Photoshop এ মাত্র একটি কি চাপ দিয়ে তৈরী করে ফেলুন 3R পেজে Passport সাইজের ৪ কপি ছবি এবং নিজের ষ্টুডি এর নাম।(যাদের ষ্টুডিও আছে বিশেষ করে তাদের জন্য)

Photoshop এ কিভাবে Passport সাইজের ছবি করতে  কম বেশি সবাই জানেন কারন এটা নিয়ে আগেও একটা টিউন করা হয়েছে।

যারা নতুন, Passport সাইজের ছবি বানাতে পারেন না তারা এই টিউনটি দেখতে পারেন।


PhotoShope এ তৈরী করুন আপনার Passport সাইজের ছবি

আজকে আমরা দেখবো কিভাবে Photoshop এ কি-বোর্ড এর যেকোন একটি কি চেপে নুতন Passport সাইজের ছবি 3R পেজ এ অটোমেটিক সাজানো যায়।

এতে লাভ কি?

যাদের ষ্টুডিও আছে হইতো তাদের অনেক লাভ।কারন এতে করে তাদের অনেক সময় বাচবে।এবং ল্যাব এ প্রিন্ট করতে গেলে 3R পেজ এ সাজিয়ে নিয়ে যেতে হয়।

তবে চলুন দেখা যাক।

১. প্রথমে একটি ছবি আনুন।

২. এবার crope tool সিলেক্ট করে Width-1.6, Height-2, এবং Resolution-300 করে দিন।এটা Passport সাইজের মাপ অনেক এ 1.6/1.8/300 দেই।আপনি যেইটা দেন সেইটা দিন।

৩. এবার action এ ক্লিক করুন।যদি আপনার photoshop এ action box  না থাকে তবে  window মেনুতে ক্লিক করে action এ ক্লিক করুন তবে action box  চলে আসবে।এবার action ক্লিক করার পর create new action এ ক্লিক করতে হবে।এবার একটি box আসবে সেই খানে name  এ আপনার ইচ্ছা মত নামদিন।আর আপনি কোন কি চাপ দিয়ে কাজটি করতে চান তা সিলেক্ট করুন।আমি f4 সিলেক্ট করলাম।এবার record এ ক্লিক করুন।

৪.এবার crop সিলেক্ট করুন আপনার ছবিতে যান মাউস পয়েন্টার এর সাহায্যে আপনার ছবি কতটুকু রাখবেন তা সিলেক্ট করে Enter চাপ দিন।

৫. মনে রাখবেন এখন photoshop এ অন্য কোন কাজ করবেন না কারন আপনি যা করছেন তাই record হচ্ছে।

কি-বোর্ড এর Ctrl+N চাপ দিন।নতুন পেজ আনার জন্য।নতুন পেজ আসলে Width-3.5, Height-5, এবং Resolution-300 করে  এবং Width এর পাশে যদি pixcls দিয়া থাকে তবে সেইটা inches করে দিন এবার ok তে ক্লিক করুন।তাহলে নতুন পেজ চলে আসবে।

৬.এবার আগের ছবিটি তে যান এ এবং ctrl+A দিয়ে সব সিলেক্ট করুন।এবার নতুন পেজ এ এসে ctrl+V চাপুন তাহলে একটি ছবি চলে আসবে সেই টাকে move টুল এর সাহায্যে সরান move tool আনতে কি-বোর্ড থেকে শুধু V চাপ দিন।এবার ছবিটি এক কোনায় নিয়ে যান কারণ এখনো ৩টি ছবি আনতে হবে।

৭. আবার ctrl+V এবং ছবিটি কে সাজান এই ভাবে আরো দুটি ছবি আনুন ctrl+V চেপে। নিচের ছবির মত করে সাজান।

৮.এবার যাদের ষ্টুডিও আছে তাদের অনেক সময় ছবিটির সিরিয়াল ছবিটির নাম এবং তাদের ষ্টুডিওর নাম দিতে হয়।এইসব দেয়ার জন্য এবার Horizontal Type Tool সিলেক্ট করে নতুন ছবিটি তে যান এবং যেইটুকু ধরে লিখবেন তা সিলেক্টকরুন।

৯.এবার আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে Enter চাপ দিন।এরপর stop recording এ click করুন বাস খেল খতম।  😀

এবার নতুন একটা ছবি আনুন এবং  Background ও যা যা কাজ করার আছে করুন এবার Passport সাইজের মাপ দিয়ে আপনার সেটকৃত কি যেমন আমি F4 দিছিলাম,, তাই চাপ দিন এবং দেখুন কি হয়।

Photoshop দিয়ে  3D কিছু বানাতে চাইলে এই টিউন টি দেখতে পারেন

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এতো নাইস টিউন…। ভালো লাগল ভাই, ধন্যবাদ

Level 0

vai sobar jonno 1ta onurodh..photoshop konta use hocce tar name ta plz bolben.tahole amr moto new user ar jonno onek upokar hobe…tnx…

হুম, জোস হয়েছে! সুন্দর করে গুছিয়ে লিখেছেন। অনেকেরই উপকারে আসবে। তবে ফটোশপের এ্যাকশন সম্পর্কে সবাই তেমন একটা অবগত না! আর এ নিয়ে বিস্তারিত কোন টিউনও হচ্ছে না। ভাবছি এটা নিয়ে একটা টিউন করবো….

ভালো হয়েছে। চালিয়ে যান।

যারা নতুন, Passport সাইজের ছবি বানাতে পারেন না তারা এই টিউনটি দেখতে পারেন।

SUMONSOPNO ভাই, এখানে কোন লিঙ্ক দেয়া নেই। একটু দেখবেন কি?
ধন্যবাদ আপনাকে।

PROBLEM: i’m using adoBE pho cs6 ex…after doing my job(with any photo), i save it in my folder in form(jpg / psd)…then i go to my folder& open it…problem is here…this photo not open, it show me empty file…what can i do now?…help me pls…

Level New

@arif01 ভাইয়া আমি adobe photoshop cs ব্যবহার করে কাজ করছি আর আপনি পুরাতন বা নিউ যেকোন ভার্সন দিয়ে কাজ করতে পারনে সব ই একই।

Level New

@জাহিদ হাসান ভাইয়া আমি চেক করলাম কিন্তু লিং টা তো দেয়া আছে।

Level New

@robiul awal robi আপনার প্রবলেম কি বুঝলাম না অনেক সময় photoshop এ উল্টাপাল্টা সেটিং এর জন্য এই সব সমস্যা হতে পারে।photoshop এমন একটা জিনিস যার ফরম্যাট ওই রকম ই থাকে।remove করে setup দিলে ও যায় না। dobe photoshop cs এটা ব্যবহার করে দেখতে পারেন যদি কিছু হয়।

Level New

w/c

Level 0

ভাই জান অনেক ধন্যবাদ আপনাকে। এই পোষ্টটিই আমি খুজতেছিলাম।

Level New

ধন্যবাদ ।ভাই তাইলে খুশি হয়ে দুইটা টাকা দিয়েন 😀

ভালো টিউন।ধন্যবাদ।

Level 0

অনেকদিন ধরে এটাই খুজছিলাম । কী বলে যে ….ও আচ্ছা –ধন্যবাদ ।