দেখে নিন কিভাবে গুগল ইমেজ সার্চ দিবেন

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

গুগল এর বিভিন্ন ধরনের সার্চ পদ্ধতি আছে। এমন কিছু সার্চ পদ্ধতি আছে যা শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজাররা জানেন। আমি আজকে দেখাব কিভাবে গুগল ইমেজ সার্চ দিতে হয়।

আমরা হইত অনেকে অনেককে খোজার জন্য উঠে পড়ে লাগি। শত চেষ্টা করেই তাকে খুজে পাই না। গুগল ইমেজ সার্চ এমন একটি পদ্ধতি যা কিনা ইমেজ দ্বারা সার্চ করা যাবে। ফলশ্রুতিতে ওই ছবিটা যত জাইগাতে থাকবে সব জাইগার লিঙ্ক চলে আসবে। এরপর খুব সহজেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত বাক্তি বা জিনিস টি।

সর্ব প্রথম আপনি এই গুগল ইমেজ লিঙ্কে যান । এরপর দেখুন নিচের পেজের মত আসবে।

01এখন আপনি নিচের এই লাল চিহ্ন এর স্থানে ক্লিক করুন

01এখানে ক্লিক করলে ২ টা অপশন পাবেন একটি Paste Image URL আর একটি Upload an Image আপনি এই ২ টা থেকে যেকোনো একটি বেছে নিন। যদি ছবিটা অনলাইনে কোথাই থাকে তবে সেটার ইউআরএল টা Paste Image URL  এ দিন আর যদি ছবি কম্পিউটার এ সেভ করা থাকে তবে Upload an Image এ ক্লিক করুন। নিচের ছবিটা থেকে আরও ক্লিয়ার হয়ে নিন।

01যদি প্রথম টা দেন তাহলে ইউআরএল টা দেওয়ার পর সার্চ এ ক্লিক করুন। আর যদি ছবি আপলোড করেন তাহলে আপলোড হওয়ার সাথে সাথেই আপনার সার্চ রেজাল্ট দেখাবে। আমি একটি ছবি আপলোড করেছি এখন তার রেজাল্ট টা নিচে দেখুন।

01

এখন আশা করি আপনিও এই কাজটি সঠিকভাবে করতে পারবেন। এইভাবে গুগল ইমেজ সার্চ করে যে কোন ম্যাচিং ইমেজ আপনি পেয়ে যাবেন। যদি ওই ইমেজ টি অনালাইন এর কোথাও থাকে। আজকে তাহলে এই পর্যন্ত।

লেখাটি পূর্বে প্রযুক্তির আলো ব্লগে প্রকাশিত

ফেসবুক এ আমি হ্যারি পটার 

Level 0

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

valo laglo , chalia jan