থ্রিডি স্টুডিও ম্যাক্স শিখুন সহজে !! (পর্ব এক)

সবাই কেমন আসেন ? মনে হয় ভাল !! আমিও ভাল আছি !

কিছু দিন হতে আমি টেকটিউনস এ নিয়মিত আস্তে পারছি না । কারন আমার সামনে সেমিস্টার ফাইনাল , এদিকে আমার নিজ ব্লগ এর কাজ নিয়েও একটু বিজি ছিলাম । আজ একটু ফাকা ভাবলাম একটা টিউন করি । ত অনেক কে আমার ব্লগ এ থ্রিডি ম্যাক্স নিয়ে টিউটোরিয়াল লিখার কথা বলেছে , তাই টিউটোরিয়াল লিখা শুরু করে দিলাম আর হ্যা এই সকল টিউটোরিয়াল আমার ব্লগ এর পাশা পাশি টেকটিউনস এ প্রকাশ করা হবে ।

আজ আমি থ্রিডি ম্যাক্স নিয়ে লেখা শুরু করলাম , এখানে আমি  থ্রিডি ম্যাক্স সহজ ভাষায় টিউটোরিয়াল লেখার চেস্টা করবো। আর আপনাদের বুঝার সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা রেখেছি । আশা করি আপনারা পাশে থাকেলে এই টিউটোরিয়াল গুলো সুন্দর ভাবে শেষ করতে পারবো ।

সুচনাঃ

আমরা বর্তমানে সিনেমা , নাটক , ম্যাগাজিন ইত্যাদি সর্বত্র কম্পিউটার গ্রাফিক্স এ কাজ বেশি দেখতে পাই । CGI অর্থাৎ Computer Graphics Imagery ভিত্তিক এ সমস্ত কাজ কপমিউটার এর ব্যবহারিত বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে করা হয় । আর এ ধরনের গ্রাফিক্স সফটওয়্যার থ্রিডি স্টুডিও ম্যাক্স , এটি এখন অনেক জনপ্রিয়তা অর্জন করেছ । এটি মার্কিন যুক্তরাস্ট্রের Autodesk.inc তৈরি করেছে । আপনি এই সফট দিয়ে যেকোন গ্রাফিক্স তৈরি , এডিটিং , মডেলিং সহ ইত্যাদি কাজ করতে পারবেন ।

এখন থ্রিডি স্টুডিও ম্যাক্স শিখার আগে আপনাকে জানতে হবে থ্রিডি গ্রাফিক্স টা কি ? এটা অবশ্যে অনেকে ই জানে , তবে যারা একদম নতুন তাদের জন্য আমি একটু বলবো থ্রিডি গ্রাফিক্স কি ?

থ্রিডি গ্রাফিক্স কি ?

কম্পিউটার এ গ্রাফিক্স তৈরির প্রথম দিকে টুডি গ্রাফিক্স প্রচলন ছিলো , কিন্তু এখন এর ব্যবহার তেমন একটা দেখা যায় না । এখন থ্রিডি গ্রাফিক্স টাই সর্বত ব্যবহার হয় । আপনি যখন কোন বস্তুকে ত্রিমাত্রিক ভাবে উপস্থাপন করবেন , তখন এটা কে কম্পিউটারের ভাষায় থ্রিডি গ্রাফিক্স বলা হবে । আমরা যখন কোন জিনিস দেখি , তখন শুধু এর এক দিকে দেখতে পারি যেমন সামনের দিক অথবা বা এর দিক অথবা দান পাশ । আপনি কখন একটি বস্তু সব গুলো দিক এক সংগে দেখতে পারবেন না (বড় জর দুটা পাশ দেখা যায়) , এটা অসম্ভব !!  কিন্তু আপনি কম্পিউটারের সাহায্যে এর তিন টা পাশ এক সংগে করে দেখতে পারবেন এবং একেই থ্রিডি বলে । অর্থাৎ Three Dimensions এর সংক্ষিপ রুপ হচ্ছে 3D , যার মাধমে আপনি যেকোন বস্তুর Width(প্রস্থ) , Depth(গভিরতা), Hight(উচ্চতা) অবলোকন করে গ্রাফিক্স কার্যাবালিকে সহজে ও সুন্দর ভাবে করা যায় ।

যেমনঃ একটি কেটলির(উপরের চিত্র দেখুন) দিকে তাকালে এর সামনের দিক টা শুধু দেখা যাবে এর অন্য পাশ গুলো দেখা যাবে না  কিন্তু আপনি কম্পিউটার এর থ্রিডি গ্রাফিক্স সফট ব্যবহার করে এর তিনটা {Width(প্রস্থ) , Depth(গভিরতা), Hight(উচ্চতা) } পাশ দেখতে পারবেন ।

ত আর দেরি কেন? তারাতারি সফট ইনস্টল দিয়ে দিন । আর যাদের কাছে সফট টা নাই তাদের জন্য পরের টিউন এ সফট এর ডাউনলোড লিঙ্ক ও ইনস্টল প্রক্রিয়া বর্ননা করবো । আজ এই পর্যন্ত । সবাই কে সালাম ।

সর্ব প্রথম বিডি টিউটোরিয়াল২৪ এ প্রকাশিত

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহিম রেজা বাধন ভাই আপনাকে অশংখ্য ধন্যবাদ থ্রী ডি স্টুডিও ম্যাক্স এর টিউটোরিয়াল চালু করার জন্য। আশা করি আপনি এই পর্বটি অব্যহত রাখবেন। আমি থ্রী ডি স্টুডিও ম্যাক্স শিখতে খুবই আগ্রহী।

ব্যস্ত মানুষদের টিউনিং পেজে ঢুকতেও ভয় লাগে।তা আছেন কেমন?

