টা দেওয়া হয়েছে| কিভাবে  এটি বানাতে পারবেন তা টিউটোরিয়ালে লেখা আছে | টিউটোরিয়াল পড়ার জন্য ইমেজের উপরে ক্লিক করুন|
এখন আমার মডিফাই করা কিছু ছবি শেয়ার করছি|
2

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanku so much 🙂

Level 0

আরো নতুন নতুন টিউন আশা করছি আপনার কাছে থেকে!!!অনেক ধন্যবাদ ভাইয়া!!!