ফেসবুক, টুইটারের পর এবার জেনে নিন গুগল সম্পর্কে অজানা তথ্যাদি! হতে পারেন অন্যদের মত আপনিও বিমোহিত!!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

السلام عليكم আসসালামু আলাইকুম।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনে টিউন। গত কালকের পর্বের আলোচনা করে ছিলাম টুইটার সম্পর্কে। তো আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি গুগল সম্পর্কে।বন্ধুরা আপনারা হয় তো টিউন টাইটেল দেখে ভয় পেয়েছেন। কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নাই কেননা আপনারা সকলে গুগল সম্পর্কে আগ থেকে কম আর জানেন। আপনারা যারা ইন্টারনেট নিয়ে সর্বদা কাজ করে থাকেন। আমরা সহজে বুঝি গুগল হলো একটা বৃহৎ সার্চ ইঞ্জিন।ইন্টারনেট ব্যবহারকারীরা সকলেই গুগল এর সাথে পরিচিত।বর্তমানে বিশ্বে যতগুলো সার্চ ইঞ্জিন আছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনহলো Google।

গুগল কি?

বর্তমানে গুগলকে ইন্টারনেট এর রাজা বললেও কম হবে।যুক্তরাষ্ট্রের  ক্যালিফোর্নিয়ার মাউনটেইন ভিউ শহরে অবস্হিত গুগলের প্রধান কার্যালয়।মানুষের কাছে তথ্য সহজলভ্য করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিশ্বের এই জনপ্রিয় প্রতিষ্ঠানটি।গুগল একসঙ্গে এত বিষয় নিয়ে কাজ করে যে সবকিছুর হিসাব রাখাই কঠিন। আসলে কথাটি সত্য। কিন্তু এর বাহিরে আরো অনেক তথ্য গোপন থেকে যায়। তথাপি গুগলের ইতিহাস থেকে শুরু করে যাবতীয় খুঁটি নাটি বিষয়গুলো যদি বিশ্লেষণ করে লেখা হয় তাহলে তা একটি পান্ডুলিপি হয়ে যাবে। গুগল কর্তৃক রিলেটেড অনেক প্রযুক্তি আছে যেমনঃ ইমেল, ইউটিউব, গুগল ড্রাইভ, আর এসএস ফিড, ব্লগ স্পট, এডসেন্স ইত্যাদি। মূলত গুগলের যিনি ১ টি জিমেইলের অধিকারী তিনি উপরোক্ত সব সুবিধাই ফ্রিভাবে পেয়ে থাকেন।

  • প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা

গুগলের প্রতিষ্ঠাতা হলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।প্রতিনিয়ত নতুন সেবা,নতুন পণ্য দিয়ে বিশ্বে নিজেদের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে গুগল।বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্হান করেছে সুদৃঢ়।এছাড়া বিভিন্ন কোম্পানী কিনে এবং অংশীদারিত্ব নিয়ে নিজেদের বহুমুখীতা সমৃদ্ধ করছে।তাইতো সার্চ এর পাশাপাশি ই-মেইল,ভিডিও শেয়ারিং,সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে গুগলের সেবা রয়েছে। গুগলের ওয়েবসাইট অনুযায়ী,গুগলের মূল লক্ষ্য হচ্ছে ''বিশ্বের যাবতীয় তথ্য সুবিন্যস্ত করা এবং সেগুলো সর্বসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা''।সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে নিজেদের আকার ও উপযোগীতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে।

গুগলের  বাছাইকৃত কিছু চমকপ্রদ তথ্যদি উপস্থাপন

  • শেয়ার ও অর্থ সংক্রান্ত তথ্যবলী

২। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর এক বন্ধুর গাড়ির গ্যারেজে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে গুগলের যাত্রা  শুরু হয় তখন দুই বন্ধুর টাকা ছাড়াও এই সময়ে তাঁদের  পাশে দাঁড়ান সান মাইক্রো সিস্টেমের সহ-প্রতিষ্টাতা এন্ডি বেথটোশেইম।কোম্পানী হওয়ার আগেই তিনি পেজ আর ব্রিনকে এক লাখ ডলার দেন।পরের বছর জুন মাসে দুটি ভেঞ্চার ক্যাপিটেল কোম্পানি গুগলকে আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার বিনিয়োগ করে।আর ২০০৪ সালে ৮৫ ডলারে গুগল শেয়ার বাজারে তাদের শেয়ার ছেড়ে দুই হাজার ৩০০ কোটি ডলার জোগাড় করে।

৩। ২০০৪ সালে সার্চ ইনডেক্স নম্বর ৬০০ কোটির সীমানা অতিক্রম করে,যেখানে ৪২৮ কোটি ওয়েবসাইট ও ৮ দশমিক ৮ কোটি ছবি ছিল।প্রথমে অর্কুট নামে চালু করা হয়।এপ্রিলের ১ তারিখে জি-মেইল চালু হয়।তবে সে সময় অ্যাকাউন্ট তৈরী করতে হলে অন্য ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পেতে হতো।শেয়ার বাজারে গুগল তার শেয়ার ছাড়ে।বিশ্বের বিভিন্ন স্হানে গুগল তার অফিস চালু করে।

৪। শেয়ারমূল্যের দিক থেকে মাইক্রোসফটকে পেছনে ফেলেছে গুগল।বর্তমানে গুগলের মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২৪৯.১ বিলিয়ন মার্কিন ডলার আর অন্যদিকে মাইক্রোসফট এর শেয়ারমূল্য ২৪৭.২ বিলিয়ন মার্কিন ডলার।অবশ্য দুটি প্রতিষ্টানই অ্যাপলের থেকে অনেক পিছিয়ে আছে।বর্তমানে অ্যাপলের মোট শেয়ারের মূল্য ৬১৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।সার্চ ইঞ্জিন,অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ইউটিউব এর মাধ্যমে বাজারে নিজেদের শেয়ারমূল্য অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে গুগল।

৫। জুন ২০০০ সালে গুগল বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন হিসাবে পরিচিতি লাভ করে।

৬। জুন ২০০৬ সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী গুগল কে VERB হিসাবে যুক্ত করে।

৭। সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরুর পর গুগল কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।শুরুতে সার্চ ইঞ্জিন হিসেবেই বিশ্ববাসীর কাছে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে গুগল।১৯৯৮ সালে যাত্রা করা প্রতিষ্ঠানটি ২০০০ সালের জুলাই মাসেই ১০০ কোটি ওয়েবপেজের ইনডেক্স তৈরীতে সমর্থ হয়।২০১১ সালের মে মাসে প্রথমবারের মতো একমাসে ১০০ কোটি অনন্য ব্যবহারকারী গুগল ব্যবহার করেন।২০১২ সালে ''গুগল'' এর রাজস্ব আয় ছাড়িয়ে যায় ৫ হাজার কোটি ডলার। প্রথম গুগল প্রতি সেকেন্ডে মাত্র ৩০-৫০ টি পেজ এনালাইজ করতে পারত।কিন্তু এখন কয়েক মিলিয়ন।

  • গাণিতিক তথ্যবলী

৮। গুগলের Search Index এর আকার ১০ কোটি গিগাবাইটেরও বেশি।কেউ যদি ব্যক্তিগতভাবে এই তথ্য (Information) জমা রাখতে চান,তবে তাঁর এক টেরাবাইট(TB) আকারের এক লাখ হার্ডড্রাইভের দরকার হবে।গুগল সার্চ ইঞ্জিন অপারেটিং এর জন্য ১ বিলিয়ন সার্চ অনুসন্ধানের প্রেক্ষিতে ১ মিলিয়ন কম্পিউটার ব্যবহার করা হয় তাও আবার প্রতিদিন।

৯। প্রাথমিকভাবে পেজ এবং ব্রিন তাঁদের কোম্পানীর নাম রাখেন "ব্যাকরাব"।পরবর্তীতে এই নাম পরিবর্তন করে রাখা হয় "গুগল"। তবে আজ আমরা যেই গুগলকে চিনি ও জানি যদি ভুল না হতো তাহলে সেটি আজ আমাদের কাছে "GOOGOL" নামেই পরিচিত পেত।

১০। পরিকল্পনা গ্রহণের ঠিক পরের বছর অর্থাৎ ১৯৯৭ সালের ১৫ই সেপ্টেম্বর পেজ এবং ব্রিন গুগল ডট কম (Google.com) নামে একটি ডোমেইন (Domain) নিবন্ধন করেন।কিন্তু তাঁরা যেই ডোমেইনটি নিবন্ধন করতে চেয়েছিলেন সেটি না হয়ে ভুলবশঃত নিবন্ধিত হয় "Google" নামে।এ নিয়ে অবশ্য সে সময় তাঁরা খুব মনোকষ্টে ভুগেন।  "Google" শব্দের মানে যেটা দাঁড়ায় সেটা হলো এমন একটা অংক যেটা ১০ এর উপর একশ পাওয়ার! 10^100=10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000, 000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000. বতমানে গুগলে প্রতি সেকেন্ডে ২০ লাখেরও বেশি সার্চ হয়।

১১। স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ৫০ লাখ মাইল রাস্তার ছবি তুলেছে।শুধু গত বছর গুগল ২৪ টি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে।অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩ টি প্রতিষ্ঠান কিনেছে গুগল।

১২। গুগলের আরেকটি অন্যতম ভিডিও সেবা হচ্ছে ইউটিউব(Youtube)।ইউটিউবে প্রতিমাসে 600 কোটি ঘন্টারও বেশি ভিডিও দেখা হয়।গুগলে যখন কোনো বিষয়ে সার্চ দেওয়া হয় তখন আমরা খুবই দ্রুত ফল দেখতে পাই।কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফলাফল দেখানোর পূর্বে/আগে গুগল কমপক্ষে ২০০ টি বিষয় বিবেচনা করে,তবেই তা প্রদর্শন করে।

১৩। ২০১১ সালের ১লা ফেব্রুয়ারী গুগলে রেকর্ড সংখ্যক ৭৫ হাজার চাকুরীর আবেদন জমা পড়ে মাত্র ৬০০০ কোঠার প্রেক্ষিতে।

১৪। গুগলের হোমপেজে / প্রধান পাতায় অর্থাৎ  Google.com এ কোন বিজ্ঞাপন রাখা হয়না।যদি গুগল সেখানে বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ প্রকাশ করে তবে তার জন্য বিজ্ঞাপনদাতারা কমপক্ষে 10 মিলিয়ন ইউ.এস.ডলার দিত! গুগলের আয়ের ৯৯ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে।

১৫। বর্তমানে গুগলের মূল্য/দাম ৪০০ বিলিয়নেরও বেশি।কিন্তু ১৯৯৯ সালেই গুগলকে বিক্রি করে দিতে চেয়েছিলেন দুই প্রতিষ্ঠাতা।তখন দাম উঠেছিল মোট ১ মিলিয়ন ডলার!ভাগ্যিস শেষ পর্যন্ত মনে আর সায় দেয়নি ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের।

  • সাধারন তথ্যবলী

১৬। গুগল এর ভবিষ্যৎ পরিকল্পনাগুলি বেশ উচ্চাকাঙ্খী বলতে হয়।২০২০ সালের মধ্যে সারা পৃথিবীর প্রায় ১২৭ মিলিয়ন বই স্ক্যান করে নিজস্ব ডেটাবেইসে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে গুগল।তাছাড়া তাঁরা এমন একটি কম্পিউটার বানানোর চেষ্টা করছে,যেটি নিজেই প্রোগ্রাম লিখতে পারবে।বুদ্ধিমান কম্পিউটার বুঝি একেই বলে।

১৭। গুগল এর হোমপেজ দেখা যায় প্রায় ৯০টি ভাষায়।এর ভেতর কিছু অদ্ভুত ভাষাও আছে।যেমন জনপ্রিয় মুভি সিরিজ স্টারট্রেক-এ ব্যবহৃত "ক্লিংওন" ভাষা কিংবা দ্যা ম্যাপেট সিনেমায় ব্যবহৃত "বর্ক  বর্ক বর্ক " ভাষা।গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়।এক বিলিয়নের ওপর সার্চের অনুরোধ এবং প্রায় ২৪ পেটাবাইট ডেটা প্রক্রিয়াকরণ করে।

১৮। ২০০৭ সালে বিশ্বের প্রভাবশালী ফোবস ম্যাগাজিনে প্রকাশিত হয় ''আমেরিকাতে কাজের সেরা জায়গা গুগল'' নামক প্রতিবেদন। গুগলে একটি '' Chief Culture Officer'' পদ আছে।তাঁর কাজ হলো নতুন নতুন সংস্কৃতি তৈরী করা এবং গুগলের কর্মকর্তাদের সবসময় আনন্দে ও খুশিতে রাখা।

১৯। গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন টুইটারে তাঁদের প্রথম টুইট ছিলোঃ

I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010

যেটার মানে হলোঃ I'm Feeling Lucky এবং সেটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারী ২০০৪ সালে।

২০। গুগল এর সদস্যদের ডাকা হয় ''Googler" কিন্তু যখন কোন নতুন সদস্য যোগ দেয়,তাকে ডাকা হয় "Noogler"।1998 সালে স্ট্যানফোর্ডের PHD ছাত্র হিসেবে থাকার সময় পেজ এবং ব্রিন কাজ করছিলেন Digital Library Project নিয়ে।Page Rank Algorithm নিয়ে কাজ করার জন্য তাদের World Wide Web এ বেশ বড় পরিমাণের ডিস্ক স্পেসের দরকার ছিলো।কিন্তু তখন সবচেয়ে বড় হার্ডডিস্ক ড্রাইভের মেমোরি সাইজ ছিল ৪ গিগাবাইট (GB)।তাই তারা কম দামে লেগো সেট দিয়ে বানানো একটি কেবিনেটে ১০টি হার্ডড্রাইভের   সমাবেশ ঘটান।

সর্বশেষ

অালোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে  গুগলের গুরুত্বপূর্ণ তথ্যবলী সম্পর্কে ধারনা পেয়েছেন। টিউনটি ভাল লাগলে অন্য কোথাও শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোন বিষয় নিয়ে টিউন করার ইচ্ছা আছে। সুতরাং সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে।