
অভিনন্দন ও শুভেচ্ছা। আসা করি সবাই ভালো আছেন। আমার দ্বিতীয় টিউনে সবাইকে স্বাগতম। ইউটিউব থেকে Subtitle সহ ভিডিও ডাউনলোড কিভাবে করা যায় আমরা তাই দেখব । আমি এখনও জানিনা এই ধরনের টিউন কেউ করেছেন কিনা। যদি করে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
ইউটিউব থেকে Subtitle সহ ভিডিও ডাউনলোড করার অনেক উপায় আছে এবং অনেকেই হয়ত কিভাবে ডাউনলোড করতে হয় টাও জানেন। আমি আজ আপনাদের জানাবো iSkysoft Free Video Downloader দিয়ে কিভাবে Subtitle সহ ভিডিও ডাউনলোড করা যায়। এখান থেকে iSkysoft Free Video Downloader টির ফ্রি ভার্সন ডাউনলোড করে নিন। ২৮ এমবি ফাইল টি Download করে ইনস্টল দিন। ইনস্টল দেবার পর সফটওয়্যার টি ওপেন করলে নিচের স্ক্রিন শট এর মত ইন্টারফেস দেখা যাবে।
এখন ইউটিউব থেকে যে ভিডিও টি Subtitle সহ Download করতে চান সেটি চালিয়ে দেবার পর তার লিংক টা এড্রেসবার থেকে কপি করে iSkysoft Free Video Downloader এ নিচের স্ক্রিন শট এর ১নং লাল আন্ডার লাইন এর ওপর Paste URL লেখাতে ক্লিক করুন। এরপর সফটওয়্যারটি লিঙ্কটির ভিডিও সার্চ করতে থাকবে। সার্চ করা হলে ভিডিওটি ডাউনলোড শুর হবে।
ডাউনলোড শেষ হলে যেখানে ভিডিও টি ডাউনলোড হয়েছে সেখানে দেখবেন ভিডিওটির সাথে একটি (.srt) এক্সটেনশন এর ফাইল ও ডাউনলোড হয়েছে। মনে রাখা দরকার, যে ভিডিও টি ডাউনলোড করবেন সেটিতে যে ডিফল্ট Subtitle সংযোক্ত থাকবে সেটাই ডাউনলোড হবে। তা সেটা এরাবিক ই হোক না কেন। এখন ভিডিও টি চালিয়ে দেখুন player এ subtitle দেখা যাচ্ছে।
উপরের স্ক্রিন শট এ ২, ৩ ও ৪ নং আন্ডার লাইন যোক্ত বাটন গুলো একটু ঘেটে দেখলে আরো অপসন পাবেন। যে গুলো ডাউনলোড করার জন্য উপকারী। আরো একটি কথা যেটা জানা খুব দরকার সেটা হলো যে ভিডিও তে cc অপসন থাকবেনা সেই ভিডিও ডাউনলোড করলে subtitle আসবেনা। আসা করি বোঝাতে পেরেছি। ভুল হলে ক্ষমা করে দিবেন সবাই। সবার সুভকামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।
আমি আবু তাহের জুয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vau kov valo hoese bangla Subtitle namno jave