গুগল থেকে ডোমেইন ! আপনিও নিতে পারেন।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

সবাইকে সালাম। কেমন আছেন? আসাকরি অনেক ভালো আছেন। আমি তেমন ভালো লিখতে পারি না, তবুও লিখার চেষ্টা করছি। যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

গুগল ডোমেইন সেবা এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। যখন গুগল ডোমেইন সেবা প্রথম শুরু করেছিল তখন শুধু USA এ ব্যাবহার করা যেত ইনভাইট এর মাধ্যমে।

গুগল ডোমেইন রেজিস্ট্রেশন সেবার সাথে আরও অনেক কিছু পাচ্ছেন। পাশাপাশি আপনি প্রাইভেট রেজিস্ট্রেশন সেবাটি ফ্রি পাচ্ছেন। এবং আরও পাচ্ছেন Gmail এ মেইল forwarding সুবিধা, ১০০ সাব ডোমেইন এর সাপোর্ট পাচ্ছেন, এবং ডোমেইন forwarding এর ফ্রী সুবিধা।

ডোমেইন এর দাম ১২$ এক বছরের জন্য। এছাড়া আপনি অতিরক্ত ফী দিয়ে গুগল এর পার্টনার Squarespace, Weebly, and Wix এই গুলো সুবিধা নিতে পারেন। এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন এর সহজ উপায়। তাছাড়া ব্লগার এর সুবিধা গুলো পাবেন এবং নতুন ডোমেইন নেম যুক্ত করতে পারবেন। ব্লগার এর সাথে লিঙ্ক করাও যাবে।

গুগল এর ডোমেইন সেবা সম্পর্কে কোম্পানিটি জানিয়েছে, তারা বেটা ভার্সন চালু করছে। যদি এতে ফিডব্যাক ভালো হয় তাহলে তারা আরও ভালো সেবা দিয়ে শুরু করবে। এই Beta ভার্সন টি ৬০ টি ডোমেইন দেয়া হয়েছে। পরীক্ষামূলক ভাবে তাদের অনেক ভালো গুনগত টেম্পলেট দেয়া হয়েছে এবং ভালো সার্চ টুলস এবং লিঙ্ক রেফার এর সুবিধা দেয়া হয়েছে।

আপনারা ও চেষ্টা করতে পারেন। গুগল থেকে ডোমেইন নিয়ে হয়েযান গুগল এর একজন ।

আগে পোস্ট করেছি ব্লগ পেকার এ

ধন্যবাদ

Level 0

আমি আমি সেই সাহাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ১ ডলারে কত টাকা?

Koi theika nibo ?

কোথায় থেকে নিবো? কিছুই তো বললেন না

@মসুদ রানা

আসলে আমি খুবই দুঃখিত । https://domains.google.com/about/index.html এখানে থেকে পাবেন । ধন্যবাদ ।

@limon

১ $ = ৭৭ +

Thank’s

লাগবে না