গ্রাফিকস ডিজাইন শেখার জন্য ধাপগুলো জেনে নিন

অনলাইনে গ্রাফিকস সম্পর্কিত কাজের চাহিদা ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে, সেজন্য আমাদের অনেকের মাঝে গ্রাফিকস শিখার আগ্রহ অনেক বেড়ে গেছে। গ্রাফিকসের কাজের সাথে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা,  বিশেষ করে ইংরেজী জানার খুব বেশি বাধ্যবাধকতা না থাকার কারনে অনেকেই এখন আউটসোর্সিংয়ের কাজে এসইওর চাইতে গ্রাফিকসের কাজে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

graphic-design

গ্রাফিকস ডিজাইন শিখবেন কিভাবে?

ধাপঃ ১

অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালগুলো খুজে বের করুন, সেগুলো পড়ুন কিংবা ভিডিও হলে দেখুন। আমি আমার করা গ্রাফিকস টিউটোরিয়াল লিংক দিতে পারি, এটাও দেখে প্রাকটিস করতে পারেন।

http://creativeit-inst.com/learning_center.php

দেখে দেখে ৫টি প্রজেক্ট করুন এবং আপনার দক্ষতাকে আরও বৃদ্ধি করতে পারেন।

ধাপঃ ২

অনেক কিছু শিখতে হবে। যদি আপনার কম্পিউটার সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান থেকে থাকে, তাহলে ইতিমধ্যে হয়ত অনেক কিছুই আপনার জানা আছে।

কি কি শিখতে হবে, তার কিছু এখানে উল্লেখ করছি।

  • স্ক্যালিং: আপনার ইচ্ছেমত ছবিকে বড় এবং ছোট করা জানতে হবে।
  • নির্দিষ্ট এলাকাকে কালার, টেক্সচার দিয়ে ফিল আপ করা শিখতে হবে।
  • ছবির কালার এবং অন্য ধরনের কিছু পরিবর্তন করা শিখুন।
  • বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ফরম্যাটে ছবিকে সংরক্ষণ করুন।
  • ছবির একটি নির্দিষ্ট অংশকে ডিলিট করা কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখুন।
  • ছবিকে ক্রপ (crop) করা, আউটলাইন, এডজ ডিটেকশন করুন।
  • কপি ও পেস্ট, ড্র্যাগ ও ড্রপ, ডুপলিকেট করা শিখুন।
  • ছবিকে ফ্লিপ (Flip) করা, বিভিন্ন অ্যাংগেলে রোটেট করা (rotate) করা
  • মুভ (move), নাডজ (Nudge) এর বিষয় জানতে হবে।
  • নতুন লেয়ার তৈরি এবং লেয়ারের বিভিন্ন ইফেক্ট জানা থাকতে হবে।
  • প্রয়োজন অনুযায়ি কালার ব্যবহার করা জানা জরুরী
  • গ্রে স্ক্যাল (gray scale) কিংবা ছবিকে সাদাকালো কিংবা ছবিকে নেগেটিভ করা জানতে হবে।
  • টেক্সচার, শ্যাডো এবং অন্যান্য স্পেশাল ইফেক্ট (পোস্টারাইজ (Posterize), পিক্সেলাইজ (Pixelize), অ্যামবুস( Emboss), ব্লার (Blur), শার্পেন ৯ Sharpen) ইত্যাদি ব্যাপারে জানা থাকতে হবে।
  • বর্ডার (Borders) তৈরি, স্ক্যাল ব্যবহার।
  • ব্যাকগ্রাউন্ড (Background), ফরগ্রাউন্ড (foreground) সম্পর্কে ধারণা
  • আইকন এবং লোগো তৈরি
  • পেজ লেআউট তৈরি, কলাম তৈরি করা শিখতে হবে।
  • লেখার সাইজ পরিবর্তন, বোল্ড, ইটালিক ইত্যাদি করা জানতে হবে।

graphics design

ধাপঃ৩

নিজের ব্যক্তিগত কিংবা আশেপাশের অন্যদের প্রফেশনাল কাজগুলো ফ্রি করে দিন। অনেকগুলো রিয়েল প্রজেক্ট করলে মোটামুটি কনফিডেন্ট তৈরি হবে।

ধাপঃ৪

ধাপঃ২ এবং ধাপঃ ৩ এর পর আপনি মোটমুটি কাজ শিখে গেছেন। এবার আপনাকে কনটেস্টে অংশগ্রহন করতে হবে। যদিও কনটেস্টে জয় লাভ করা কষ্টকর। কিন্তু আপনি শুধু জেতার জন্য কনটেস্টে অংশগ্রহণ করবেননা। প্রতিযোগিতার বাজার দেখে নিজেকে আরও দক্ষ করা এবং নিজের দক্ষতাকে সবার সামনে প্রকাশ করার জন্য অনলাইনে বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণ করুন।

ধাপঃ৫

আপনার করা ডিজাইনকে অনলাইনে বিভিন্ন সাইটে (flickr.com, pinterest.com) কিংবা নিজের তৈরি করা ব্লগের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করুন।

আপনি যদি এভাবে না শিখতে পারেন, তাদের জন্য বাংলাদেশে বর্তমানে অনেক মানসম্মত ট্রেনিং সেন্টার রয়েছে, সেগুলোতেও ভর্তি হতে পারেন।

গ্রাফিকস ডিজাইন বিষয়ে একটি ফ্রি সেমিনার (২৪এপ্রিল, সন্ধ্যা ৬টা) আছে। সেখানেও এসেও জেনে নিতে পারেন অনেক কিছু।

যেকোন বিষয়ে সহযোগিতা পেতে ফেসবুকে প্রশ্ন করুন

আমার ব্লগঃ জেনেসিসব্লগস

Level 0

আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

সেমিনার টা কোথায় হবে?

    Level 0

    @Shoikot Rahman: fb group er link dewa ase, sekhane gelei jante parben vai

Level 0

ভাইয়া, কেউ কি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন? আমি কোন উপায় না পেয়ে এখানে পোস্ট দিলাম। আমি Skrill ও Payza তে অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটা বিপদে পড়েছি। আমার নামের একটাই অংশ। আমার কোন Last Name নেই। শুধুমাত্র First Name আছে। কিন্তু, এই সাইট দুটোর কোনটিতেই Last Name ছাড়া Sign Up করা যাচ্ছে না। এক্ষেত্রে কেউ কি আমাকে কোন সমাধান দিবেন? এই দুটো ছাড়া অন্য কোন সাইটে ও যদি অ্যাকাউন্ট করে ফ্রীল্যান্সিং সাইট গুলো থেকে বাংলাদেশে পেমেন্ট নিয়ে আসা যায়, সেটা ও জানাবেন Please। তবে অবশ্যই একটা নাম দিয়ে রেজিস্টার করার সুযোগ থাকতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।