    কেন প্রবাসী ভাই ?? যাক ভাল আছি !! সামনে সেমেস্টার ফাইনাল !! টেনশনে আছি !!

Level 0

যাক ধারাবাহিক ভাবে এগিয়ে গেলে আমার মত অনেকেই উপকৃত হবেন আশা করছি

ভাল ভাল ।। আপনার সাইট টা ভালই ই হইছে।

বেশ ভালো একটা পদক্ষেপ নিয়েছো…
এগিয়ে যাও…..

Level 0

এগিয়ে যাও……….

ফাহিম ভাই আগায়া যান । অনেক কাজে আসবে। আমার এটি শিখার খুব আগ্রহ ।

ভাল লাগছে……………… ভাই পরের পর্ব কবে পাবো???

দেখি কয় পর্ব চালাইতে পারেন…………………………। কড়া নজর রাখছি !!!!!!!!!!!!!!!!!

Level 0

ভাইয়া, থ্রিডি স্টুডিও ম্যাক্স সামান্য কিছু জানা আছে। আপনার ধারাবাহিক টিউটোরিয়ালটি আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

ফাহিম রেজা বাঁধন, জানার সাথে কিন্তু চালিয়ে যাবার কোন সম্পর্ক আমি দেখছিনা। আমি আসলে আপনার ব্যস্ততার কথা-ই বোঝাতে চেয়েছি!!

ধারাবাহিক টিউন শুরু করার জন্য ধন্যবাদ ফাহিম। আশাকরি পর্বগুলো নিয়মিত পাব।

অসাধারণ

আপনি এত টিউটোরিয়াল জানেন কি করে?

Level 0

ধন্যবাদ ফাহিম ভাই,,,,,,,,,,,,,,,,,,,,প্রিয়তে রাখলাম ।

ভাই আমার শেখার আগ্রহ আছে। আমার কাছে এর পূর্নাঙ্গ ভিডিও টিউটোরিয়াল আছে তারপরও সাহস করে শুরু করা হয় না।
আমার ব্যাসিক টুলস পরিচয় দরকার।
আপনি চালিয়ে যান আপনার লেখা পরে অনেকটা এগিয়ে যেতে পারবো মনে হয়।
অসংখ্য ধন্যবাদ ধারাবাহিক টউটোরিয়াল শুরু করার জন্য।

    হুম আমিও ভিডিও টিউটোরিয়াল দিয়ে টিউন করবো । আমার পরের টিউন এ ব্যাসিক টুলস পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।

আমারো এতে আগ্রহ আছে। অনেক দিন হল ব্যবহার করি না।

ভাই খুবেই কাজের জিনিস। চালিয়ে যান, আমরা আপনার ধারাবাহিক টিউন এর আশায় থাকবো।

ফাহিম আপনি কিসে পড়েন? আপনার টিউন আমার ভাল লাগে ।যাই হোক আপনার সাইট ভিজিট করলাম। ভাল হয়েছে। আপনার সাইটের থিমটি আমার পছন্দ হয়েছে এটা কি আমি পেতে পারি?

[email protected]

গ্রাফিক্স আর এনিমেশনের মধ্যে পার্থক্য কি ?

    ধন্যবাদ মাসপি ভাই সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য । এ নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করতাম , যেহেতু আপনি বললেন তাই একটু বলতেছি।
    আপনি যখন কোন বস্তুকে ত্রিমাত্রিক ভাবে উপস্থাপন করবেন , তখন এটা কে কম্পিউটারের ভাষায় থ্রিডি গ্রাফিক্স বলা হবে । আর কোন স্থির চিত্রকে চলমান অবস্থায় রুপ দেয়াই হচ্ছে এনিমেশন বলে । থ্রিডি স্টুডিও ম্যাক্স এ কোন অবজেক্ট তৈরি করার পর সেটা স্থির অবস্থায় থাকে , এখন এই স্থির চিত্রকে আপনি প্রয়োজনীয় কমান্ড প্র্যোগ করলে তা সহল অর্থাৎ তা এনিমেশন হবে । জানি না আপনাকে কত টুকু বুঝাতে পারলাম । ধন্যবাদ

Level 0

যাক বাবা আপনারা আছেন তাহলে আমি তো মনে করলাম টিউন করা ভূলেই গেলেন, ধন্যবাদ মনে রাখার জন্য। এই পর্বটা আশা করছি শেষ করবেন। অপেক্ষায়…………………………………….

    আরে ভাই আমরা সব সময় আছি !! টেকটিউনস কে যারা অন্তর দিয়ে ভালবাসে তারা কখন টেকটিউনস সেরে যাবে না । ধন্যবাদ!!!

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই ভাল একটা মেগাটিউনের শুরু হল আবার……

অনেক দিন নেটে আসতে পারিনাই তাই এই রকম অসাধারন একটি টিউন সময় মত দেখতে পারিনাই বলে আপসুস হচ্ছে,
তোমার টিউন নিয়ে বলার কিছু নাই তুমি সব সময়ই ভাল মানের টিউন কর আমি নিজেও তোমার টিউনের একজন ভক্ত,আজকের এই টিউনটাও খুবই ভাল হইছে,ধন্যবাদ টিউনের জন্য।আশা করছি তোমার এই টিউন থেকে আমি উপকৃত হব।

আপনার টিউটিরিয়ালের মাঝখানের ছবি গুলি স্ক্রীন শট মনে হয় সেগুলোতো দেখা যায় না..???!!! আপনাকে ধন্যবাদ।