ফটোশপ : Beginners to Advanced- পর্ব :০২ ইনফ্রারেড ফটো ইফেক্ট

আমরা কমবেশি সবাই ইনফ্রারেড রশ্মির নাম শুনেছি। হাল আমলে হয়তো অনেকেই ইনফ্রারেড ফটোগ্রাফির সাথে পরিচিত। ইনফ্রারেড ক্যামেরাতে তোলা ছবি কেমন হয় তা বোঝার জন্যে নিচের ছবিগুলো একটু খেয়াল করি।

মূল ছবি

ইনফ্রারেড ক্যামেরায় তোলা ছবি

আরও কিছু ছবি আমরা এবার দেখি যাতে আমরা ইনফ্রারেড ছবি সম্পর্কে স্পষ্ট ধারণা পাই।

এই ধরণের ছবি আমরা ডিএসএলআর ক্যামেরাতে ইনফ্রারেড ফিল্টার ব্যবহার করে অথবা ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তুলতে পারি। যদি এই দুইটির কোনটিই সম্ভব না হয় তাহলে আমরা আমাদের তোলা ছবিগুলোতে ফটোশপের মাধ্যমে ইনফ্রারেড ইফেক্ট দিতে পারি। আমরা কিভাবে তা করব এখন তা দেখি।

প্রথম ধাপঃ
খুব সাবধানে যেকোনো ছবি ফটোশপে open করি। তারপর ctrl+j অথবা Layer menu থেকে Duplicate layer এ ক্লিক করে ছবিটির আরও একটি লেয়ার তৈরি করি।

এবার ctrl+i চেপে ছবিটি ইনভার্ট করুন।

এখন blending options থেকে color সিলেক্ট করুন। ছবিটি এখন ঠিক নিচের মত দেখতে হবে।

দ্বিতীয় ধাপঃ
এবার layer menu থেকে New Adjustment Layer থেকে Channel mixer সিলেক্ট করে Output Channel এ red সিলেক্ট করে নিচের ছবির মত সেটিংস দেই।

আবার blue সিলেক্ট করে নিচের ছবির মত সেটিংস দেই।

এবার Green সিলেক্ট করে 100 দিয়ে ok করি।

তৃতীয় ধাপঃ
আবারও layer menu থেকে New Adjustment Layer থেকে Hue/Saturation open করে  এ red সিলেক্ট করে নিচের ছবির মত সেটিংস দেই।

চতুর্থ ধাপঃ
layer menu থেকে New Adjustment Layer থেকে Photofilter open করে সিলেক্ট করে নিচের ছবির মত সেটিংস দেই।

পঞ্চম ধাপঃ
এবার Image menu থেকে Apply image সিলেক্ট করে ok করুন। এখন ctrl+m চেপে channel blue সিলেক্ট করে কার্ভটি বাড়ালেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ইফেক্ট।

টিউটোরিয়ালটি মিডলেবেল ফটোশপারদের জন্যে।
- ফটোশপার ভাই

এটি একই সাথে সামুতেও প্রকাশিত

Level 0

আমি Aritro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি বিগেনার কেন জানি হল না, আমারটা ফটোশপcs6 ।

    Level 0

    @সার্চ ইঞ্জিন: আমি এইটা Photoshop CS6 দিয়েই করেছি এবং এটি ফটোশপের যে কোন ভার্সনেই সম্ভব। তবে একটা কথা এই টিউরিয়ালটি বিগেইনারদের জন্যে নয়, এটি মিডলেবেলদের জন্যে 🙂 তাও আবার চেষ্টা করতে পারেন আরো সহজ করে লেখার চেষ্টা করব 🙂

Level 0

@bdreal: ভাই আপনাকে ধন্যবাদ

আজকাল দেখি সবাই ফটোশপের টিউটোরিয়াল করলে শুধু বিগেনারদের জন্য করে। তাই নেটে বাংলা টিউটোরিয়াল সার্চ দিলেই বিগেনার টিউটোরিয়াল পাওয়া যায়। আপনারটা দেখলাম প্রফেশনালদের জন্য। খুব আনন্দ লাগল। আপনার আরও টিউটোরিয়ালের অপেক্ষায় থাকলাম।

খুব ভাল লাগলো, আপনার কাজ দেখে। আশা করি সামনে আরও ভাল টিউন পাবো।