ব্লগার প্ল্যাটফর্ম – ব্লগস্পট

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

হাই, বন্ধুরা কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে ব্লগিং প্লাটফর্ম - ব্লগার নিয়ে কিছু কথা বলব। আপনারা সবাই ব্লগ লিখতে অনেক আগ্রহী। ব্লগ বানিয়ে টাকা উপার্জন করা আমার মত আপনার আর সবার অনেক দিনের স্বপ্ন। গুগলে সার্চ দিলে অনেক টিউন দেখবেন অল্পদিনে কিভাবে ব্লগ লিখে আপনি কিভাবে টাকা উপার্জন করবেন। বলা যতটা সহজ, করা কিন্তু তার থেকেও অনেক কঠিন। সাধারণত ব্লগ লিখে যদি উপার্জন করতে চান তবে আপনাকে অবশ্যই ৪ থেকে ৬ মাস সর্বনিম্নে অপেক্ষা করতে হবে। তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এত সময় যদি লাগে ব্লগ লিখবেন কেন? আপনার প্রশ্ন যদি এমন হয় তবে আপনার উচিত এসব এ অযথা এসবের পিছনে ছুটাছুটি না করা, কারণ এগুলোর পেছনে যে শ্রম দেওয়া দরকার সেটা দেবার মত মানসিকতা আপনার মধ্যে এখন ও তৈরি হয় নি।

আপনাকে নেগেটিভ কথা বলে মন ভেঙ্গে দেবার জন্য আমি এগুলো বলছি না। এগুলো বলছি যাতে আপনার উচিত মূল্যবান কোন কিছুর প্রতি সময় খরচ করা, আপনি করবেন যেটা আপনার ভালো লাগে।

আপনি ব্লগ তখনই লিখবেন যদি লেখালেখি করা আপনার শখ হয়। ব্লগ লিখতে গেলে আপনার টাকা উপার্জনের ইচ্ছা হলেও সেই ইচ্ছাকে সামনে রেখে আগাবেন না। তাহলে কিছুদিন পরেই আগ্রহ হারিয়ে ফেলবেন। এরপরের প্রশ্নে আসি, কেন ৪ থেকে ৬ মাসের অপেক্ষা। এটা বলার কারণ হল আপনার ব্লগটিকে গুনগত মান সম্পন্ন টিউন দিয়ে সাজাতে গেলে আপানার এই পরিমাণ সময় অবশ্যই লাগবে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য নয়। কারণ আপনি যদি এমন গুন সম্পন্ন টিউন লিখেন যেটা গুগল নিয়মিত ইনডেক্স করে তাহলে আপনি খুব সহজে রাঙ্কিং এ আগে চলে আসতে পারবেন।

এখন আমি আমার মূল বিষয়ে চলে আসি। কথা শুরু করেছিলাম ব্লগার কি? ব্লগার হল ব্লগ প্রকাশের একটি মাধ্যম যার দ্বারা আপনি চাইলে এক আইডি দিয়ে একের অধিক ব্লগ খুলতে পারবেন। যদিও সেটা না করাই আমার মতে ভালো। লিখবেন ভালো করে একটাই লিখবেন।

ব্লগারের প্রতিষ্ঠাকাল হল অগাস্ট ২৩, ১৯৯৯। প্রকাশনা প্রতিষ্ঠান হল Pyra Labs। প্রথম দিকে ব্লগারে ব্লগ খুলতে টাকা লাগলেও ফেব্রুয়ারী ২০০৩ এ গুগল অধিগ্রহণের পর এটি সর্বসাধারণের জন্য ফ্রী তে উন্মুক্ত করে দেওয়া হয়। আপানার একটি Gmail অ্যাকাউন্ট থাকলে আপনি ব্লগার থেকে আপনার পছন্দ মত একটি ব্লগ খুলতে পারবেন।

ব্লগারের সুবিধাঃ

১। এটি গুগলের একটি সার্ভিস হওয়াই আপনি খুব সহজে Webmaster র analytics ব্যবহার করে সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে সংযুক্ত করতে পারবেন।

২। কোন সমস্যা ছাড়া খুব সহজে ব্লগার থেকে ব্লগ খুলতে পারবেন। আপনার আগাম কোন প্রোগ্রামিং জানার দরকার হবে না। যেটা আপনার ওয়ার্ডপ্রেস করতে গেলে লাগবে।

৩। সাইটকে ফুল এস.ই.ও করার ঝামেলা থেকে বাঁচবেন কারণ এস.ই.ও এর অনেক কিছু আগাম ব্লগ Templete করা থাকে। শুধু আপনাকে টিউন লেখার সময় Keyword এর কথা মাথায় রাখতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস এ এগুলো করতে যান তবে আপনাকে সবকিছু প্রথম থেকে শুরু করতে হবে।

ব্লগারের অসুবিধাঃ

১। কিছু নির্দিষ্ট Templete।

২। আপনি আপনার মন মত আপনার ব্লগটিকে সাজাতে পারবেন না সীমিত Templete এর কারণে।
৩। আপনি আপনার ব্লগের একমাত্র মালিক নন।

৪। Google Policy অমান্য করলে গুগল আপনার আইডিসহ আপানর ব্লগ বিনা নোটিশে বন্ধ করে দেবার ক্ষমতা রাখে।

৫। ব্লগারের Gadgets অনেক সীমিত যেখানে ওয়ার্ডপ্রেস এ প্রচুর পাওয়া যায়।

কেন ব্লগার ব্যবহার করবেনঃ

আপনি যদি নতুন লেখালেখি করা শুরু করেন আর টাকা উপার্জন যদি আপনার প্রধান লক্ষ্য না হয় তবে ব্লগার দিয়ে ব্লগ খোলা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ খুব সহজে আপনি আপনার ব্লগকে রাঙ্কিং এ আনতে পারবেন বা আপনার সাইটকে আপনার CV র প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। কিন্তু তবে আপনি যদি প্রোফেশনাল ব্লগ লিখতে চান এবং সাথে সাথে টাকা উপার্জন যদি আপনার লক্ষ্য হয় তবে আমার উপদেশ হবে ব্লগিং প্লাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেসকে বাছাই করা। আপনি চাইলে ব্লগার থেকেও টাকা উপার্জন করতে পারবেন। এখানে লক্ষ্য রাখবেন যে, যখনই কোন টিউন লিখুন না কেন চেষ্টা করবেন অন্য কারও লেখা নিজের বলে না চালানো। অনেক সময় গুগল আপনাকে জানাবেও না বরং আপনার সাইটকে সবার নিচে নামিয়ে দিবে বা ভিজিটরদের অন্য কোন সাইটে নিয়ে যাবে। ব্লগের প্রচারে জন্য কখনও স্প্যাম মেইল পাঠাবেন না। আইডি সাথে সাথে বন্ধ হয়ে যাবে।

আজকে আর নয়। অনেক বক বক করলাম। আশা করি পড়ে, কিছু ভালো লেগেছে অথবা কিছু জেনেছেন। এটুকু হলেই আমি খুশি হব। শেষ কথা ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন।

 

টিউনটি আমার ব্লগস্পট ব্লগ থেকে নেওয়া হয়েছে। যদি আপনি চান, আপনি পরিদর্শন করতে পারেন।

http://bdtechnologyzone.blogspot.com/

 

Level 0

আমি মাহমুদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস