কার্টুন ছবি বানিয়ে আপনার বন্ধুদের চমকে দিন। সাথে ৩৬ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান

ফটোশপ নিয়ে যারা কাজ করেন বা ছবি নিয়ে কাজ করতে যারা ভালবাসেন তাদের জন্য আজকের লেখা। প্রফেশনালী কাজ করতে গিয়ে ক্লাইন্টের চাহিদা অনুযায়ি অনেক সময় কিছু ছবিকে কার্টন বানাতে হয়, আবার কিছু ছবিকে কাটতে হয়। যারা এই কাজগুলো করেন অথবা মজা করার জন্যও ব্যবহার করতে পারেন।

MORONFACE

১. এটি একটি ফান সাইট। এই সাইটে আপনি যে কোনো ছবি এডিড করার পর সহজ পদ্ধতিতে ছবিটিকে বিকৃত করে আনন্দ উপভোগ করতে পারবেন।
http://www.moronface.com/

EASY GRAFFITY TEXT

২. আপনার কি গ্রাফিটি টেক্স বাদে ওয়ালের ছবি চাই ?তাহলে চলে আসুনএই সাইটে, এখানে হাজারো রকমের সুন্দর ডিজাইন রয়েছে যা অত্যান্ত সহজ পদ্ধতিতে প্রয়োগ করে আপনার পছন্দনীয় গ্রাফিটি টেক্সবাদে ওয়ালের ছবি বানিয়ে আপনারবন্ধুদের অবাক করে দিতে পারবেন।
http://www.easygraffititext.com/

BEFUNKY

৩. এই সাইটে আপনি নতুন ও পুরাতন ছবি এডিড করে ছবিতে অতি সহজে কার্টুনের প্রভাবদান করাসহ, পোট্রেট বানানো এবং নানা রকমের শৈলী কার্যে ব্যবহার করতে পারবেন।
http://www.befunky.com/

CLEVERBOT

৪.এই সাইটটিকে আরেক অর্থে নিঃসঙ্গের সঙ্গী বলা যেতে পারে। যদি আপনার কখনও নিজেকে নিঃসঙ্গ বা একাকিত্ব মনে হয় তাহলে বিজ্ঞানের এই মহান আবিষ্কার ক্লেভার্বট সাইটটিতে চলে যান। ক্লেভার্বত এমন একটি ভার্চুয়াল চরিত্র যার সাথে আপনি নিজের উদাস ভাব কাটাতে ইচ্ছানুযায়ী কথাবলা ও কথোপকথন চালিয়ে নিতে পারবেন।
http://www.cleverbot.com/

TUMBLR

৫. জনপ্রিয় সাইডটা ম্ব্লারকে নিয়ে বিস্তারিত লেখার কিছুই নেই। এই সাইডে আপনি সব রকমের ছবি আপলোড করা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইউজারদের সাথে ছবি শেয়ার করা,অন্যদের অনুসরণ করা, ব্যক্তি স্কোর শেয়ার করা এবং বিশ্বের অন্যান্য মানুষের সাথে পরিচয় এবং আলাপচারিতার মাধ্যমে তাদের জীবন ধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
https://www.tumblr.com/

CAN YOU RUN IT?

৬.আপনি যদি আপনার কম্পিউটারের সাহায্যে খেলাধুলা করেথাকেন, আর সেই খেলাটি আপনার সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি জানতে হলে এই সাইটটিতে ভিজিট করুন।
http://cyri.systemrequirementslab.com/CYRI/

LOQUEANDO

৭. লোকেন্ডো একটি উন্নত মানের ভয়েস এমুলেটর।এখানে যেকোনো টেক্স খুবই ভালো মানের শব্দের সাহায্যে সাবলীল ভাষায় শোনানো যায়।
http://www.loquendo.com/en/

RED DODO

৮.আপনার পছন্দের ওয়ালপেপার বানানোর জন্য এই সাইটটি তেহাজারো ডিজাইন সম্পূর্ণ বিনামূল্যে দেয়া আছে।
http://reddodo.com/

Empressr

৯. আপনি এম্প্রেসর এ দেয়া সরঞ্জাম এর সাহায্যে পছন্দ সই ডিজাইন প্রয়োগ করে চমৎকার উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের শৈলী সৃষ্টি করতে পারবেন এবং বিশ্বের অন্যান্যদের সাথে সেটা শেয়ার ও করতে পারবেন।
http://www.empressr.com/Default.aspx

TAAZ

১০. আপনি কি চুল কাটাতে যাচ্ছেন? আপনার চুল কেমন কাটা হবে এবং চুল কাটার পর কেমন দেখাবে সেটা নরসুন্দরের কাছে যাবার আগে এই সাইটের কৃপায় ভার্চুয়ালি দেখে নিতে পারবেন।
http://www.taaz.com/

সবার কাছে ভাল লাগবে আশা করি। ভাল লাগলে টিউমেন্টস করবেন।

৩৬ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান এখানে

টিউন টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।

আরও নতুন নতুন সব টিউন পড়তে ভিজিট করুন এখানে

Level 0

আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস