সিএসএস, জাভা স্ক্রিপ্ট ফাইল সহ অন্যান্য ফাইল কিভাবে গুগল ড্রাইভে হোস্ট করবেন ?

google drive

আসসালামু ওয়া আলাইকুম, আসা করি ভাল আছেন। এটি টেকটিউনসে আমার প্রথম টিউন তাই কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথম টিউন হিসেবে ভাল কোন বিষয় নিয়ে লেখার চেষ্টা করেছি। বর্তমানে আমাদের সবারই বিভিন্ন ব্লগ/ ওয়েবসাইট আছে এসব ওয়েবসাইট/ ব্লগে বিভিন্ন সিএসএস, জাভা স্ক্রিপ্ট ফাইল সহ আরও অনেক প্রকার ফাইল হোস্টিং এর দরকার পরে। যদিও এসব ফাইল সহজে হোস্টং এর জন্য অনেক উপায় আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ ও অন্যতম উপায় হচ্ছে গুগল ড্রাইভে হোস্ট করা। তো কথা হচ্ছে গুগল ড্রাইভে আমার কেন ফাইল হোস্ট করব,  চলুন কারনটা নিচে দেখা যাক।

গুগল ড্রাইভে কেন আমরা ফাইল হোস্ট করবোঃ

১। প্রচুর পরিমানে  জায়গা
২। এখানে আপনি বিভিন্ন স্প্রেডশীট ও প্রেজেন্টেসন তৈরি সহ হোস্ট করতে পারবেন।
৩। এটি আপনাকে যেকোনো কিছু  হোস্ট (Host) করার সুবিধা প্রদান করবে। এটার ব্যান্ডউইথ সীমাহীন (কিন্তু এটার ডিস্কে জায়গা (Disk Space) ৫ গিগাবাইট)
৪। গুগল ড্রাইভ আপনার ডকুমেন্ট এর সব পরিবর্তন ট্র্যাক (Track) করবে। যখন আপনি কোনও ডকুমেন্ট সেভ করবেন একটা নতুন ভার্সন ও সেভ হবে। তাই আপনি আপনার সুবিধার জন্য সেই ডকুমেন্ট পুনর্বিবেচনা করতে পারবেন।
৫। আপনি আপনার ফাইল আর ফোল্ডার যে কারো সাথে শেয়ার করতে পারবেন।
৬। আপনার ডকুমেন্ট এর পূর্ণ নিরাপত্তা দেয়ার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করছে HTTPS দ্বারা এনক্রিপশন (Encryption) যাতে আপনার ফাইল অভেদ্য থাকে।
৭। আর সবচেয়ে বড় বেপার হল এই সব আকর্ষণীয় বৈশিষ্ট্য সমূহ বিনামূলে দেয়া হচ্ছে গুগল ড্রাইভ থেকে।

 

যেকোনো সিএসএস, জাভাস্ক্রিপ্ট ফাইল সহ অন্যান্য ফাইল গুগল ড্রাইভ এর মাধ্যমে হোস্ট  (Host) করার পদ্ধতির ভিডিও টিউটোরিয়াল নিচে দেয়া হলঃ

ইউটিউব ইয়উআরএল

উল্লেখ্যঃ টিউনটি এর আগে আমার সাইটে প্রকাশিত হয়েছে তাই, অনুগ্রহ করে টিউন টি কপি করবেন না। আরও টিউন্স পেতে সাথে থাকুন।

Level 0

আমি সাগর আহামেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি সাগর আহামেদ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন ছাত্র । আমার প্রযুক্তি বিষয়ক অন্যান্য টিউন্স গুলো দেখতে ঘুরে আসুন আমার ব্লগ থেকে - https://satunes4u.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস