বন্ধুরা সাবধান হবার এখনি সময় ! Gmail হতে।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। টেকটিউনস এ আছি অনেক দিন হল। বড় ভাইয়েরা সব বিষয়েই টিউন করে ফেলে তাই কিছু খুজে পাই না। প্রথম টিউন, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

আমাদের দেশে ইমেইল বলতেই আমাদের মাথায় দুটো নাম আসে। একটা হল জিমেইল, আর একটা হল ইয়াহু। আজ আমি জিমেইল নিয়ে কিছু কথা বলব।

Google সর্বপ্রথম জিমেইল চালু করে ২০০৪ সালে। এরপর থেকে এই নয় বছরে জিমেইল অনেক দূর এগিয়ে গেছে। ২৮ জুন ২০১২ এ Google এর ঘোষণা অনুযায়ী জিমেইল এর অ্যাক্টিভ ব্যবহারকারী এর সংখ্যা প্রায় ৪২৫ মিলিয়ন। এর বেশ কিছু কারনের মধ্যে অন্যতম হল এদের চমৎকার মেইল ব্যবস্থাপনা। এর সুবিধা গুল মোটামুটি কম বেশি সবার জানা আছে। আমি যেটা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাইছি তা হল জিমেইল এর খারাপ দিকগুল।

১.  জিমেইল এর সবচেয়ে খারাপ আর বাজে দিকটা হল মেইল এর পাশেই বিজ্ঞাপন দেখান। অবশ্য যারা ব্রাউজার এ এড ব্লক ইউজ করেন, তাদের জন্য ভিন্ন কথা। অনেকে হয়ত বলবেন গুগল এই বিজ্ঞাপন এর মাধ্যমেই ত আয় করে। কিন্তু ভাই মেইল পরার সময় চোখের সামনে যদি রঙ বেরঙের লেখা আর ব্যানার দেখা যায় তাহলে ত মেইল এর দিক থেকে মনোযোগটাই নষ্ট হয়ে যাবে।

২. আপনারা কি জানেন আপনার জিমেইল অ্যাকাউন্ট এ নতুন মেইল আসলে আপনি পরার আগেই জিমেইল তা পড়ে নেয়? নীচের স্ক্রীন শটটাতে লক্ষ্য করুন। Apple লেখা ইমেইল টি আনরিড অবস্থায় আছে। এর পাশেই দেখুন হলুদ একটা চিহ্ন। এই চিহ্ন দ্বারা জিমেইল এটা নির্দেশ করে যে এই মেইল তা গুরুত্বপূর্ণ। এখন আপনিই বলুন আপনার কাছে আশা কোন মেইলটা গুরুত্বপূর্ণ সেটা কি মেইল টা পড়ে আপনি ঠিক করবেন নাকি জিমেইল আপনার আগে আপনার আগে আপনার মেইল পরেই সেটা ঠিক করে দেবে? আমি অনেক আগে কোন কারনে অ্যাপল এর নিউজ সার্ভিস এ রেজিস্টার করি। তাও অনেক বছর আগে। আমার কাছে এই মেইল টা মোটেও গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমি মেইল টা খোলার আগেই সেটা জরুরি হিসেবে চিহ্নিত হল কেন? এই কাজটা করে গুগল এর কি লাভ হয় জানেন?

১. মেইল গুল পড়ে গুগল আপনার ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে। এফ,বি,আই , বা ঐ ব্যাক্তির রাষ্ট্র যদি তার তথ্য চায় তাহলে যেন দিতে পারে।

২. আপনার মেইল পড়ে গুগল আপনার রুচি সম্পর্কে ধারনা নেয় আর সেই অনুযায়ী বিজ্ঞাপন দেয় এবং আক্ষরিক অর্থেই বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে।

এতে আপনার ক্ষতি একটাই, আপনার কোন ব্যাক্তি স্বাধীনতা থাকল না। উলট আপনার ই ব্যাক্তিগত তথ্য ব্যবহার করে গুগল বিলিয়ন ডলার কামাল।

এখন হয়ত আপনি বলবেন এমনত কোন কোম্পানি নেই যারা এই একই কাজটা করে না। তাহলে আপনার ভুল ধারনা। এমন ও অনেক মেইল সার্ভিস প্রভাইডার আছে যারা এর কোন টাই করে না। যেমনঃ সম্প্রতি আপনারা একটা মেইল সার্ভিস কোম্পানির নাম হয়ত শুনেছেন। Outlook.com। এটা মাইক্রোসফট কর্তৃক আনিত সম্পূর্ণ নতুন মেইল সার্ভিস। এটা আসা মাত্র মেইল জগতে তোলপাড়ের সৃষ্টি করেছে। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এর সুবিধা গুল হলঃ

১. গ্যারান্টি সহকারে বিজ্ঞাপন মুক্ত। (সম্পূর্ণ)

২. জিমেইল এর মত আপনার ইমেইল গুল পড়ে না। আপনি পড়ার আগে হোক বা পড়ে হোক, Outlook আপনার মেইল কে স্পর্শও করবে না।

৩. গুগল এর মত আপনার তথ্য সংরক্ষন করে না।

৪. অসাধারন আর সিম্পল ইউজার ইন্টারফেস। উইন্ডোজ ৮ এর অনুকরনে এর ইন্টারফেস তৈরি করা হয়েছে।

৫. এই অ্যাকাউন্ট এর সাথে আপনি আপনার ফেসবুক, টুইটার, linked in ইত্যাদি connect করতে পারবেন। ফেসবুক চ্যাট ও করতে পারবেন।

৬. আপনার outlook এর আইডি ব্যাবহার করে gmail, yahoo সহ জনপ্রিয় সব মেইল সার্ভিস এ আপনার অ্যাকাউন্ট গুলর মেইল গুল পরতে পারবেন। অর্থাৎ একবার সেট আপ করে নিলেই আপনার আর জিমেইল বা ইয়াহু তে ঢোকা লাগবে না। outlook থেকেই সব ইমেইল পরতে পারবেন।

৭. outlook এ অ্যাকাউন্ট করলেই পাবেন skydrive এ ৭ GigaByte ফ্রী ক্লাউড স্পেস। যেখানে গুগল দেয় ৫ GigaByte।

তাহলে এখনি http://www.outlook.com এ গিয়ে সাইন আপ করুন। অনেকের আবার অনেক গুল মেইল অ্যাড্রেস। যারা ফ্রী ল্যান্সিং এর কাজ করেন তাদের তো ২০/৫০ টা ইমেইল আইডি থাকেই। তাহলে কি আরেকটি নতুন আইডি খুলতে হবে? ভয় পাবেন না। আপনার যদি আগের একটা hotmail অথবা windows live আইডি থাকে তাহলে জাস্ট ঐ আইডি পাসওয়ার্ড দিয়ে Outlook এ লগিন করুন। আপনার hotmail অথবা windows live আইডিটি Outlook এ আপগ্রেড হয়ে যাবে।

আজ এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর সবাই কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ।

Level 0

আমি Rabiul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কথা মানতে পারলাম না। ওরা যা করে বট দিয়ে করে। ম্যানুয়ালি মেইল চেক করার মত টাইম ওদের নেই। আর পপুলার কিছু সাইটের মেইল ওরা ইম্পরট্যান্ট মার্ক করে রাখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইউজারকে নিজে থেকে মার্ক করে দেখিয়ে দিতে হয়, নেক্সট টাইম ঐ মেইল থেকে কোন ইমেইল আসলে সেটা ইম্পরট্যান্ট মার্ক করা থাকে। আর যদি মেইল পরেই থাকে তাহলে আপনার জানার কোন সাধ্য নাই।

আরেকটা কথা, নিঃসন্দেহে জিমেইল সেরা।

    @ইমরান: ঠিক বলেছেন ভাই

    @ইমরান: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

      @Rabiul Islam: apni asole net e search kore sotto janen nai ,, sotto apni aro age theke e janten ,, apnar tune korar ja karon hote pare …
      1. apnar Gmail khub priyo .. tai negative marketing kore Gmail er ekta fao biggapon korlen
      othoba ,
      2. Ghorer khaia boner mosh taranor iccha hoichilo apnar,,
      othoba,
      3. Apnar ekta tune korar iccha hoichilo kintu tune korar kono bisoy khuje pacchilen na ,

      kichu mone korben na vai ,, ekta kotha boli
      TT -r member ra pray sobai besh advanced level er, tune korar age apni Gmail somporke search koren ni ,,kintu tune korar por search kore vul bujhte parchen ,, ai kothata amar moto hoyto oneke e tamasha hisabe niechen ,,,

        @Ignoramus Boy: karon ta ki janen vai? apni nijei ekta tamasha. somalochona korar kichu pacchen na, shobai shob bishoye shomalochona kore felsen tai ei baje kotha gula boltesen. jani vai, apni onek boro, hulk type er expert, ami ototta expert na. kintu vai etotao kharap na. ami microsoft er kora ekta post dekhe ei tune korsi, jokhon shobai bolse pore eta niye abar o search korsi. eta jodi aoni trust na koren ta hole amar korar kichu nai. amar khoma chawar chilo ami chaiya nisi. apni ki dhoroner baje montobbo korlen sheta te amar kichu jai ashe na. kintu tobuo vodrotar khatire karon ta apnake show korlam. bakita bujh na bujha apnar iccha.

    @ইমরান: Rabiul Islam vai ,, apni amar bondhu hole boltam apnar matha kharap ,, / bolar moto kotha na thakay aboka boktechen. kintu apni amar honorable boro vai bole kichu bollam na.

    Gmail mobile verification er maddhome amader year e ekbar ID hack haoar pain theke bacaiche , ar apni Gmail er security er ovab dekhen? Hasailen vai .. Apni add/ security etc bisoye je logic gula dekhaichen , neutral hoe nije ebar segula vebe dekhen ,, dekhben apnar hasi ar thame na,

    At last, Gmail er biporite apni outlook promote korlen ,, kintu kono valo jukti dekhaite parlen na ,, Sunen vai, khub beshi problem na hoile jemon loke bou re divorce dey na ,, temni khub beshi problem na hoile ekjon professional person kokhono mail change kore na ,,

      @Ignoramus Boy: vai, mobile verification er kotha boltesen? are vai mobile verification er age apni gmail theke mail to pathate parben, kintu bodh hoi eta janen na outlook e mobile verify korar ag porjonto apni ekta mail o pathate parben na. er mane holo apni ke sheta janar ag porjonto apnake mail pathate deya hobe na, jate kore onnoder kache spam mail na jai. taile bujhen outlook er securiy kemon.
      2nd kotha, apni bosh hoi kheyal koren nai, ami prothomei ekta kotha shikar kore nisi, je gmail eto jonopriyo howar karon oder oshadharon mail babostha. ar vai bou er kotha boltesen? jibone to mone hoi freelancing er kaj konodin koren nai. khali au fau example den. jodi kono din free lancing er kaj korten tahole eta apnar jana uchit chilo jara freelancig er kaj kore tader shudhu ekta bou totha mail id thake na, bivinno kompanyr komse kom 20 theke 30 ta bou tothaemail id thake. shei shubade tader daily daily onek bar bou totha mail id change korte hoi. ekhn amari mone hocche apni ekta …………………… jak kichu bollam na. karon apni amar adorer choto vai to, tai.

ভাই যত কিছুই বলেন….. জিমেইল ছাড়তে পারব না। এটা মনে, প্রাণে মিশে গেছে!…

    @আবির আহমেদ: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

Level 0

পড়ুক। আমার মেইল পড়ে ওরা কি করবে করুক।

Level 0

হ ওদের আর কাজ নাই আপ্নার মেল পড়বে।ইম্পরটেন্ট মেল ব্যপার টা অট্মেতিক্যালি ডিটেক্ট করে।

Level 0

আপনি যা করছেন সেটা হলও মাইক্রোসফট এর বিজ্ঞাপন আর চামচামি। দুঃখিত এইভাবে বলার জন্য। গুগল মেইল পড়ে এই দাবি কিছুদিন আগে করা হইছিল এবং গুগল তার জবাব দিছে । আপনি বিং করেন(গুগল কইরেন না, আপনি কি গুগল করতেছেন সেটা আবার গুগল এফবিআই কে বলে দিতে পারে) গুগ্লের জবাব পেয়ে যাবেন।

    @sharif1234: @papon: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

Level 0

Faltu kotha barta…Google traces important email by the sender and the procedure.

    Level 0

    @mmaumio: ঠিক

    @mmaumio: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

Level 0

ভাই, ই-মেল সম্পর্কে আমার কোন ধারোনাই নাই। দয়া করে একটু ধারনা নিয়ে তারপর পোস্ট করেন। আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাই না।
আমি শুধু এটা চাই যে, আপনার পোস্ট পড়ে কেউ ভুল না বুঝুক।
আর কিছু কথা,
* বিজ্ঞাপন যা দেয় তা সহ্য করার মত। অন্যরা তো মেইলই দেখতে দেয়না 😛
* কিছু Tag গুগল এর কাছে সেভ করা আছে, এই ট্যাগ গুলো থাকলে তা ইম্পরট্যান্ট শো করে। আর অন্য কোন কারনে ইম্পরট্যান্ট শো করলে তার কারনও দেখায়। আপনি কার্সর ইম্পরট্যান্ট সাইন এর ওপরে নিলেই দেখতে পাবেন।
* আপনার ব্যক্তিগত তথ্য সবাই সংরক্ষন করে। আর সরকারী কেউ চাইলে সবাই দিতে বাধ্য। আসলে সরকার চাইলে যাতে সাথে সাথে দিতে পারে এই জন্যেই ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে। আর এটাই নিয়ম।
* গুগল টাকা কামায় এইটা দেখেন, কিন্তু কি পরিমান সার্ভিস দেয় এটা কখনো খেয়াল করেছেন? এমন সার্ভিস টাকা দিয়েও পাওয়া যায় না।
* Outlook আপনার মেইল কে স্পর্শও করবে না। এটা আপনার অনেক বড় একটা ভুল ধারনা।
* Outlook গুগল এর মত আপনার তথ্য সংরক্ষন করে না। এটাও ভুল ধারনা। তথ্য সংগ্রহ করবে এটা টার্মস এন্ড কন্ডিসনে আগেই সবাই বলে নেয়। কারনটাও বলা আছে। সময় করে একটু পড়ে দেখবেন। আর আপনি ইন্টারনেট থেকে কিছু ডিলিট করে দিলেও তারা ডিলিট করে না। তাদের কাছে জিনিসটা রয়ে যায়।

ধন্যবাদ 🙂

    @sabbir_id: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

Level 0

@ Robiul Islam
apnar kotha mato ২৮ জুন ২০১২ এ Google এর ঘোষণা অনুযায়ী জিমেইল এর অ্যাক্টিভ ব্যবহারকারী এর সংখ্যা প্রায় ৪২৫ মিলিয়ন।
so apni bojhate chaichen google 425 million mail daily check kore right? Akta kore email o jodi ashe then 425 million email tara daily check kore. Funny.
Please do not make any tune without your experience. Gmail is defiantly one of the best email server and security server in the world. Gmail is earning from add. But they are giving the best email service in the world. So where is your problem if gmail earn money from the add?

Level New

গুগল মেইল পড়ে না , গুগল এর সিস্টেম মেইল এর কন্টেন্ট চেক করে । তা না হইলে রেগুলার আপনার কাছে স্পাম এবং ভাইরাসে ভরা ইমেইল আসতো । আর এই চেক করার সিস্টেম টা অটোমেটিক । গুগল অবশ্যই ব্যবসা করছে । তবে আমাদের পকেট কাটছে না । ওরা শুধু এই বিজ্ঞাপন দিয়ে যা আয় করে তার জন্যই ওদের আরও অনেক সার্ভিস ফ্রিতে ব্যবহার করতে দেয় । এই লিঙ্কটা দেখলে হতবাক হয়ে যাবেন । http://en.wikipedia.org/wiki/List_of_Google_products । মাইক্রোসফট এর সাথে গুগল এর তুলনা না করলেই ভালো করতেন ।

    @আহত: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

আজাইরা পোস্ট।

জিমেইলের না ব্যবহার করার পক্ষে আপনার সকল যুক্তি সঠিক। কিন্তু আপনি বিকল্প হিসাবে যা ব্যবহার করতে বললেন তারা তো এর গুগল থেকেও বড় চোর। দিনে দিনে কেন জানি বিশ্বাস হচ্ছে টিটি পাড়ার এই সকল মার্কা মারা পোস্টগুলা এডমিনরাই করে থাকে। যেন স্পন্সরের পয়সা হালাল হয়।

    @আশিকুর_নূর: ভুল জেনে নিজেকে শুধরে নিলাম। নেট এ সার্চ করে সত্য টা জানলাম। সবার কাছে ক্ষমা চাইছি। জিমেইল এর কাছে ও ক্ষমা প্রার্থী। না জেনে তাদের ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ।

সবাই যে যাই বলুক ভাই, আমার জিমেল ইমেইল চাই। ভাই আমার ইহাহু আইডি ও জিমেইল আইডি দুটোই আছে। কিন্তু জিমেইলের মত মজা পাই নাই।

ধন্যবাদ বন্ধুরা কমেন্ট করার জন্য আর আমার ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য। সবার ই ভিন্ন মত আগেও ছিল, আছে আর থাকবে। আমার কাছে গুগল এর মেইল পড়াটা বাজে লাগছে তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাথে আপনাদের ভিন্ন মত আছে। যত অটোমেটিক সিস্টেম এই হোক জিমেইল আমার মেইল পরবে সেটা আমার পছন্দ না। আপনাদের ভালো লাগলে লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার। বিশেষ করে জনাব @সায়েফ শাহিন কোন কিছু ভালো না লিখে যা লিখলেন তা খুব এ বিরক্তিকর।

Level 0

সম্পূর্ন ভুল ধারণা 😛

ধন্যবাদ সবাইকে। এই টিউন টা করে যদি ও বা কোন পজিটিভ কমেন্ট পাই নি। তবু ও আমার বড় রকমের লাভ হইসে। আপনাদের কমেন্ট গুল পরার পর এই ব্যাপারে আমি আবার নেট এ সার্চ করা শুরু করলাম, এবং বিশ্বাস করেন আমার গুগল আর মাইক্রোসফট সম্পর্কে যে ভুল ধারনা ছিল টা সম্পূর্ণ চলে গেছে। জানলাম যে মাইক্রোসফট তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের নামে এমন কথা ছড়ায় আর নিজেদের সম্পর্কে যা নয় তার কয়েক গুন বাড়িয়ে বলে। তথ্য গুল জেনে আমি হতভম্ব হয়ে গেলাম। যেমনটা তারা তাদের নিজেদের অ্যান্টিভাইরাস নিয়ে বাড়াবাড়ি পর্যায়ের কথা বলে যেখানে কিনা বড় ও বিখ্যাত প্রতিষ্ঠান গুলর অ্যান্টিভাইরাস পরীক্ষায় মাইক্রোসফট সিক্যুরিটি এসেনসিয়ালস কে লিস্ট এর শেষ দিকেই পাওয়া জয়ায়। ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য। আর হ্যাঁ, পূর্বের কমেন্ট এর জন্য দুঃখিত। আসলে তখন ও আমি এই ব্যাপার গুল খুজে বের করিনি। এই টিউন টা আমি ডিলিট করতে পারছি না। কেউ কি এ ব্যাপারে সাহায্য করবেন? আমিও জিমেইল এ ব্যাক করলাম। ধন্যবাদ সবাইকে।

Level 2

You do not have sufficient knowledge about mail. G-mail is the best free mail service. I use gmail and also outlook regulerly. Outlook is so much slow and also many problem to configure with smtp softwares. So know deeply about any thing and then tune.

Level 0

Thanks. Bhul bojhar jonno.. To Err is Human… So I appreciate your moves. @Rabiul Islam

    @mmaumio: thanks apnakeo. bojhar jonno. jodio ba ekhono onekei amar vul shikar ta chokhe dekhen nai tai comment o kortesen shei vabe.

Level New

আমরা যারা নেট ব্যবহার করি তাদের সবার তথ্যই সংগৃহীত হচ্ছে এবং আইনবলে কোম্পানীগুলা সেই তথ্য সরকার তথা আমেরিকাকে দিতে বাধ্য। গুগল বা অন্যান্যরা অবশ্যই আপনার মেইল পড়ে তো কি হয়েছে? এই মেইল যদি তারা না পড়তো তবে গুরুত্বপূর্ণ মেইল কিভাবে তারা বাছাই করতো?
মাইক্রোসফট? উইন্ডোজ, অফিস + ………. সবকিছুই টাকার খেলা(আমরা ক্র্যাক করে চুরি করি সেটা আলাদা) কিন্তু গুগলের কোন সার্ভিসটার জন্য আপনি টাকা খরচ করেছেন বলবেন?
টিউনারকে তার ভুল স্বীকার করার জন্য ধন্যবাদ।

Level 0

সুন্দর টিউন

লেখক এখন যে তার ভুল বুজতে পেরেছেন সেটাই অনেক কিছু। তবে আমি জিমেইল ছাড়া অন্যকোন মেইল চেকই করি না। কারণ এটাকেই আমি আমার কন্টাক্ট মেইল হিসেবে রেখেছি। ওদের শুধু জিমেইলে লগইন থাকলেই ওদের সব সার্বিসে প্রবেশ করা যায়। আর সিকিউরিটি— সেটা গুগলের চেয়ে কে বেশি দিবে? ওদের সাপোর্ট সেন্টারে প্রশ্ন জিজ্ঞেস করুন দেখুন কতো যত্ন উত্তর দেয়। গুগল যদি এতো এতো মানসম্মত ফ্রি সেবা না দিতো তবে বিকল্প খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যেতাম।

মজা লন??
outlook AKA hotmail aro age theke CIA er -_-