মোবাইল দিয়েই গ্রাফিক্স ডিজাইনার হোন: ক্যানভা ফ্রি কোর্স!

আমরা অনেকেই অনলাইনে সুন্দর ডিজাইন দেখে মুগ্ধ হই – হতে পারে সেটা কোনো আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া টিউন, একটি ব্যবসার লোগো, কিংবা দারুণ কোনো ব্যানার। আমাদের মনেও তখন প্রশ্ন জাগে, "ইশ, আমিও যদি এমন ডিজাইন বানাতে পারতাম!" কিন্তু অনেকেই হয়তো ভাবেন, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কম্পিউটার লাগবে, দামি সফটওয়্যার লাগবে, আর অনেক টাকা খরচ হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল!

 

জানেন কি, আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি দিয়েই আপনি হয়ে উঠতে পারেন একজন অসাধারণ গ্রাফিক্স ডিজাইনার? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার স্মার্টফোন দিয়েই! আর এই যাত্রায় আপনার সেরা সঙ্গী হবে ক্যানভা (Canva) অ্যাপ।

 

কেন ক্যানভা আপনার সেরা সঙ্গী?

ক্যানভা একটি অসাধারণ গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম যা ব্যবহার করা খুবই সহজ। এর ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এবং হাজার হাজার রেডিমেড টেমপ্লেট আপনাকে সহজেই যেকোনো ডিজাইন তৈরি করতে সাহায্য করবে – তা আপনি ডিজাইনে নতুন হোন বা অভিজ্ঞ। সবচেয়ে বড় সুবিধা হলো, ক্যানভার মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় আপনার ডিজাইন আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন।

 

আপনার জন্য সম্পূর্ণ ফ্রি ক্যানভা কোর্স!

আমি দেখেছি অনেকেই ক্যানভা শিখতে আগ্রহী, কিন্তু সঠিক দিকনির্দেশনা বা ফ্রি রিসোর্সের অভাবে পিছিয়ে যান। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি ক্যানভা কোর্স শুরু করব! এই কোর্সে আমরা একদম শুরু থেকে শিখব কিভাবে আপনার মোবাইল ব্যবহার করে ক্যানভা দিয়ে আকর্ষণীয় এবং প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করা যায়।

 

কোর্সে কী কী শিখবেন?

এই কোর্সে আমরা ধাপে ধাপে ক্যানভার খুঁটিনাটি বিষয়গুলো শিখব। এখানে কয়েকটি প্রধান বিষয় উল্লেখ করা হলো, যা আমরা কোর্সে শিখব:

 

ক্যানভা অ্যাপের সম্পূর্ণ ব্যবহার: কিভাবে অ্যাপটি ইন্সটল করবেন, এর প্রতিটি টুলস এবং অপশনের কাজ কী।

 

মোবাইলেই প্রফেশনাল ডিজাইন তৈরি: ব্যানার, টিউনার, ফ্লায়ার, প্রেজেন্টেশন, ইনভিটেশন কার্ড – সবই তৈরি করা শিখব।

 

সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় টিউন তৈরি: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থাম্বনেইল, লিংকডইন – সবকিছুর জন্য নজরকাড়া ডিজাইন।

 

লোগো ডিজাইন: আপনার ব্র্যান্ড বা ব্যবসার জন্য কিভাবে একটি সুন্দর লোগো তৈরি করবেন।

 

বিভিন্ন টেমপ্লেট ব্যবহার ও কাস্টমাইজেশন: ক্যানভার বিশাল টেমপ্লেট লাইব্রেরি থেকে নিজের পছন্দমতো টেমপ্লেট বেছে নিয়ে কিভাবে সেগুলোকে আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেবেন।

 

ছবি এডিট করা: ক্যানভার এডিটিং টুলস ব্যবহার করে আপনার ছবিগুলোকে আরও সুন্দর করে তোলা।

 

ফন্ট ও কালার প্যালেট নির্বাচন: ডিজাইনে সঠিক ফন্ট এবং রঙের ব্যবহার সম্পর্কে ধারণা।

 

এবং আরও অনেক টিপস ও ট্রিকস, যা আপনার ডিজাইনকে করে তুলবে আরও অনন্য এবং আকর্ষণীয়!

 

এই কোর্সটি কাদের জন্য?

এই কোর্সটি তাদের জন্য:

 

যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী কিন্তু কম্পিউটার নেই।

 

যারা নতুন কিছু শিখতে চান এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগাতে চান।

 

ছোট ব্যবসার মালিক বা উদ্যোক্তা যারা নিজেদের প্রচারের জন্য ডিজাইন তৈরি করতে চান।

 

শিক্ষার্থী বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা নিজেদের পোস্টগুলোকে আরও আকর্ষণীয় করতে চান।

 

এক কথায়, যারা মোবাইল ব্যবহার করে সহজে এবং বিনামূল্যে ডিজাইন শিখতে চান!

 

আপনার একটি 'আগ্রহী' টিউমেন্টের অপেক্ষায়!

সবচেয়ে দারুণ খবরটি হলো, এই কোর্সটি করতে আপনার একটি পয়সাও খরচ হবে না। এটি সম্পূর্ণ ফ্রি! আমি চাই আপনারা সবাই মোবাইলের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের এই দারুণ সুযোগটা কাজে লাগান এবং নিজেরাই চমৎকার সব ডিজাইন তৈরি করতে শিখুন।

 

তো, এখন প্রশ্ন হলো – আপনারা কি আমার সাথে এই নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত? আপনারা কি সত্যিই মোবাইল দিয়ে ক্যানভা শিখে একজন দারুণ ডিজাইনার হতে চান?

 

যদি আপনার উত্তর 'হ্যাঁ' হয়, তাহলে এখনই এই টিউনের নিচে 'আমি আগ্রহী' লিখে টিউমেন্ট করুন! আমি মাত্র ১০টি টিউমেন্ট দেখতে চাই। যদি আমি ১০টি 'আমি আগ্রহী' টিউমেন্ট পাই, তাহলে আমি দ্রুতই এই সম্পূর্ণ ফ্রি ক্যানভা কোর্স শুরু করে দেব।

 

আপনার একটি কমেন্টই আমার এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। তাই আর দেরি না করে এখনই টিউমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথেও এই পোস্টটি শেয়ার করুন, যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী।

 

আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের টিউমেন্টের জন্য! খুব শীঘ্রই দেখা হবে ক্যানভা কোর্সের প্রথম ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন!

Level 1

আমি ইফতেখার আহমেদ সম্রাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস