গুগলে ফ্রি পোর্টফোলিও সাইট খুলবেন কীভাবে? (লিখিত টিউটোরিয়াল)

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

ব্লগারের সাথে সাথে যারা গুগলের সাইটে নিজস্ব সাইট ডেভোলপ করতে চান, তাদের জন্য আজকের এই টিউন। আপনার নিজের জন্য এই সাইট খুব সহজে আপনি তৈরি করতে পারেন। পোর্টফোলিও সাইট হিসেবে এটা আপনার অনেক কাজে লাগতে পারে।

এবার তাহলে আসুন, দেখি কীভাবে গুগলে আপনার ফ্রি সাইট তৈরি করবেন।

  • প্রথমে আপনার GMAIL  একাউন্ট লগ-ইন করুন।
  • তারপর এই লিংকে যান, এখানে
  • তারপর CREATE অপশনে ক্লিক করুন।

এখান থেকে আপনার সাইটের নাম দিন। তারপর আপনার সাইটের এড্রেস চুজ করুন। তারপর সিলেক্ট থিম থেকে আপনার পছন্দমতো থিম সিলেক্ট করুন, সাইটের ডেসক্রিপশন দিন।

তারপর উপরে CREATE SITE এ ক্লিক করুন। আপনার সাইট তৈরি হয়ে গেল। এবার কাস্টমাইজেশন করুন নিজের মতো করে। কাস্টমাইজেশনের জন্য NEW PAGE এ ক্লিক করুন, আপনার ইচ্ছা মতো নতুন পেজ তৈরি করার জন্য।

তারপর সেটিং থেকে আপনার সাইটের টেমপ্লেট ও অন্যান্য কাজ কাস্টমাইজড করতে পারেন।

পোর্টফোলিও সাইট হিসেবে খারাপ হবে না, এই সাইটটা। তাছাড়া তৈরির পদ্ধতি তো দেখলেন খুবই সহজ। আপনার ইনফরমেশন দিয়ে তাহলে এখনি তৈরি করুন আপনার নিজস্ব গুগল সাইট।

শেষ করলাম আজ এখানে। আজ আমার ১০ নম্বর টিউন পাবলিশড হল। দোয়া করবেন আমার জন্য। আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও ওয়েব ডেভোলপিং ও টেকনোলোজি রিলেটেড মানসম্মত টিউন উপহার দিতে চাই।

সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

আর একটা কথা ব্লগার কিন্তু ব্লগিং সাইট, আর এই গুগল সাইট কিন্তু শুধু আপনার তথ্য দিয়ে তৈরি সাইট। এটা আপনি আপনার নিজের তথ্য জানানোর জন্য ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখছেন সরদার ভাই, আরো ভালো টিউন চাই।

    Level 2

    @রাহাতুল ইসলাম: ভাই ধন্যবাদ। চেষ্টা করছি, করবো।

ধন্যবাদ ,ভালো লাগলো।

    Level 2

    @amirhamza321: ধন্যবাদ ভাই। 😀

অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

    Level 2

    @ব্লগার ভাই: ধন্যবাদ।

আরো বিস্তারিতো লিখলে ভালো হতো।

    Level 2

    @মাহমুদ কলি।: পরে হবে ভাই, ধন্যবাদ।