প্যালেট পরিচিতি ১ : এডোবি ফটোশপ ৩

ফটোশপে প্যালেট একটা গ্রুরুত্বপূর্ণ বিষয়। তাই এবার প্যালেট এর পরিচিতি গুলো জানা দরকার। আর একটা কথা বলি আমি আমি এই বিষয় গুলো নিজের মত করে সাজিয়ে লিখছি হয়তবা এমন হতে পারে এটা যে কাজে সবচেয়ে বেশী ব্যাবহার হয় সেটা বাদ দিয়েছি। আমি যে কাজে বেশী ব্যাবহার করি সেটা লিখেছি। তবে এটা কোন সমস্যা নয়। আপনি B বুঝলে D ও বুঝবেন। না বুঝলে মন্তব্য করবেন।

অ্যাকশনস প্যালেট: মেনু থেকে Windows> Actions এ গেলে এই প্যালেট ওপেন হবে। এই প্যালেটে অ্যাকশন বা কমান্ড সিরিজ সংক্রান্ত কাজ করা যায়।

অ্যানিমেশন প্যালেট: Windows> Animation নির্দেশ দিলে এটা আসবে। অ্যানিমেশন তৈরিতে এটা কাজে লাগে।

ব্রাশেস প্যালেট: Windows> Show Brushes এ গেলে এ প্যালেট ওপনে হয়। এর শর্টকার্ট কি হল F5। এই প্যালেট ব্রাশ নির্বচন করার কাজে ব্যাবহার করা হয়।

চ্যানেলস প্যালেট: Windows>Channels গেলে ওপেন হবে। এখানে নির্বাচিত ইমেজের কালার মোড অনুসারে বিভিন্ন রং প্রদর্শিত হয়। চ্যানেলস সম্পর্কিত কাজ এই প্যালেটের সাহায্যে করা হয়।

ক্যারেক্টার প্যালেট: Windows>Character নির্দেশ দিলে এটা ওপেন হয়। লেখা-লেখির কাজের জন্য এই প্যালেট ব্যাবহার করা হয়।

ক্লোন সোর্স প্যালেট: Windows> Clone Source নির্দেশ দিলে এটা ওপেন হয়।হিলিং ব্রাশ টুলের জন্য এটা ব্যাবহার করা হয়।


কালার প্যালেট: সাধারণত এটা ফটোশপে ওপেন করা থাকেই তবে যদি না থাকে তা হলে। Windows> Color কিংবা F6 চাপুন। তা হলে এটা প্রদর্শিত হবে।

হিস্টোগ্রাম প্যালেট: Windows> Histogram এ গেলে এই প্যালেট প্রদর্শণ হবে। ছবিতে হিস্টোগ্রাম বা পিক্সেল বিতরণ করার কাজে এটা ব্যাবহার করা হয়।

আজ এখানেই শেষ করালাম। কোন অংশ না বুঝলে আমাকে বলতে পারেণ।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দু চার দিনে আমাদেরকে ফটোশপের ওস্তাদ বানাইয়া ছাড়বেন দেখি , খুবই দ্রুত টিউন ।

    পরিক্ষা শেষ স্কুল বন্ধ। আমার বন্ধু-বান্ধব ও কম। আর স্কুল খুলবে বুধবারে তারপর টিউন পেতে দুই-তিন লাগতে পারে।

আশা করি পূর্বের টিউন এর পরামর্শ মোতাবেক, সামনে টিউন করবেন।

ধন্যবাদ চালিয়ে যান,খুবই ভাল টিউন যারা পটোশপ শিখতে আগ্রহী আশা তারা অনেক উপকৃত হবেন আপনার টিউন থেকে।

    আপনার আগ্রহ নাই?

    জ্বী ভাইজান আমার অনেক আগ্রহ আছে কিন্তু সময়ের অভাবে পারতেছিনা।