এখন থেকে আপনার সকল জিমেইল আইডির ইমেইল আসবে একটি জিমেইল আইডিতে !

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আশাকরি সকলে ভালো আছেন। অনেক দিন পর লিখতে বসলাম শিরনাম দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করবো। আপনাদের যাদের আনেক গুলো ইমেইল আইডি আছে, সকল ইমেইল আইডিতে লগইন করে ইমেইল চেক করা ঝামেলা এবং অনেক সময়ের ব্যপার যদি এমন হয় যে আপনার যে কোন একটি ইমেইল আইডিতে লগইন করে আপনার ইনবক্স এ সকল ইমেইল আসবে। হ্যা জিমেইল আইডিতে এমন আপশন আছে যারা যানেন না তাদের জন্য দেখাচ্ছি কিভাবে করবেন।

প্রথমে আপনার যে জিমেইল আইডিতে এই সার্ভিসটা চালু করতে চান সেই জিমেইল আইডিতে লগইন করেন তার পর নিচের ধাপ গুলো ফলো করেন।

এবার ইনবক্স এ ক্লিক করুন এবং ডান পাশে Settings  আইকোনে ক্লিক করুন নিচে Settings এ ক্লিক করুন। নিচের মতো

এর পর নিচের মতো আসবে

এখন আপনাকে যা করতে হবে তা হল দেখুন Forwarding and POP/IMAP আছে সেখান এ ক্লিক করুন। নিচের মতো।

এখন Forwarding and POP/IMAP ক্লিক করার পর নিচে দেখুন Add forwarding address নামে একটি মেনু আছে ক্লিক করুন। ক্লিক করলে নিচের মতো একটি উনডো অপেন হবে আসবে।

এখন উপরের মতো আসবে আপনি যে ইমেইল আইডির ইমেল এই আইডিতে আনবেন এখানে সেই ইমেইল আইডিটা দিয়ে Next ক্লিক করুন নিচের মতো।

 

এবার ইমেইল আইডি দিয়ে Next ক্লিক করার পর নিচের মতা আসবে।

এবার এখান থেকে Proceed ক্লিক করার পর নিচের মতা আসবে।

এবার ok ক্লিক করুন, ok ক্লিক করলে আপনি যে ইমেইল আইডিটা সাবমিট করলেন সেই ইমেইল আইডিতে একটি ইমেইল যাবে, ইমেইলে একটি কোড যাবে কোডটি ঐ ইমেইল আইডি থেকে কপি করে নিচের মতো ফাকা ঘরে পেষ্ট করে Verify এ ক্লিক করুন।

Verify এ ক্লিক করার পরে নিচের মতো আসবে।

এখন আপনার ইমেইল Forwarding Disable আছে Enable করতে চাইলে Forward a copy of incoming mail to টিক দিয়ে নিচে Save Change এ ক্লিক করুন। তাহলেই ইমেইল Forwarding Enable হয়ে গেল। নিচের মতো

আবার যদি আপনি চান ইমেইল Forwarding Disable করবেন তা হলে Disable forwarding এ টিক দিয়ে Save Change এ ক্লিক করুন।

এবার আপনার সাবমিট করা ইমেইল আইডির সকল ইমেইল গুলো এই ইনবক্স এ এসে জমা হবে আপনি এক ইমেইল আইডিতে লগইন করে দুই আইডির ইমেইল পড়তে পারবেন। এভাবে আপনি অনেক গুলা ইমেইল সাবমিট করতে পারবেন অথাৎ সকল ইমেইল আইডির ইমেইল একটি আইডিতে Forwarding করতে পারবেন। আপনি ইচ্ছা করলে সকল সাবমিট করা ইমেইল গুলো Remove করতে পারবেন। Remove করতে আপনাকে নিচের মতো এই মেনুতে ক্লিক করতে হবে।

ক্লিক করলে নিচে একটি মেনু নেমে আসবে Remove আপনার ইমেইল আইডি ধরেন এইরকম Remove [email protected] (in use) এ ক্লিক করলে নিচের মতো দেখতে পাবেন।

 

 

এবার ok তে ক্লিক করলে আপনার ঐ ইমেইলটি আর ইমেইল Forwarding হবে না Remove হয়ে গেল।

এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার আমেইল আইডি গুলো ব্যবহার করতে পারবেন একটি আইডি ব্যবহার করে। আজ এ পর্যন্তই আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে ভালো থাকবেন। টিউনটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর যদি কোন সম্যসা হয় নিচে টিউমেন্ট করবেন আমি সমাধানের চেষ্টা করব।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo hoyeche.chaliye jan

সুন্দর টিউন

কাজের টিউন, ধন্যবাদ।

Good Tips……… Thanks

Level 0

জানা ছিল না। অনেক ধন্যবাদ!

জানা ছিল না। অনেক ধন্যবাদ!

ধন্যবাদ ।

Thanks to all for positive comment.