প্রাকটিস করুন আর হয়ে যান ফ্রিলান্সার/প্রফেশোনাল গ্রাফিক ডিজাইনার

ফ্রিলান্সিং মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক ডিজাইনের কাজের অভাব নেই।তবে অবশ্যই গ্রাফিক ডিজাইনে প্রফেশোনাল হতে হবে।আপনার ডিজাইন বায়ারের পছন্দ হতে হবে।মেধা এবং ক্রিয়েটিভিটি বায়ারের কাছে তুলে ধরতে হবে।অনেকেই ভাবেন গ্রাফিক ডিজাইন খুব সহজ ব্যাপার। এটা আসলেই ভ্রান্ত ধারনা।গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য এবং অধ্যাবসায়।এটা সত্য যে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে সহজেই হাজার হাজার টাকা আয় করা সম্ভব। কিন্তু গ্রাফিক ডিজাইন শেখার জন্য দরকার অধ্যাবসায়।গ্রাফিক ডিজাইন শেখার জন্য টাকা দিয়ে কোন কোর্স করার প্রয়োজন পড়েনা,চাইলে ইউটিউবে টিউটোরিয়ার দেখেই শেখা যায়। গ্রাফিক ডিজাইনারদের কাজের অভাব হয়না।গ্রাফিক ডিজাইন শিখে আপনি ফ্রিলান্সিং মার্কেটপ্লেস যেমন ৯৯ডিজাইন,ফাইবার,আপওয়ার্ক সহ অনেক মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।এছাড়াও ডিজাইন বিক্রয় করেও অনেক টাকা আয় করা যায়,ডিজাইন বিক্রি করার সেরা সাইট হলো গাফিকরিভার.কম।

গ্রাফিক ডিজাইনের সব থেকে জনপ্রিয় প্রোগ্রাম হলো অ্যাডোবি ইলাস্টেটর এবং অ্যাডোবি ফটোশপ। প্রথমে অ্যাডবি ইলাস্টেটর এবং অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম টি কালেক্ট করুন। এবং প্রাকটিস শুরু করুন।
গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল গুলো পেতে নিচের চ্যানেল টি সাবক্রাইব করে রাখুন,আশা করি কাজে লাগবে।

  • CreativeShine Best Graphic Tutorial

  • আমার আজকের টিউটোরিয়াল ছিলো প্রফেশোনাল শেপ তৈরি। এই টিউটোরিয়ালে আপনি ইলাস্টেটর এর কয়েকটি গুরুত্বপূর্ন টুলস সম্পর্কে ধারনা পাবেন।
    টিউটোরিয়ালটার লিঙ্ক


    গ্রাফিক ডিজাইন সর্ম্পকিত আমার অন্যান্য টিউনঃ

    ইমেজ থেকে ইলাস্টেটর ভেক্টর ফাইলে রুপান্তর করুন খুব সহজেই

    গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু কথা

    ধন্যবাদ সবাইকে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    Level 0

    আমি শাহীন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস