গ্রাফিক ডিজাইনার হিসাবে কি কি টুলস ব্যাবহার করা উচিত ?

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । ব্লগার জীবনের প্রথম টিউনটি করতে বসলাম আপনাদের সামনে ।আমার আজকের টিউনটি মুলত নতুন গ্রাফিক ডিজাইনার দের জন্য । আজকে আমার তিউনের মূল প্রতিপাদ্য বিষয় হল গ্রাফিক ডিজাইন । একজন প্রফেসনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি কি টুলস ব্যাবহার করা দরকার তা নিয়া আপনাদের সামনে হাজির হইলাম আজ । আজকের প্রযুক্তির দুনিয়ায় গ্রাফিক ডিজাইনার রা বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করেন। যেমন- Adobe Photoshop , Adobe Illustrator, Adobe Dreamweaver,Fireworks,Flash Pro,Corel Draw Graphic Siute, Paint shop ect.

তার  মধ্যে  Adobe Corporation এর Adobe illustrator,Adobe photoshop,Flash ect.

বেশ জনপ্রিয় । Adobe Photoshop সাধারণত ছবি এডিট করার জন্য  ব্যাবহার করা হয় ,Adobe illustrator ব্যাবহার করা হয় vector graphic এর জন্য । adobe flash  ব্যাবহার করা হয় 2D  animation এর জন্য ।আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে  এতটুকুই বলব যে  যদি কেউ একজন প্রফেসনাল গ্রাফিক দিজাইনার হতে চায় তাহলে তাকে  Adobe Corporation এর সফটওয়্যার গুলু ব্যাবহার করলেই চলবে । ধন্যবাদ । এটা আমার প্রথম টিউন । তাই বেশী কিছু লিখলাম না ।ভুল হলে ক্ষমা করবেন । ভাল লাগলে comment করবেন ।কালকে আবার দেখা হবে গ্রাফিক ডিজাইনের না না টিউটোরিয়াল নিয়ে । আমাকে মেইল করতে পারেন -

[email protected]

 

Level 0

আমি আসিফ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Asif Khan ।আমি একজন Computer Science & Engineering ছাত্র । Blogging এর নেশা থেকেই techtunes এ Sign up করা ।আশা করি আপনাদের ভাল কিছু উপহার দিতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পরামর্শ মূলক পোস্টের জন্য ধন্যবাদ ।

    Level 0

    @Moyin Hossain Emon: আমার সাথেই থাকুন । আমি আরও টিউটোরিয়াল নিয়ে আসব আপনাদের সামনে ।

Level New

creative khetre shudhu adobe er upor vorosha korle hoyna. Japan, china era ki software bebohar kore?

Level 0

আসলে কি ভাই এডোবি এর যে সফটওয়্যারগুলু আসে তা যদি আপনি খুব ভাল করে শিখতে পারেন তাহলে আমি আপনাকে প্রফেশনাল মানের ডিজাইনের নিশ্চয়তা দিব ।শুধু তাই না এডোবির ফিচার গুলুর মত ফিচার অন্য কোন সফটওয়্যার এ নাই ।তাই আপনি কথাও না কোথাও আটকে যাবেন ।তাই এটা আমার অভিমত ।আর আপনি যে জাপান চায়নার কথা বললেন , সত্যি কথা জানেন কি ভাই তারাও এডোবির প্রতি জুকে পরেছে অনেক আগে থেকেই । ধন্যবাদ ।

    Level New

    @tunerasif: Adobe motamuti pari. but tarporo kothao khatka ase. ekta project atke bose asi. but amar kaaj tai japanira smoothly korse. owra originally ki software bebohar kore etai kotha. Ami 2011 theke 2012 porjonto Tmgamer company te kaaj koresi. ekhon nijei ei rokom ekta company shuru koresi. but valo ekjn Graphics designer er dorkar. at least guide needed.

      Level 0

      @saif_precio: আসলে কি নিয়মিত চর্চা করলে আশা করি আপনার সব problem solve হয়ে যাবে ।আর Giude এর ব্যাপারটা যদি আরও পরিষ্কার করে বলেন তাহলে ভাল হয় । প্রয়োজনে আমাকে Email করতে পারেন ।আমার Email Address – [email protected].

vi, graphic design shikte je adobe dreamweaver lage ta jantam na… apnar tune deikha nijere murkho mone hoytase :p

    Level 0

    @SHAKIL QURAISHI: কারন আপনি যদি কোডিং ছারা dreaweaver এ ডিজাইন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু সেটা গ্রাফিক ডিজাইনের মধ্যেই পরে ।আর তাছাড়া Web Design এবং Graphic Design একে অপরের সাথে জড়িত ।আর আপনি যখন PSD to HTML করবেন তখন কিন্তু আপনাকে আগে template design করে নিতে হবে ।আশা করি আপনি উপকৃত হয়েছেন ।

Level 0

কিন্তু আমার কি হবে? সবার কথাই পড়লাম। গ্রাফিকস ডিজাইন সর্ম্পকে আগ্রহ আছে। শিখতে চাই। অনলাইনে গ্রাফিকসের কাজও করতে চাই। হালকা পাতলা ফটোশপ ইলাসট্রেটর পারি।
এখন কি থেকে কি শুরু করব বুঝতেই পারছি না। পরামর্শ দিবেন প্লিজ।
ধন্যবাদ সুন্দরের টিউনের জন্য।

    Level 0

    @liveflesh: সমস্যা নেই আমি নিয়মিত লিখব । আশা করি আপনি উপকৃত হবেন ।আর আপনি যতটুকু পারেন ততটুকু দিয়েই শুরু করেন তাহলেই আগাতে পারবেন ।ধন্যবাদ ।