উইনডোজ 7 এর ডিভিডি কভার ডিজাইনটা কাচাঁ হাতের ছোয়ায় কেমন হলো জানাবেন।

অনেক কষ্ট করে ইলাস্ট্রেটরে ডিজাইনটা করলাম। কেমন হয়েছে জানাবেন কাচাঁ হাতে যা পেরেছি তাই করলাম সম্পুর্ন নিজের প্রচেষ্ঠায় তারপর ও অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার ভাইদের কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়া আছে তা হলো উৎসাহ এবং সাহয্য। অভিজ্ঞ ভাইদের কাছ থেকে জানতে চাই কি ভাবে নিজিস্ব কায়দায় আরো ভালো মানের ডিজাইন করা যায় এবং কি কি বিষয়ের উপর সবচেয়ে গুরুত্ব দিতে হয়। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার! বিশেষ করে লোগোটা খুবই সুন্দর হয়েছে। তবে ব্যাকগ্রাউন্ড কালারটা চোখে সহনীয় না, কালারটা চেঞ্জ করলে মনে হয় আরো ভাল হবে।

সুন্দর হয়েছে, আরো প্রাক্টিস চালিয়ে যান।

ভালই হয়েছে। তবে কালার এর প্রতি গুরুত্ব দিবেন। কালার কন্সেপ্ট আরো অনেক হাই করতে হবে। ডিজাইন টা Standard করতে হবে। বেশী কিছু ইউজ করার দরকার নেই। অল্প কিছু দিয়েই হাই কোয়ালিটির ডিজাইন করা যায়। Proffesional দের করা ডিজাইন ফলো করবেন। আগামী আরো ভালো কিছু আশা করছি।

Level 0

চরোম হইসে ভাই। অনেক সুন্দর লাগসে , ভাই একটা আবদার যদি সম্ভব হয় ত ইলাস্ত্রাটর নিয়া পোস্ট করবেন জাতে আমরা ও শিখতে পারি ডিজাইন টা, আমার খুব ইচ্ছা গ্রাপিক্স এর কাজ শিখা

Level 0

goooooooooooood

Level 0

Valo. Aro shundhor hote pare colour er dike kheyal dile…

ভাল হয়েছে। ভাই কালার টা কেমন যেন চোখে লাগে এই বিষয়টা একটু খেয়াল করবেন।

Level 0

সব টিউনার ভাইদের ধন্যবাদ জানাই উৎসাহ দেওয়ার জন্যে। আমি কালার টা ভালোবাবে দিয়েছিলাম বাট আপলোড করার পর এমন হয়ে গেল জানিনা সমস্যাটা কোথায়। ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়া পোষ্ট করার ইচ্ছা আছে কিন্তু স্ক্রিনশর্ট সহ দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বলে পোষ্ট করতে পারছি না কারন নেট স্পীড খুব দুর্বল তাই ইমেজ আপলোড করতে খুব সমস্যা হয়। আবার ধন্যবাদ।

Level 0

apnar facebook id dile valo hoto …. ektu kotha chilo!!! 🙂