পিকাসা [পর্বঃ৩] মেন্যুবারের ব্যবহার শেষ কথা।

আশা করি সকলে ভালো আছেন।আমি চেয়েছিলাম মেন্যুবারের পূর্ণাঙ্গ ব্যবহার বিশ্লেষনের।কিন্তু সময় অনেক লাগবে,এই চিন্তায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবঃ

3.View: 
    • small tlhumbnails:এর মাধ্যমে ছবি ছোট করে দেখতে পারবেন ফলে অনেক ছবি একবারে দেখা সম্ভব। 
    • properties:এর মাধ্যমে আপনার সিলেক্ট করা ফাইলের size,dimension,date প্রভৃতি জানতে পারবেন।
    • Slideshow : আপনি যে ফোল্ডার সিলেক্ট করবেন তার ছবি গুলো স্লাইড আকারে দেকতে এই কমান্ড ব্যবহার করুন।
    • Timeline: আপনার ছবি গুলো তারিখ হিসাবে দেখতে পাবেন।তবে যাদের pc  স্পিড স্লো  তারা এই কাজ করতে গেলে পিকাসা কাজ করবেনা।
    • display mode: আপনার পুরো পিকাসা ইন্টারফেস এর চেহারা বদলে যাবে।অবশয় দেখবেন।
    • Thumbnail caption: আপনার ছবি গুলো চিন্হিত করতে ছবি নিচে নাম, ডেট ইত্যাদি আসবে।
    • Folder View: আপনি কিভাবে আপনার ফোল্ডার সজাতে চান,নিজে ব্যবহার করে দেখুন। 

    4.Folder: 

    এই অপশনটা প্রোফেশনালদের জন্য,আপাতত আমাদের না জানলেও চলবে।

    5.Picture:

     পিকাসার ছোট কিন্তু মূল্যবান অপশন।

    • View&Edit: আপনার সিলেক্ট করা ছবি দেখতে ও এডিট করতে।
    • Batch Edit: অনেক ছবি এক বারে এডিট করুন।অপসন গুলো আমার সাথে থাকলে শিখে যাবেন।
    • Undo all edits: যে কথা বলতে বলতে বিরক্ত করে ফেললাম আপনি এই কমান্ড আর মাধমে আপনার ছবি কে পূর্ব অবস্থায় ফিরতে পারবেন।
    • Hide: অনেক সময়  বাক্তিগত ছবি সামনে আসে এই গুলো হিদে করতে পারেন।

    Create & Tools option এই ভাভে বোঝানো সম্ভব না।পরে আসতে আসতে বুঝব   

    Help অপসন ন্নিয়ে হেল্প লাগলে হেল্প অপসন দেখে নিন। 😀

আপনারা চাইলে আমার ব্লগ থেকে পিকাসার প্রকাশিত সকল পর্ব দেখতে পারেন।ব্লগে একটা অনলাইন রেডিও আছে।আমার ব্লগঃhttp://sopnobajeradda.blogspot.com/

Level 0

আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস