
জিমেইল (Gmail) একটি বিনামূল্যে ওয়েবমেইল, যার সার্ভিস দেয় google. জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। ইউ.কে. এবং জার্মানিতে এটি গুগলমেইল নামেই পরিচিত। মূলত জিমেইলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ১লা এপ্রিল ২০০৪. এ বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় ৭ই ফেব্রুয়ারি ২০১৭ এ। পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়।
শুরুতে ব্যবহারকারীদের জন্য জিমেইল বিনামূল্যে 1GB স্পেস দেয়। পরবর্তীতে তা ২ গিগা থেকে ৪ গিগাবাইট করা হয়। বর্তমানে বিনামূল্যে ব্যবহারের জন্য জিমেইল ব্যবহারকারীদের ১০ গিগাবাইট স্পেস দিচ্ছে যা ক্রমান্বয়ে বাড়ছে। এর পাশাপাশি ইচ্ছে করলে জায়গা বাড়ানোর সুযোগও দিয়েছে। এক্ষেত্রে ২৫ গিগাবাইটের জন্য মাসিক ২.৪৯ ডলার,১৬ টেরাবাইট স্পেসের জন্য মাসিক ৭৯৯.৯৯ ইউএস ডলার দিতে হবে। ২০১১ অক্টোবর পর্যন্ত জিমেইলের ব্যবহারকারী ২৬০ মিলিয়ন। ২০০৫সালের ১ এপ্রিল জিমেইলে প্রথম জন্মদিনে গুগল জিমেইলে স্পেস ১ গিগাবাইট করে।
কিন্তু Gmail এ register করতে প্রথম প্রথম কোন mobile number না লাগলেও বর্তমানে অনেকেই মোবাইল নাম্বারের অভাবে একাধিক gmail use করতে পারছেন না। সেই সমস্যা সমাধানে techbari24 এর এই টিউন করা হয়েছ। তবে এই টিউন টি শুধু তাদের জন্য, যারা আগে অন্য gmail account create করেছেন। কারণ পূর্বে থেকে account খুলতে না জানলে এই টিউন দেখে account খুলতে বেশ সমস্যায় পড়তে পারেন।
1st এ নিচের link এ প্রবেশ করুন।
https://accounts.google.com/SignUp
অথবা gmail.com এ পবেশ করে create an account এ ক্লিক করুণ।

first name আর last name এ এমন নাম use করুন, যা আপনার ধারণা মতে আর কেউ কখনো use করেনি। একদম uncommon type এর নাম।

user name, password, birthday অন্যান্য account এর মতোই স্বভাবিক ভাবেই লিখুন। birthday হিসেব করে ১৮ বছরের বেশি রাখুন।

gander select করুন। Mobile phoneএর input box touch ও করবেন না। email address স্বাভাবিক ভাবেই লিখবেন। তবে Email address এ number(1,2,3) না রাখাই শ্রেয়।[যদিও screenshot এ number use
করা হয়েছ।]

Location select করুন। আর সবকিছু একবার check করে নিন। Next step এ ক্লিক করুন।

Privacy and terms আসবে; “I AGREE” তে ক্লিক করুন।

সব কিছু ঠিকমত হলে Welcome page আসবে। Continue to Gmail এ ক্লিক করুন।

ব্যস, Create হয়ে গেল mobile number ছাড়া gmail account.
[মাঝে মাঝে তারপরও mobile number চাইবে। এক্ষেত্রে account information গুলো change করে try করবেন। আশা করি কোন problem face করতে হবে না। ধন্যবাদ ]
আমি হাবিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই যে ইস্খিন সর্ট দিয়েছেন সে গুলো দেখা যায় না?