

আজ আল্লাহর রহমতে আপনাদের জন্য তৈরি করলাম INKSCAPE-এর দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। ভিডিও টিউটোরিয়ালটি দেখার আগে কিছু বিষয় আজ আমরা জানার চেষ্টা করবো যেন সহজে বুঝতে পারি। তাহলে শুরু করা যাক......
ব্যাসিকঃ
নিচের ইমেজটি দেখুন এখানে মেন্যু বার দেখানো হয়েছে। এই মেন্যু বারটিতে ক্লিক করে প্রতিটি অপশন ভাল করে দেখলে আপনার জন্য কাজ সহজ হয়ে যাবে। তাছাড়া শর্টকার্ট কী-গুলো সম্পর্কে জানতে পারবেন। আশা করি মনেও রাখবেন তাহলে কাজ করা অনেক সহজ হবে।
এছাড়া কী-বোর্ডে + এবং - বাটন চাপলে উইন্ডো ছোটো-বড় করা যাবে। UNDO (পূর্বের অবস্থায় ফেরত যাওয়া) এবং REDO অপশনও ভাল করে খেয়াল করলে জানতে পারবেন। আর শর্টকার্ট কী হচ্ছে CTRL+Z এবং SHIFT+CTRL+Z।
যা শিখব তার কিছু চিত্রঃ





আমি মুহাম্মদ মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।