ফটোসপের ষ্টাইল দিয়ে কালার বাটন তৈরি করুন

ফটোসপে সহজেই আপনি কালার বাটন তৈরি করতে পারেন। এজন্য খুব বেশী যে ফটোসপ জানতে হবে তা কিন্তু না। শুধুমাত্র পিসিতে ফটোসপ ইনষ্টল করা এবং মাউসে ক্লিক করা জানলেই হবে ysmile

আগে আপনাকে কালার বাটন সম্পর্কে জানতে হবে। নিচে কিছু কালার বাটন দেখানো হল

http://img8.imageshack.us/img8/1977/colourbutton7.gif
http://img5.imageshack.us/img5/8021/colourbutton6.gif
http://img294.imageshack.us/img294/9933/colourbutton5.gif
http://img85.imageshack.us/img85/9528/colourbutton4.gif
http://img40.imageshack.us/img40/6682/colourbutton3.gif
http://img127.imageshack.us/img127/7681/colourbutton2.gif
http://img193.imageshack.us/img193/1236/colourbutton1.gif

এখন যদি কিছু কালার বাটনের উপর নাম লিখে আপনি এইচটিএমএল দিয়ে সুন্দর সাইট বানাতে পারেন। নিচের মত (চামে নিজের নামের বিজ্ঞাপন ysmile hm

http://img32.imageshack.us/img32/4662/colourbuttonmenu.gif

এই কাজগুলো সহজে করতে আপনি ষ্টাইল ব্যবহার করতে পারেন। আসুন দেখি কিভাবে ষ্টাইল ব্যবহার করতে হয়। ফটোসপে Window>Style এ যান।

http://img198.imageshack.us/img198/4594/colourbuttonwindow.gif

তাহলে নিচের মত ষ্টাইল বার চলে আসবে।

http://img26.imageshack.us/img26/5972/colourbuttonstyle.gif

এরপর File>New থেকে যে কোন মাপের RGB কালারের একটি ফাইল নিন। কিবোর্ড থেকে নতুন লেয়ার তৈরি করার জন্য Ctrl+J চাপুন।

তারপর ষ্টাইল বারের যে কোন একটি ষ্টাইলে ক্লিক করে হা করে আপনার নতুন নেওয়া ফাইলটির দিকে তাকান। তাহলেই ষ্টাইলের ক্যারামতি বুঝতে পারবেন।

ইন্টারনেট থেকে ডাউনলোড করা ষ্টাইল ব্যবহার করার নিয়মঃ

ডিফল্টভাবে ফটোসপে কিছু ষ্টাইল দেওয়া থাকে। আপনি যদি আরও ষ্টাইল ব্যবহার করতে চান তাহলে ইন্টারনেট থেকে ষ্টাইল ডাউনলোড করেতে পারেন। আবার বাজারে ষ্টাইল এর সিডিও কিনতে পাওয়া যায়। ষ্টাইল তিনভাবে ব্যবহার করা যায়। নিচে তার বর্ণনা দেওয়া হল

১। ডাবল ক্লিক করেঃ যে ষ্টাইল ডাউনলোড করেছেন তার এক্সটেনশনে .asl থাকে। এটির উপর ডাবল ক্লিক করলে ফটোসপ ওপেন হবে। এখন আপনি ষ্টাইল বার এ গিয়ে দেখুন আপনার ডাউনলোডকৃত ষ্টাইল অ্যাকটিভ হয়েগেছে।

২। রুট ফোল্ডারে কপি করেঃ এ পদ্ধতিতে ইনষ্টল/কপিপেষ্ট করাই ভাল। এ পদ্ধতিতে আপনি প্রথমে ফটোসপে প্রবেশ করুন। তারপর ষ্টাইল বার এর মেনুতে গিয়ে ষ্টাইলের ফোল্ডার চিনিয়ে দিন। তাহলে সেই ষ্টাইল অ্যাকটিভ হয়ে যাবে। সবচেয়ে ভাল হয় আপনি C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Styles এই ফোল্ডারে ষ্টাইলের .asl এক্সটেনশনের ফাইলগুলো কপি করে পেষ্ট করলে। কারন তাহলে আপনাকে বার বার ষ্টাইল অ্যাকটিভ করতে হবে না।

৩। প্রথমে ফটোসপে যান। তারপর ষ্টাইল বার এর মেনুতে যান সেখান থেকে Load Styels এ ক্লিক করুন। আপনার ডাউনলোড করা ষ্টাইল এর লোকেশন চিনিয়ে দিন। তারপর ষ্টাইল এ ক্লিক করে ওপেন এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_style_bar-5.gif

আশাকরি পারবেন

এবার মনে সুখে ষ্টাইল ব্যবহার করুন।

এই পোষ্টটি টিউটোবিডি তে  প্রকাশিত হয়েছে।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Gradient দিয়ে আরো অনেক সুন্দর বাটন বানান যায়।
রাসেল ভাই, আপনার ফটোশপ টিউন গুলো আমার সবচেয়ে ফেবারিট টিউন।

আমার ও আপনার ফটোশপ টিউটো রিয়াল গুলো বেশ ভাল লাগে । আমি আপনার প্রায় সবগুলি টিউটো রিয়াল try করেছি । সামনে আর ও ভাল কিছু পাব আশা করছি । ধন্যবাদ ।

বেশ কিছু ভাল মানের টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন এই লিংকে বাংলা ভার্সনও দেয়া আছে
লিংক মুছে দেওয়া হয়েছে