চলুন যেনে আসা জাক গুগল ক্রম এর ইতিহাস

গুগল ক্রম হল ফ্রীওের ওয়েব ব্রাউসার। এটি ডেভেলপ করেছে গুগল।প্রথম দিকে এইটি বেটা ভার্সন হিসাবে বের হয়ে ছিল ফর মাইক্রোসফট উইন্ডোজ সেপ্টেম্বর ২০০৮ পাবলিক এর জন্য রিলিসিড করা হয়। জানুয়ারী ২০১২ সালে এইটির ইউজার সংখ্যা ২৫ থেকে ২৮ % বেররে যায়ে। গুগল ক্রম অনেক ফাস্ট একটি ব্রাউজার যেটির মাধ্যমে খুব সহজে ইউটিউব,ফেসবুক আরও ওয়েবসাইট অনাআসে ব্যবহার করা যায়ে।

২০০৮ সালে গুগল ক্রম কিছু সোর্স কোড অনেক বর ভাবে বাজারে রিলিসড করে থাকে এবং প্রোজেক্ট এর নামে দেয়া হয় ক্রমিয়াম। এই কোড গুলি থার্ড পারটি ডেভেলপারদের কে অনেক সাহায্য করে থাকে। গুগল আরও আসা করে থাকে যে, তাদের ব্রাউজার এডপ্ট করতে পারবে ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন। ক্রমিয়াম বাজারে রিলিসিড হয় বি এস ডি লাইসেন্স এর আন্ডার। অন্যান্য সোর্স কোড গুলি ছিল বিভিন্ন রকম লাইসেন্স এর আন্ডার এ । ক্রমিয়াম এর ফিচার গুলি অনেকটা গুগল ক্রম এর মতই।

সর্বশেষ ফেব্রুয়ারী ২০১২ গুগল বের করে বেটা ফর অ্যানড্রয়েড।

Level 0

আমি হাসান তানভীর মনসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

arektu bistarito likha uchit chilo.tobuo dhonnobad.