আসেন দেখি বাংলাদেশের বড় বা সেরা ওয়েবসাইট গুলোর লোগো ডিজাইন, সাথে একটু রিভিউ।

হ্যালো পিপল,

আজকে লোগো নিয়ে লিখতে বসছি, এন্ড আমি শিওর আপনার এই টিউন টা মিস করা কোনভাবেই উচিত হবে না।

লোগো কি জিনিষ জানেন না ? ! কোন একটা কম্পানী বা ওয়েবসাইটের ব্র্যান্ডিং ইমেজ রেই লোগো বলা যায়। এবার ক্লিয়ার? যেহেতু আমি নেটের মানুষ, তাই ওয়েবসাইট লোগো নিয়েই লিখি। দেখুন কেমন হয়।

১। শূরুতেই আমাদের টেকটিউন্স।  TechTunes.com.bd

বাংলাদেশের প্রথম আর সবথেকে বড় টেক ব্লগ টেকটিউন্স এর বয়স হয়ে গেলো দেখতে দেখতে। যাহোক লোগোর দিকে তাকাই আমরা। চোখে লাগে না এমন ভাবে হালকা বেগুনী কালার ব্যাবহার করা হয়েছে। Tech লেখা টা সিম্পল ফন্টে লেখা হলেও Tunes লেখা টায় ব্যাবহৃত হয়েছে মিউজিক্যাল আইকন, যা দেখতে এটারে করছে সুন্দর। ডানে বাংলায় লেখা টেকটিউন্স , নিচে ট্যাগলাইন লেখা " মেতে উঠূন প্রযুক্তির সুরে" । তো দেখেই যে কেউ বুঝে যাবে ওয়েবসাইট টা প্রযুক্তি বিষয়ক। আমার বিচারে পারফেক্ট বলা যায় এই লোগো টাকে। যদিও গর্জিয়াস না এটা, বা কোনরকম আভিজাত্য ফুটে উঠে নি, বাইরের দেশে যেটাকে খুব প্রাধান্য দেয় ওরা, হাজার হলেও ব্র্যান্ড বলে কথা।

২। সাম হয়্যার ইন ব্লগ। somewhereinblog.net

খুব স্পেসিফিক ভাবে বলা না গেলেও বলা যেতে পারে বাম পাশের উপরের টুকি সামূর লোগো। দেশের প্রথম বাংলা ব্লগিং প্লাটফর্ম সামু, যার হাত ধরেই জন্ম হয়েছে বাংলাদেশের বর্তমান খ্যাতিমান ব্লগার দের। ( আমার জন্ম ও সামুতে 😛 ) । বেশ আগোছালো সামূর হেডার টা, তবু কি জানি আছে, দেখতেই ভালো লাগে না ? ট্যাগলাইন হিসেবে ব্যাবহার করা হয়েছে "বাধ ভাঙ্গার আওয়াজ" । প্রতি পালা পর্বনে চেঞ্জ করা হয় সামুর হেডার এর ইমেজ এর। ছবিগুলো অবশ্য বিভিন্ন ব্লগার ই বানিয়ে বা তুলে দেন। কালার সেন্স আমার তেমন লাগে নি কোনদিন ই লোগোটার। কেমন মরা মরা একটা বেগুনী টাইপ কালার ব্যাবহার করে লেখা হয়েছে somewhere in.... লেখা টা।

৩। বাংলানিউজ ২৪ Banglanews24.com

সুন্দর না ? !!!! হুম একটু খেয়াল করে দেখেন, খুব জটিল কিছু না, লাল ব্যাকগ্রাউন্ডের সাদা কালারের সাধারন কোন ফন্টে লেখা লোগোর টেক্সট গুলো। ডিজাইনার পুরো লোগো টাকে কয়েক টা ভাগে ভাগ করে নিয়ে যায়গা মত বসিয়ে দিয়েছেন লেখাগুলো। আদর্শ লোগো বলা যায়।

৪। বিডিনিউজ ২৪ Bdnews24.com

আহারে, এটারে ভালো করে দেখার পর আমার মনে যে শব্দ টা আসলো, 'আহারে বেচারা"। খুবি সিম্পল বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪ এর লোগো টা। যাক, প্রফেশনাল ভাবে দেখলে খেয়াল করছেন মনে হয় bd লেখা দুটো একে অন্যকে সাপোর্ট দিচ্ছে, দুটো মিলিয়ে একটা চশমার আকার পাইছে। নিচে ট্যাগলাইনের Bangladesh's First Internet newspaper (পেপার মানে কাগজ, অনলাইনে কাগজ কই থেকে পাইলো আল্লাহ জানে) লেখা টা অহঙ্কারের সাথে প্রকাশ করতেছে যে ওরাই প্রথম। হুম সিম্পল হলেও মন্দ না।

