ডিজিটাল‬ পদ্ধতিতে মিলের হিসাব কর,আর জীবনকে করে তোলো অতি সহজ।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দুআই ভালো আছি।
এবার আশা যাক আসল কথাই, স্টুডেন্ট লাইফে আমরা সবাই মেসে থেকেছি।সেই সময় মিলের হিসাব করা খুব কঠিন কাজ ছিল।এখন যুগ হল স্মাটফোনের যুগ।তাই আমরা এই জটিল কাজটি অনাআসে করতি পারি।আপনাদেরকে আমি বিনামূল্য এই ফর্মামুলাটা তৈরি করে দিব।আপনি ইচ্ছা করলে এখন থেকে মিলের সব হিসাব কাগজ-কলম ছাড়া করতে পারবেন।
এজন্য আপনার যা যা প্রয়োজন:
১.একটি স্মার্ট ফোন
২.গুগল সিট ও
৩.জিমেইল অ্যাকাউন্ট।

ব্যবহারবিধি :
১.প্রথমে গুগল প্লে স্টোর থেকে google sheet সফটওয়ারটি download করুন।
২.তারপর সফটোয়্যারটি ওপেন করুন।
৩.share with me তে ক্লিক করুন।
৪.Name এর জায়গায় বর্ডারের নাম বসাবেন।
৫.Fund এর জায়গায় বর্ডারের টাকার পরিমান বসাবেন।
৬.B.Cost এর জায়গায় বাজার খরচ বসাবেন।
৭.তারপর বের হয়ে যান,অটো সেভ হয়ে যাবে।

সুবিধা:
১.কোন খাতা- কলম লাগবে না।
২.অটো আপডেট দিবে।
৩.সবাই তাৎখনিক মিলের হিসাব দেখতে পাবে।
৪.ইচ্ছা করলে ওয়েবসাইট এ অটো আপডেট করা যাবে।
৫.মিলের হিসাব করা লাগবে না।
৬.নিরাপত্তা ব্যবস্থা খুব শক্তিশালী।
৭.একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন।
৮.গুগল ড্রাইভে সেভ করতে পারবেন।
৯.ডিলিট হওয়ার কোন সম্ভাবনা নেই।
১০.পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
১১.অনলাইন ও অফলাইন ব্যবহার করতে পারবেন।
১২.যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন।

ভালে থাকবেন আজ এইটুকু।
বি:দ্র:কেউ যদি সফটওয়ারটি নিতে চান,তাহলে আমাকে কল করুন।

মাই কন্ট্রাট নম্বর-০১৭১৭০৩৬০৮৯

এছাড়া ফেসবুক তে http://www.fb.com/sohel2011

ডেমো দেখতে- https://docs.google.com/spreadsheets/d/13QbA8KwfcZzBrZqxFV8p_o9ye9qncfoZoR87qJ6z0Q8/edit?usp=sharing
Web link-http://mealbd.tk/

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ALLAH IS ALMIGHTY


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ডেমো থেকে ডাউনলোড করা এক সেকেন্ডের ব্যাপার…… হা হা হা!!!