কিভাবে মোবাইলের মাধ্যমে জিমেইলের পাসওয়াট উদ্ধার করা যায় তার পদ্ধতি।

আমরা আনেকেই গুগলের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি। আনেক সময় হয় যে মেইলের পাসওয়াট টি ভুলে গেছেন, কোন ভাবেই সেটা মনে করতে পারছেন না।আজ আমি আপনাদের দেখাব কিভাবে এই মেইলের পাসওয়াট টি মোবাইলের মাধ্যমে উদ্ধার করা যায় তার সহজ পদ্ধতি। যদি মোবাইল নম্বর যুক্ত থাকে তাহলে এই পদ্ধতিটি কাজ করে। যদি মোবাইল নম্বর যুক্ত না থাকে তাহলে এই পদ্ধতি কাজ করবে না।

প্রথমে জিমেইলের লগিন পেজে যাওয়ার পর মেইল টাইপ করে ” নিড হেল্প” এই লেখাতে ক্লিক করতে হবে। এর পর যে পেজ আসবে সেটা থেকে ”আই ডু নট মাই পাসওয়াট ”এটাতে ক্লিক করলে মেইল লেখার একটি ঘর আসবে, ঐ ঘরে যে মেইলের পাসওয়াট ভুলে গেছেন সেই মেইলটি লিখে কনটিনিউ করতে হবে। এরপর সর্বশেষ পাসওয়াট মনে আছে কিনা সেটা লেখার জন্য একটি ঘর আসবে। ঐ ঘরটি ফাঁকা রেখে ”আই ডু নট নো” এটাতে ক্লিক করতে হবে। এরপর আপনার যে মোবাইল নম্বরটি যুক্ত করা আছে সেটার শেষের তিন সংখা দেখাবে। এবং দুটি আফসন পাওয়া যাবে। একটি এসএমএস ও অন্যটি ভয়েস কলের মাধমে কোড যাবে। যে কোন একটি সিলেক্ট করে কনটিনিউ দিলে আপনার মোবাইলে একটি কোড যাবে আর কোড লেখার একটি ঘর পাওয়া যাবে। ঐ ঘরে কোড দিয়ে কনটিনিউ করলে নুতন পাসওয়াট যুক্ত করার ঘর পাওয়া যাবে। এই ঘরে নুতন পাসওয়াট দিয়ে কনটিনিউ করলে নুতন পাসওয়াট সেট হয়ে যাবে।

এটা যাতে সহজইে সকলে করতে পারে এজন্য আমি আপনাদরে জন্য একটি ভডিওি তরৈি করছি।এটি দেখার জন্য এখানে ক্লিক করেন।

কোন প্রকার ভুল ত্রুটি হলে আসাকরি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আর দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে নুতন নুতন কিছু নিয়ে হাজির হতে পারি।

Level 3

আমি মো মনজুর মোরশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা তো সহজ। সবাই। পারে।। কিন্তু জিমেইলে নাম্বার add. ব্যাতিত।।।

যে জিমেইল। একাউন্ট sing up. করা হয়। পারলে সেটার password ভুলে গেলে সেটার। password. recovery

process টা করে দেখান।।।।