হাজার হাজার ফন্ট ইনস্টল করুন, গ্যারান্টি এ্যাডোবি সফটওয়্যার স্লো হবে না।

আস্সালামুআলাইকুম, আশা করি আমার প্রিয় টেকি ভাইয়েরা আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন, তাই টেকি ভাইয়েরা আমার টিউনে কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন এবং টিউমেন্টে জানাবেন।

এবার আসা যাক মূল বিষয়ে, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের হাজার হাজার ফন্ট ইনস্টল করে কাজ করতে হয়। কেননা ডিজাইনে অনেক রকম ফন্টের ব্যবহার হয়ে থাকে। আর তার কারণে এডোবি সফটওয়্যারগুলো ওপেন হতে অনেক সময় নেয় এবং কাজের গতিও কমিয়ে দেয়। আর এই জন্যই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Font Navigator নামের ছোট্ট একটি সফট্ওয়্যার। যা দ্বারা আপনারা হাজার হাজার ফন্ট ইনস্টল করতে পারবেন কিন্তু এডোবি সফটওয়্যারগুলো ওপেন হতে অনেক সময় নেবে না এবং কাজের গতিও কমিয়ে দেবেনা।

Download link

আশা করি আপনারা সফটওয়্যারটি ওপেন করলেই সব বুজতে পারবেন। আর কোন সমস্যা হলে প্লিজ টিউমেন্টে জানাবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার প্রথম টিউনটি পড়ার জন্য।

Level 0

আমি Shimul Ahmeds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm A Graphics Designer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhi apnake onek thanks…..@Shimul Ahmed

ভাই পিকাচা এ বাংলা লিখবো কিভাবে বলতে পারেন ????

Bhai Mone Hoy Avro Dia Likhte paren @ Rakib Hasan

Apnake o Donnobad Post ta porar Jonno @ True Tips

ভাই নিয়ে নিলাম ইং-শা-আল্লাহ পরে কাজে লাগাবো ।“ধন্যবাদ”।

Thanks all