ফটোশপ ব্যবহারকারীদের ১০ টি সাধারন ভুল…

সবাই কেমন আছেন ? আশা করি ভাল ।
আমিও ভাল আছি । আমি আজ যে টিউনটি করব সেটা অনেকের জানা থাকতে পারে ।
তবুও আমি মনে করি এটা অনেকের কাজে লাগবে ।
নিচে ফটোশপ ব্যবহারকারীর ১০
টি সাধারন ভুল উল্লেখ করা হলঃ
১। Magic Wand-এ ব্যবহার
অনেক নতুন ব্যবহারকারীরা (সিলেক্ট
করতে) ম্যাজিক ওয়ান্ড ও ম্যাগনেটিক
লেসো টুল ব্যবহার করে । অথচ পেন টুল
ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই এর
চেয়ে বেশি সুবিধা পাওয়া সম্ভব ।

২। টেক্সট কপি:
অনেকেই Image
হিসেবে কপি করে বা রাস্টার ইমেজ
ব্যবহার করে যা জুম করলে ফেটে যায় ।

৩। গ্রাডিয়েন্টের ব্যবহার
আমি নিজে অনেককেই
দেখেছি যারা হরেক রকমের
রং নিয়ে গ্রাডিয়েন্ট
বানিয়ে ডিজাইনে ব্যবহার
করে যা মোটেও দৃস্টি-নন্দন নয় ।
প্রায়
কাছাকছি রং এবং হালকা থেকে গাঢ়
করে ২-৩ টি রংঙের গ্রাডিয়েন্ট
নিয়ে কাজ করলেই সুন্দর হয়।

৪। কালো রং এর ব্যবহার;
সুন্দর
ব্যবহারের জন্য C=90, M=60, Y=30,
K=100, রাখুন । দেখুন কেমন হয়।
৫। ফিল্টারের মাত্রাতিরিক্ত
ব্যবহার
অনেক মাত্রাতিরিক্ত
ফিল্টার ব্যবহার করে ছবির
মৌলিকত্ব হারায়।

৬। ফটোশপে লগো বানানো;
ফটোশপে লগো বানানোর চেস্টা বাদ
দেয়া ঊচিত । ইলাস্ট্রেটর ব্যবহার
করুন ।

৭। ৩০০পিক্সেলের কম রেজুলেশন
প্রিন্টের কাজ করা;

অনেকেই 72 পিক্সেলের
ছবি নিয়ে পিন্ট করার
কাজকরে দেখেছি ।
যেটা আপনাকে ভাল মানের
ছবি দিবে না।

৮। Slortcut না জানা;
আপনি যে প্রোগ্রামেই কাজ করুন
না কেন আপনাকে Shortcut
গুলো জানতে হবে তা না হলে অনেক
সময় অপচয় হবে। ফটোশপের
ক্ষেত্রে অনেক
বেশি সমস্যা হতে পারে । সময় অপচয়
হয় আরও বেশি।

৯। Layer ও Folder ব্যবহার না করো;
নতুন ব্যবহারকারীরা Layer ও
Folder ব্যবহার না করায় অনেক
সমস্যায় পড়ে।

১০। Guide gridএর সুবিধা না নেয়া;
Guide ও Gridএর
মাধ্যমে লেয়ারকে সহজেই সুবিধাজনক
যায়গায় বাসানো যায় অথচ অনেকেই
এ কাজটি করতে আলসতা করে।
ভাল লাগলে কমেন্ট করবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

দারুণ

Level 0

হু, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে বেশির ভাগ লোকই রঙ নিয়ে বেশি ছড়াছড়ি করে।

Level 0

টিউটোরিয়াল বিডি তে অনেক আগে পড়েছিলাম। পুরাই কপি পেস্ট।

Level 0

Nayan bhai, tune ta valo hoise. Bhai, apnar sathe ki ektu jogajog kora jabe….?? Amar email id [email protected].

Level 0

100% true i have those problem, thanks brother