Inkscape-এর মাধ্যমে ভেক্টর গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল (পর্ব-১)

আমরা অধিকাংশই গ্রাফিক্স ডিজাইনের কাজ করি অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে। এ দুটি সফটওয়্যারের যেমন সুবিধা অনেক, দামও তেমন অনেক। আমাদের বাংলাদেশিদের পক্ষে এত দাম দিয়ে আসলে এগুলো ব্যবহার করা সম্ভব না ( পাইরেসি ছাড়া)। তাছাড়া আমাদের দেশে ভেক্টর গ্রাফিক্স ডিজাইনের (ভেক্টর ডিজাইন হচ্ছে যে ইমেজকে অনেক বড় করলেও ফেটে যায় না, ফলে এ ধরনের ডিজাইনই এখন বেশি জনপ্রিয়) যত কাজ হয় তা অ্যাডোব ইলাস্ট্রেটর ছাড়াও করা সম্ভব।আর তা হল INKSCAPE যা পুরোপুরি ফ্রী হইয়ায় অনলাইন সাপোর্ট পাওয়া যায়। আজ ভেক্টর গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ওপেনসোর্স সফটওয়্যার ইঙ্কস্কেপ-এর প্রথম ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করেছি।

এখন থেকে নিয়মিত INKSCAPE এর টিউটোরিয়াল প্রকাশ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ।আপনাদের উৎসাহ পেলে আমিও যেমন শিখতে পারবো, আপনাদের অনেকে উপকৃত হবেন।একবার শিখতে পারলে আশা করা যায় আপনিও প্রফেশনালদের মত ডিজাইন করতে পারবেন।

তাহলে আর দেরি কেন! নিচের লিঙ্ক থেকে ভিডিও টিউটোরিয়ালটি ডাউনলোড করে নিন আর নিজে নিজে গ্রাফিক্স ডিজাইনের চর্চা করুন।
INKSCAPE TUTORIAL ( PART I )

Level 0

আমি মুহাম্মদ মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

INKSCAPE etar download link n kto mb?

    @limon777: Inkscape এর অফিসিয়াল সাইটের (ডাউনলোড) লিঙ্কঃ http://inkscape.org/en/download/ আর আপনি Windows User হলে ৩২ মেগাবাইট । আর উবুন্টুতেও প্রায় এরকম। এছাড়া Portable Inscape- ও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

Before the tutorial , add a download link of Inkscape