ইউটিউব ভিডিও প্লেয়ার এ মাতৃভাষা বাংলায় সাবটাইটেল

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

অভিনন্দন ও শুভেচ্ছা। আসা করি সবাই ভালো আছেন। আমার প্রথম টিউন এ সবাইকে স্বাগতম। ইউটিউব ভিডিও প্লেয়ার এ মাতৃভাষা বাংলায় সাবটাইটেল কি ভাবে সেটিং করতে হয় তাই দেখব। আমি এখনও জানিনা এই ধরনের টিউন কেউ করেছেন কিনা। যদি করে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউটিউব ভিডিও প্লেয়ার এর নিচের দিকে কন্ট্রোল বার এর ডান দিকে cc ও সেটিংস অপসন আছে। (নিচের স্ক্রিন শট এ লাল বৃত্তের ভিতর খেয়াল করুন )

আমরা ইউটিউব ভিডিও প্লেয়ার এ কোনো ভিডিও প্লে করলে তার বাংলা সাবটাইটেল পেতে প্রথমে cc তে ক্লিক করব। cc তে ক্লিক করলে cc অপসন টি যে অবস্থায় ছিল তার চেয়ে বেশি উজ্জল হবে।
cc তে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট সাবটাইটেল ইংরেজী প্লেয়ার এ দেখা যাবে। এর পর সেটিংস অপসন এর ওপর ক্লিক করলে একটি পপআপ মেনু আসবে।(নিচের স্ক্রিন শট খেয়াল করুন )

এবার Subtitles/CC তে ক্লিক করার পর Translate Captions এ ক্লিক করলে একটি মেনু আসবে।
(নিচের স্ক্রিন শট এর মত )

এবার এই মেনু থেকে Bengali নির্বাচন করে ওকে দিয়ে দেখুন প্লেয়ার এ বাংলা সাবটাইটেল দেখা যাচ্ছে।
(নিচের স্ক্রিন শটটিতে দেখুন)

তবে যে সব ভিডিও তে cc অপসন আসবেনা সেই ভিডিও তে সাবটাইটেল কাজ করবে না।
আরো একটি বিষয় জানিয়ে রাখা দরকার তা হলো বাংলা সাবটাইটেল লেখা গোলো ভেঙ্গে ভেঙ্গে আসে। ভুল হলে ক্ষমা করে দিবেন সবাই। সবার সুভকামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।

Level 0

আমি আবু তাহের জুয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে যে কাজটি Google Translate দিয়ে করা হত । এখন তা Youtube দিয়েই করা যাবে । ধন্যবাদ

দারুন খুব ভাল লাগল ভাই

বাহ! কি সুন্দর ট্রান্সলেশন কোয়ালিটি! দেখেই মন ভরে যায়!

হায় আল্লাহ কি ট্রান্সলেসন কিচ্ছুই বুজবার পারতাসি না কিন্তু আইডিয়া টা ভালই ধন্যবাদ

সুন্দর লিখসেন

অনেক ধন্যবাদ

হাহা ভাল কিন্তু বাংলা ট্রান্সলেশন ত কিছুই বুজা যায় না।

ভাই চমৎকার আইডিয়া. কিন্তু ভাই আগে ইউটিউব থেকে ডাউনলোড করতাম সাবটাইটেল সহ হত এখন সাব টাইটেল সহ ডাউনলোড হইনা কিভাবে ভিডিও সাবটাইটেল সহ ডাউনলোড করব বলবেন প্লিজ

    @মোঃ আল আমীন: মোঃ আল আমীন ভাই আপনার কথা মাথায় রেখে একটা টিউন করলাম। যদি আপনার একটু ও ওপকার এ আসে তাহলে টিউন টি করা সার্থক হবে। টিউন টি করেই আপনার কমেন্টস এর রেপ্লাই দিলাম. ধন্যবাদ

যতটুকু বুঝলাম, আপলোডার যদি সিসি অপশনটা এনাবেল করে রাখে তাহলে এই সুযোগটা কাজে লাগানো যাবে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Thanks for tips