৫। দরিদ্র ডট কম। Doridro.com

দেশের মোস্ট পুরাতন ডাউনলোডের সাইট দরিদ্র ডট কমের লোগোর হাল কিন্তু সুবিধার না। কিছু কিছু অনলাইন লোগো মেকার সাইটেই এমন ফন্ট আর স্টাইল চোখে পড়ছে। এটা নিয়ে তেমন কিছু বলবো না, দরিদ্রের কারো এদিকে নজর দেয়া উচিত।

৬। বিক্রয় ডট কম Bikroy.com

চরম হইছে ওদের লোগো টা। একটা স্মাইল ফেস আর খুব সাধারন ফন্ট ব্যাবহার করেই বেশ একটা লুক দেয়া হইছে লোগো টাকে। কালারের ছরাছরি নাই , একটা রঙ ব্যাবহার করেই বুঝিয়ে দেয়া হয়েছে কম্পানীর ফেস টা। ট্যাগলাইনের লেখা টা তো দেখেই বুঝতে পারছেন কিসের ওয়েবসাইট এটা। পারফেক্ট লোগো একটা, নিজেদের ব্র্যান্ডকে ফুটিয়ে তুলেছে সেরা ভাবেই।

৭। ফাজলামি ডট কম Fajlami.com

দেশের প্রথম মেগা ওয়েবসাইট ফাজলামী ডট কমের লোগোটাতে খেয়াল করা যায় খানিক টা ছেলেমানুষী ভাব । জিব্বা বের করা হাতে আকা কার্টুন ফেইস টা সাইটের নামের দিকে খেয়াল রেখেই ডিজাইন করা।  নিচের ট্যাগলাইনে প্রকাশ করা হয়েছে যারা রিয়েল লাইফে প্যারায় জর্জরিত তাদের জন্য ঈ সাইট টা। যদিও লোগো টা প্রকাশ করতেছে না কি আছে সাইটে। এটা ভিজিটরের জন্য একটা ধাধা করেই রাখা হয়েছে।

৮। আমার ব্লগ amarblog.com

ব্লগিং প্লাটফর্ম আমার ব্লগ আমার দেখা বাংলাদেশের সেরা লোগো টা ব্যাবহার করে, অনেক গুলো কালার ব্যাবহার করেও কত সুন্দর একটা দেশাত্ববোধক আবহ তৈরী করেছে ওরা। ট্যাগলাইন টা বেশ বড়, মনে হচ্ছে কোন কবিতার অংশবিশেষ তুলে দেয়া হয়েছে। সুন্দর সুন্দর সুন্দর।

৯। টপ ফ্রি সংস TopFreeSongs.com

দেশী মিউজিক সার্চ ইঞ্জিন টপফ্রিসংস এর লোগো টায় কালার সেন্স টা ভালো হয়েছে। বেশ কটা রঙ ব্যাবহার করা হলেও ব্যাবহার পরিমিত, চোখে লাগছে না। ট্যাগলাইনে I am Music দিয়ে বুঝানো হয়েছে সাইট টা কি সম্পর্কিত। মন্দ না।

১০। এখানেই Ekhanei.com

প্রফেশনাল কারে বলে। পাশের ঘুড়িটার ভেতরেই মোবাইল, গাড়ি বাড়ি সব কিছু যে বেচাকেনা করা যায় বুঝিয়ে দেয়া হয়েছে। নিচের ট্যাগলাইন দেখতেই পাচ্ছেন, হুম এখানেই বেচাকেনা করা যায় আরকি। সুন্দর লোগো টা।

যাক ১০ টা দেয়া গেলো। অনেক হয়তো আমার চোখ এড়িয়ে গেছে, আমাকে মেইলে বা ফেইসবুকে দিন আপনার ভালো লাগা লোগো টা। আমি এই টিউনে এড করে দেব। প্রতিটা লোগোর নিচে সাদা ফাকা যায়গা আমাকে এডিট করে বসাতে হয়েছে, টেকটিউন্সে ২০০*২০০ এর নিচে পিক আপলোড করা যায় না, অনেক ঝামেলা করতে হলো এই কারনে, মডারেটর নজর দিবেন ব্যাপার টা, সমস্যা লাগে বেপার টা।

এহহে, মজা করি একটু ?? নেন নিচের টা আমার লোগো 😛 😛

 

ফিউশনবিডির মত পুরাতন পপুলার ওয়েবসাইটের কোন লোগো নাই দেখে খারাপ লাগলো। আগামী তে লোগো বানানোর ট্রিকস এন্ড টিপস নিয়ে হাজির হবো।

ফেইসবুকে আমি

টুইটারে আমি

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার সাইট টার লোগো টা একটু দেখে আসিয়েন কেমন লাগল জানাবেন http://technogossip.ga

nice

nice ২য় পর্ব লাগবে

ভাল্লাগছে…।

ভাল লাগল…….