
সার্চ ইঞ্জিন হিসেবে গুগল এখন শীর্ষে। প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই গুগলের মাধ্যমে সার্চ করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের প্রাইভেসি নষ্ট করার। এ কারণে অনেকেই গুগলের কব্জা থেকে বের হয়ে নতুন কোনো সার্চ ইঞ্জিনের ব্যবহারের দিকে মনোযোগী হয়েছেন। এ লেখায় থাকছে তেমন কয়েকটি সার্চ ইঞ্জিন।
১. কোয়ান্ট
(http://www.qwant.com)
২০১৩ সালে চালু হওয়া এ সার্চ ইঞ্জিনটির রয়েছে কয়েকটি ধরনের ভিত্তিতে সার্চ রেজাল্ট পাওয়ার বন্দোবস্ত (যেমন ওয়েব, সোশ্যাল নেটওয়ার্ক, নিউজ ইত্যাদি)। এতে একটি পাতাতেই অনেক ধরনের সার্চের আমেজ পাওয়া সম্ভব। সম্প্রতি এর নতুন ভার্সন চালু হয়েছে। এ সার্চ ইঞ্জিনে ইন্টারনেট ফিল্টার করা হবে না এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
২. ডাকডাকগো (https://duckduckgo.com)
প্রাইভেসি ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি নিয়ে এসেছে ডাকডাকগো সার্চ ইঞ্জিন। এটি তাদের তথ্যের জন্য বিং, ইয়াহু বা উইকিপিডিয়ার মতো সাইটের সাহায্য নেয়। তবে ব্যবহারকারীদের আইপি ঠিকানা বা অনুরূপ কোনো বিষয় সংগ্রহ করা হয় না। এ কারণে ব্যবহারকারীরা এতে নিশ্চিন্তে সার্চ করতে পারেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩. আইএক্সকুইক (https://ixquick.com)
ডাকডাকগোর মতোই বিভিন্ন ফিচার এনেছে আইএক্সকুইক সার্চ ইঞ্জিনটি। এটি নিজেদের বিশ্বের সবচেয়ে প্রাইভেট সার্চ ইঞ্জিন হিসেবে অভিহিত করেছে। এটি প্রায় এক ডজন সার্চ ইঞ্জিন থেকে তথ্য কাজে লাগায়।
৪. স্টার্টপেজ (https://startpage.com)
ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিনে সার্চকৃত তথ্য সংরক্ষণ কিংবা আইপি অ্যাড্রেস সংরক্ষণ করা হয় না স্টার্টপেজেও। তবে এ সার্চ ইঞ্জিনটি প্রধানত গুগলের সার্চ রেজাল্টের ওপর নির্ভরশীল।
এছাড়াও আরো কিছু ভালো সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন: দেখতে এখানে ক্লিক করুন
আমি আসাদুজ্জামান আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for your valuable information…………