কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!!

c কোট পড়ে ছবি  তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtuneso কোট পড়ে ছবি  তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtunesa কোট পড়ে ছবি  তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtunest কোট পড়ে ছবি  তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtunes

&

সকল টিউনার ও ভিজিটর আপনারা সকলেই কেমন আছেন? আশাকরছি সকলেই আল্লাহর দয়ায় ভালই আছেন। আমি টেকটিউনসের মতই সকলকে ভালবাসি তবে তার মধ্য হতে সফটওয়ার গুরু হাসিবকে সবচেয়ে বেশী ভালবাসি। তাই হাসিবের গায়ে একটা কোট জড়াতে চাই। আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন, যদিও আপনি কোট পড়ে ছবি তুলেননি। হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু করা যাক। প্রথমে নিচের লিংক হতে বিভিন্ন ডিজাইনের চমৎকার কোট ডাউনলোড করে নিন।

moz screenshot কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে  কোট পড়ান!!! | Techtunes

AsaD  কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! |  Techtunesএরপর ফটোসপে কাংক্ষিত ছবিটি ওপেন করুন এবং নিচের কাজগুলো ধারাবাহিকভাবে করুন।

১) ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন। কোটটি Rectangular Marquee Tool(M) দ্বারা সিলেক্ট করুন।

 কোট  পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtunes কোট  পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtunes

২) এরপর Move Tool(V) ব্যবহার করে কোটটিকে ছবিতে স্থাপন করুন এবং Ctrl+T তে ক্লীক করে কোটটিকে ছোট করে যথা স্থানে বসান।

৩) Magic Wand  Tool (W) টি কোটে ব্যবহার করে কোটের ব্যাকগ্রাউন্ড কীবোর্ডের Back Space ক্লীক করে দূরীভুত করুন। কোটটি যথা স্থানে বসানোর জন্য  Move Tool(V) টি আবার ব্যবহার করতে পারেন।

 কোট  পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!! | Techtunes

৪) এরপর ব্রাশ টুল ব্যবহার করে ছবিটি ফিনিশিং দেন এবং ছবিটি সেভ করুন।

বি:দ্র: হাসিবের ছবিটি TT হতে পাওয়া এবং এর রেজুলেশন তেমন ভাল না হওয়ায় কাজ তেমন আকর্ষনীয় হয়নি । তাই এই উপহার যদি হাসিবের ভাল না লাগে এর জন্য আন্তরিকভাবে অনুতাপ প্রকাশ করছি। সাথে সাথে হাসিবকে টেকটিউনে নিয়মিত পাওয়ার আশা করছি।

আইটিপ্রেমী

মাত্র ৭ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি

ছোট একটা পরামর্শ

আমরা অনেকেই এমএস অফিস২০০৭/২০১০ ব্যবহার করি। আবার অনেক প্রতিষ্ঠানে এখনও সেই পূর্বে ভার্শন ব্যবহৃত হয়। তাই কোন ডকুমেন্ট কারো কাছে পাঠাতে হলে তাহা .docx ফরমেটের সেভ না করে .doc ফরমেটে সেভ করে পাঠানোই শ্রেয়। তা না হলে অফিস২০০০/২০০৩ ভার্শনে ডকুমেন্টটি ওপেন হবে না।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সেয়ার করার জন্য ।

সুন্দর হয়েছে, ধন্যবাদ।

১) ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন। কোটটি Rectangular Marquee Tool(M) দ্বারা সিলেক্ট করুন।
কিন্তু ভাই কোট টি ফটোশফের কোথায় পাওয়া যাবে।

    আউয়াল ভাই, কোটতো ডাউনলোড করতে হবে। তারপর ছবি এবং কোট ফটোসপে ওপেন করুন এবং বাকী কাজগুলো করুন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই।
কোট গুলো ডাউনলোড করেছি।
সময় করে এডিট করবো। প্রিয়তে রাখলাম।

হুম ভাই দারুন সিস্টেম, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

কোটই যখন দিলেন দুইটা কেন?????????????
যাক মজা করলাম, ভালো হয়েছে

    ভাই, আমার সংগ্রহের কোটগুলো সবই আপলোড করতে চেয়েছিলাম কিন্তু লোডশেডিং এর কারণে সংক্ষিপ্ত করেছি। আপলোড করে পরে জানাব।

ধন্যবাদ …………দেখি ব্যবহার করে

হাসিবের জন্য সমবেদনা 🙁

রুহুল ভাই আমার অনেক গুলা কোট দরকার…………….
দয়া কইরা লিংক দেন

    জাহাঙ্গীর ভাই, আমার সংগ্রহের কোটগুলো আপলোড করে লিংক দেব। একটু অপেক্ষা করুন।

ভালই তো।

অনেকদিন হাসিবকে টেকটিউনসে দেখিনা। আশা করি তিনি শীঘ্রই ফিরে আসবেন। .

    ধন্যবাদ রনি পারভেজ ভাই। হ্যাঁ, আশাকরছি হাসিব আমাদের তৃষ্ণা মেটাতে দ্রুত ফিরে আসবে।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আরে রুহুল আমীন ভাই আমারে তো একদম বেমানান লাগতেছে, তয় ভাল ও লাগছে। ধন্যবাদ……………..

    হাসিব, আজকে আমার নিকট খুবই ভাল লাগছে। এত সহজে যে তুমি সাড়া দেবে আমি সত্যিই কল্পণাও করিনি। নিয়মিতই তোমাকে আশাকরি কিন্তু পাইনা। আর এই জন্য সবসময় মনটা নিষ্ক্রিয় থাকে।

আমার অনেক কাজ লাগবে। এরকম আরও ;কি পাওয়া যাভে?????
অনেক খুশি হতাম।

Level 0

ভাইয়া, ডাউলোড লিংক কাজ করছে না। মেইলে ডাউনলোড লিংক দিলে উপকৃত হব।
mail Id: [email protected]

Level 0

ধন্যবাদ ভাইয়া, পেয়েছি ও ডাউনলোড করেছি।

Level 0

ভাইয়া, ডাউলোড লিংক কাজ করছে না। মেইলে ডাউনলোড লিংক দিলে উপকৃত হব।
mail Id: [email protected]

Level 0

দয়া করে ভাই লিংক টা দেন।

ভাইয়া, ডাউলোড লিংক কাজ করছে না। মেইলে ডাউনলোড লিংক দিলে উপকৃত হব।
mail id: [email protected]

ভাইয়া, ডাউলোড লিংক কাজ করছে না। মেইলে ডাউনলোড লিংক দিলে উপকৃত হব।
mail id: [email protected]